Solution
Correct Answer: Option D
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি ছিলেন আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। তার সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল।
কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে। পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে। এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ। মনে রাখা দরকার, ‘পদ্মাবতী’ নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
মধ্যযুগের কবি ও সাহিত্যঃ
- দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
- মুহম্মদ কবীর : মধুমালতী
- সাবিরিদ খান : হানিফা-কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
- দোনাগাজী চৌধুরী : সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
- দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
- আলাওল : পদ্মাবতী
- আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
- নওয়াজিস খান : গুলে বকাওলী
- মুহম্মদ মুকীম : মৃগাবতী
- সৈয়দ সুলতান : নবীবংশ।