ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরােধযােগ্য রােগের সংখ্যা কতটি?
Solution
Correct Answer: Option D
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইউপিআই) প্রকল্প সাহায্যদানকারী সংস্থা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় ৭ এপ্রিল ১৯৭৯। বাংলাদেশে প্রথম টিকা দিবস পালন করা হয় ১৬ মার্চ ১৯৯৫ (১ম রাউন্ড) ও ১৬ মার্চ ১৯৯৬ (২য় রাউন্ড)। ইউপিআই এর আওতায় বিনামূল্যে ১০ টি রোগের টিকা সরবরাহ করা হয়।
শুরুতে ছয়টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হলেও বর্তমানে ১০টি রোগের টিকা প্রদান করা হচ্ছে। যেমন:
- পোলিও মাইলাইটিস
- শিশুদের যক্ষ্মা
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- মা ও নবজাতকের ধনুষ্টংকার
- হেপাটাইটিস-বি
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
- হাম
- রুবেলা
- নিউমোকক্কাল নিউমোনিয়া।