Which of the following countries is not a member of G-15?
Solution
Correct Answer: Option B
- G-15 হলো উন্নয়নশীল দেশগুলোর একটি অর্থনৈতিক ফোরাম।
- এটি ১৯৮৯ সালে ১৫টি সদস্য দেশ নিয়ে গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮টি। যদিও সদস্য সংখ্যা বাড়লেও এর নাম "G-15" অপরিবর্তিত রয়েছে।
G-15 এর বর্তমান সদস্য দেশগুলো হলো:
- আফ্রিকা: আলজেরিয়া, মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, জিম্বাবুয়ে।
- এশিয়া: ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা।
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান: আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, জ্যামাইকা, মেক্সিকো, ভেনিজুয়েলা।