Solution
Correct Answer: Option A
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ
- গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- নাবিক - নৌ + ইক;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।