বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?

A মেঘনা

B যমুনা

C কপোতাক্ষ

D ব্ৰহ্মপুত্ৰ

Solution

Correct Answer: Option D

ব্রহ্মপুত্র নদ (Brahmaputra River) পৃথিবীর দীর্ঘতম নদনদীগুলির একটি। এর অববাহিকা অঞ্চল চীন (তিববত), ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। এর উৎপত্তি শিমায়াঙ-দাঙ হিমবাহ থেকে, স্থানটি (৩১°৩০´ উত্তর এবং ৮২°০´ পূর্ব) পারখা থেকে প্রায় ১৪৫ কিলোমিটারের মতো দূরে। দক্ষিণপশ্চিম তিববতের উৎপত্তি স্থল থেকে ব্রহ্মপুত্রের সর্বমোট দৈর্ঘ্য ২৮৫০ কিমি। বাংলাদেশের ভিতরে এ নদের দৈর্ঘ্য প্রায় ২৭৭ কিলোমিটার। ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। আর প্রধান শাখানদী হলো বংশী ও শীতলক্ষ্যা।
 
বাংলাদেশের মধ্যে সুরমা-মেঘনা নদীর দৈর্ঘ্য ৬৭০ কিলোমিটার, 
ব্রহ্মপুত্র - যমুনা নদীর দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।
সোর্সঃ বাংলাপিডিয়ার
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions