Solution
Correct Answer: Option A
- উফশী কথাটি ফসলের সাথে জড়িত।
- যে ধান গাছের সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি তাকেই উফশী ধান বলা হয়।
- উফশী ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।
- উফশী ধানের প্রয়োজনীয় বিশেষ গুণ, যেমন- স্বল্প জীবনকাল এবংরোগবালাই, খরা, লবণাক্ততা ও জলমগ্নতা ইত্যাদিতে সহনশীল।
- উফশি ধানের মধ্যে সুগন্ধি ধান হলো ব্রি ধান-৫০ (বাংলামতি)।
- উল্লেখ্য, বিনা-৮, বিনা-৯, ব্রি-৪০, ব্রি-৪১, ব্রি-৪৭ লবণাক্ত সহিষ্ণু ধান, ব্রি-৩৩ মন্দা এলাকার উপযোগী ধান, ব্রি-৫৬, ৫৭ খরা প্রবণ এলাকার জন্য উপযোগী।