Solution
Correct Answer: Option C
যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমনঃ
পাঁতি = দাঁতের পাঁতি; দুঃখ পাতি।
কুল = কবিকুল; পক্ষিকূল; বৃক্ষকুল
একইভাবেঃ
ব্যক্তিবাচক হলে : কুল, দল, মহল, গণ, বৃন্দ, মণ্ডলী, সঙ্ঘ, সমূহ, দিগর, পুঞ্জ, নিচয়, উচ্চয়, চয়, ব্রজ ইত্যাদি
অজীব হলে : পাল, পুঞ্জ, ব্রজ, ব্রাত, আবলি, উচ্চয়, গুচ্ছ, গ্রাম, চয়, জাল, দল, দাম, মণ্ডল, মণ্ডলী, মালা, রাজি, রাশি, শ্রেণি, সমূহ, নিকর, নিচয় ইত্যাদি।