তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি-এটা কোন ধরনের বাক্য?

A যৌগিক বাক্য

B সাধারন বাক্য

C মিশ্র বাক্য

D সরল বাক্য

Solution

Correct Answer: Option A

যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
- লোকটি ধনী কিন্তু অসুখী।
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।
- সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions