পাঁচটি সংখ্যার গড় ৪৬। সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?
A ৪৮
B ৪৯
C ৫০
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
পাঁচটি সংখ্যার গড় = ৪৬
পাঁচটি সংখ্যার যোগফল = (৫ × ৪৬) = ২৩০
চারটি সংখ্যার গড় = ৪৫
চারটি সংখ্যার যোগফল = (৪ × ৪৫) = ১৮০
পঞ্চম সংখ্যাটি = ২৩০ - ১৮০ = ৫০