মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে?
A ১০ই এপ্রিল ১৯৭১
B ১৪ই এপ্রিল ১৯৭১
C ১৭ই এপ্রিল ১৯৭১
D ১লা এপ্রিল ১৯৭১
Solution
Correct Answer: Option C
মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আমবাগানের ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় । আর এ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ করেন ।