'লাঠালাঠি' কোন সমাস?

A প্রাদি

B তৎপুরুষ

C কর্মধারয়

D ব্যতিহার বহুব্রীহি

Solution

Correct Answer: Option D

'লাঠালাঠি ' ব্যতিহার বহুব্রীহি সমাস ।ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয় ।এ সমাসে পূর্বপদে "আ ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয় । যেমন ঃ হাতে হাত যে যুদ্ধ =হাতাহাতি , কানে কানে যে কথা = কানাকানি , লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions