'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

A মর্মার্থে

B ক্ষুদ্রার্থে

C বৃহদার্থে

D বিপরীতার্থে

Solution

Correct Answer: Option B

অনেক সময় ক্ষুদ্রার্থেও ইকা প্রত্যয় যোগ হয়। তখন সেটা আর স্ত্রী প্রত্যয় থাকে না, এগুলো ক্ষুদ্রার্থক প্রত্যয়। যেমন- নাটক-নাটিকা (ক্ষুদ্র নাটক, নাটকের স্ত্রী রূপ নয়), মালা-মালিকা (ক্ষুদ্র মালা), গীত-গীতিকা (ক্ষুদ্র গান), পুস্তক-পুস্তিকা (ক্ষুদ্র বই)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions