বিসিএস ২০ তম (94 টি প্রশ্ন )
- দক্ষিণ চীন সাগরের পার্ল রিভার ডেল্টার কাছে অবস্থিত এশিয়া মহাদেশের সর্বশেষ ইউরোপীয় উপনিবেশ ম্যাকাও, যা প্রায় ৪৪২ বছর ধরে পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।
- ১৫১৩ সালে পর্তুগিজ অভিযাত্রী জর্জ আলভরিস সর্বপ্রথম এই ক্ষুদ্র দ্বীপে পৌঁছেন।
- ১৫৫৩ সালে সেখানে পর্তুগিজ ব্যবসায়ীদের অস্থায়ী ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়।
- পর্তুগাল ১৫৫৭ সালে উপদ্বীপটি চীনের কাছ থেকে ভাড়া নিয়ে সেখানে এশিয়ার প্রথম ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং ১৮৮৮ সালে ম্যাকাও এর ওপর সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত ঘোষণা দেয়।
- ১৯৫১ সাল থেকে ম্যাকাও পর্তুগাল এর একটি প্রদেশ হিসেবে বিবেচিত হত।
- এরপর ১৯৮৭ সালের ১৩ এপ্রিল চীন এবং পর্তুগাল একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে এবং সেই ঘোষণার রূপরেখা অনুযায়ী "এক দেশ, দুই নীতি" বাস্তবায়নের লক্ষ্যে ম্যাকাও ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর চীনের অধীনস্থ হয়।
- যমুনা সেতু এর পূর্ব নাম বঙ্গবন্ধু সেতু। 
- যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত।
- যমুনা বহুমুখী সেতু (Jamuna Multi-purpose Bridge) নির্মাণে খরচ হয়েছে ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার ও প্রস্থ ১৮.৫ মিটার।
- প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য সেতুটি ৮০-৮৫ মিটার লম্বা ১২১টি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে।
- সেতুটিতে স্প্যানের সংখ্যা ৪৯ টি ও পিলার ৫০ টি।
- যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে ৪ লেনের সড়ক ও ২টি রেল ট্র্যাক।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০;
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং
- অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
- সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।
- সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

নারীর রাজনৈতিক ক্ষ্মতায়নে সংসদে সংরক্ষিত নারী আসন-
- ১৯৭২ এর মূল সংবিধান আসন সংখ্যান ১৫ ও মেয়াদ ১০ বছর ছিল।
- ৫ম সংশোধনীতে আসন সংখ্যা ৩০ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১৫ বছর।
- ১০ম সংশোধনীতে আসন সংখ্যা ৩০ ও মেয়াদ ১০ বছর।
- ১৪তম সংশোধনীতে আসন সংখ্যা ৪৫ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১০ বছর।
- ১৫তম সংশোধনীতে আসন সংখ্যা ৫০ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১০ বছর।
- ১৭তম সংশোধনীতে আসন সংখ্যা ৫০ ও মেয়াদ ২৫ বছর করা হয়।

 

 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় ।
- পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এ শান্তিচুক্তির মাধ্যমে।
- এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা ।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশের প্রথম সাহিত্য সংকলন ছিলেন ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে প্রকাশিত হয়।
- ১৬ খণ্ডে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিল পত্র’ টিও তার সম্পাদনায় প্রকাশিত হয়।
- তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, বিমুখ প্রান্তর ইত্যাদি।
- মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে।
- তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
- উল্লেখ্য মোট বীর উত্তম ৬৯ জন।
- জেনারেল ইয়াহিয়া খান (ফেব্রুয়ারি ৪, ১৯১৭ – আগস্ট ১০, ১৯৮০) পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন প্রধান, ও ১৯৬৯ হতে ১৯৭২ খ্রীস্টাব্দ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর আদেশেই পাকিস্তান সেনাবাহিনী তদানিন্তন পূর্ব পাকিস্তানে হত্যাযজ্ঞ চালায়।
- এই যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের পরাজয়ের পর ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পন করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রাচীন যুগে বাংলায় অখণ্ড কোনো রাজ্য ছিল না।
- ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল সমগ্র বাংলা।
- বাংলার প্রাচীনতম জনপদ বগুড়া জেলায় অবস্থিত, যার নাম মহাস্থানগড় (পুণ্ড্রনগর)।
- বগুড়া শহর থেকে ১০ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান।
• Excite- উত্তেজিত করা, Calm- শান্ত।
সুতরাং শব্দ দুটি Antonymous.
• Option (ক), (খ), (গ) এর শব্দ জোড়া গুলো পরস্পর Synonymous।
সুতরাং উত্তর (ঘ)। Stimulate- উত্তেজিত করা; Cool down- শান্ত করা।
• Euphemism - a word or phrase used to avoid saying an unpleasant or offensive word.
• ''Senior citizen'' is a euphemism for ''old person''.  The phrase “left to pursue other interests” is a euphemism for “fired.”

'Euphemism' শব্দের অর্থ হচ্ছে কোনো অপ্রীতিকর বা অস্বস্তিকর বিষয়কে এমন একটি ভালো বা মেনে নেয়া যায় এমন নামে বর্ণনা করা। এটি সাধারণত সমাজে অস্বস্তিকর বা আপত্তিজনক বিষয়গুলিকে আরো মেনে নেয়া যায় এমন উপায়ে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, 'পরলোকগমন' শব্দটি মৃত্যুর একটি Euphemism, যা মৃত্যুর কঠোর বাস্তবতাকে একটি সৌম্য ও সহজে মেনে নেয়া যায় এমন উপায়ে বর্ণনা করে। Euphemism শব্দের এই ব্যবহার ভাষায় নানারূপ আবেগের প্রকাশকে সহজ করে, এবং সমাজে নানা বিষয়ের প্রতি সহনশীলতা বাড়ায়।
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়।
- ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে কার্যকর হয়।
• এ বাক্যে দুটি clause আছে- (১) it is- (২) it overcomes-এরা even when দ্বারা যুক্ত।
• Although/though/even though/even when প্রভৃতি দ্বারা দুটি বিপরীত অর্থবোধক ধারণা যুক্ত হয়।
• সুতরাং শূন্যস্থান দুটোর একটিতে Negative idea এবং অপরটিতে Positive idea ব্যবহার করতে হবে।
• এক্ষেত্রে ব্যবহৃত শব্দ দুটি হবে অর্থগত দিক দিয়ে বিপরীতধর্মী।
• এখানে, Sinful- পাপপূর্ণ Sloth-আলস্য, ঢিলেমি।
• Inevitable - অনতিক্রম্য, অনিবার্য, যা বর্জন করা অসম্ভব।
• Desire - আকাঙ্ক্ষা, স্বপ্ন, আশা।
• Unnecessary - অপ্রয়োজনীয়, অহেতুক, অকারণ।
• Malice - বিদ্বেষ, অশুভ কামনা।
• Intense - তীব্র, উদগ্র, প্রবল।
• Hate - ঘৃণা। সুতরাং সঠিক উত্তর (খ)।
এই বাক্যে বলা হচ্ছে যে, বিশ্বের নারীরা "oppressed" এবং "scorned"। "Oppressed" শব্দটির অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন অত্যাচারিত বা দমন করা হয়, এবং "scorned" শব্দটির অর্থ হচ্ছে অবজ্ঞা বা তুচ্ছ জ্ঞান করা হয়। অর্থাৎ, এখানে বলা হচ্ছে যে, বিশ্বের নারীরা অনেক সময়ে অত্যাচার ও অবজ্ঞার শিকার হয়ে থাকেন।


A) "admired ‒ provoked": এই অপশনটি সঠিক নয় কারণ 'admired' অর্থ প্রশংসিত বা সম্মানিত, যা বাক্যের মূল অর্থের সাথে মেলে না। 'Provoked' অর্থ উত্তেজিত করা, যা এই প্রসঙ্গে সংগতিপূর্ণ নয়।

C) "rebuked ‒ regaled": 'Rebuked' মানে ভর্ৎসনা করা, যা নারীদের ওপর হওয়া অত্যাচার বা অবজ্ঞার সাথে সম্পর্কিত নয়। 'Regaled' অর্থ আনন্দ দেওয়া বা বিনোদন প্রদান করা, যা এই প্রসঙ্গে প্রাসঙ্গিক নয়।

D) "slighted ‒ celebrated": 'Slighted' মানে অবজ্ঞা করা, যা নারীদের অবজ্ঞা করার ধারণার সাথে মিলে যায় কিন্তু 'celebrated' মানে উদযাপন করা, যা এই বাক্যের মূল অর্থের সাথে সংগতিপূর্ণ নয়।

তাই, এই কারণে "oppressed ‒ scorned" অপশনটি সঠিক হিসেবে চিহ্নিত করা হয়, কারণ এটি নারীদের বিশ্বব্যাপী অভিজ্ঞতার সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায়, যেখানে তারা অনেক সময় অত্যাচারিত এবং অবজ্ঞার শিকার হয়।

VACCINE : PREVENT' এর সম্পর্কটি হলো একটি ভ্যাকসিন কোনো রোগের প্রতিরোধ করে। এখানে, ভ্যাকসিন রোগ প্রতিরোধের উপায় হিসেবে কাজ করে।

A) 'wound : heal' - এই জোড়াটি ভ্যাকসিন এবং প্রতিরোধের সম্পর্কের সাথে মেলে না কারণ 'heal' মানে নিরাময় করা, যা প্রতিরোধ নয় বরং চিকিৎসা।

B) 'victim : attend' - এই জোড়াটির মধ্যে স্পষ্ট সম্পর্ক নেই যেটা 'VACCINE : PREVENT' এর মতো হয়। 'Attend' মানে কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, যা প্রতিরোধের ধারণা ব্যক্ত করে না।

C) 'antidote : counteract' - এই জোড়াটি সবচেয়ে ভালোভাবে 'VACCINE : PREVENT' এর সম্পর্কের সাথে মিলে যায়। 'Antidote' বিষ বা রোগের প্রভাব প্রতিরোধ করে, এবং 'counteract' মানে কোনো কিছুর প্রভাব বা ক্রিয়াকে বাতিল করা। তাই, এই জোড়াটি 'VACCINE : PREVENT' এর সম্পর্কের সাথে সর্বোত্তমভাবে মেলে।

D) 'diagnosis : cure' - 'Diagnosis' মানে রোগ নির্ণয়, এবং 'cure' মানে চিকিৎসা বা নিরাময়। এই জোড়াটি প্রতিরোধের ধারণার সাথে মেলে না; বরং এটি চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কথা বলে।

তাই, উপরের অপশনগুলোর মধ্যে 'antidote : counteract' সবচেয়ে উপযুক্ত এবং সঠিক উত্তর হবে কারণ


• Delay- বিলম্বিত করা; Expedite-ত্বরান্বিত করা।
সুতরাং এ শব্দ দুটি Antonymous।
• Option- (ঘ) তে Detain - আটকে রাখা, Dispatch - প্রেরণ করা।
• বাকি option গুলোর প্রায় সবই পরস্পর synonymous।
সরকারের অভাবে যেমন অরাজকতা (Anarchy) সৃষ্টি হয় তেমনি সম্পদের (wealth) অভাবে দারিদ্র্য (penury) আসে। উত্তর (ক)।
• "dilly-dally" শব্দটি একটি কথ্য অভিব্যক্তি যার অর্থ সময় নষ্ট করা, বিলম্বিত করা বা সিদ্ধান্তহীন হওয়া।
• যখন কেউ "dilly-dally" হয়, তখন তারা সিদ্ধান্ত নিতে বা একটি কাজ সম্পূর্ণ করতে খুব বেশি সময় নেয়, উদাহরণস্বরূপ, যদি কেউ সকালে প্রস্তুত হওয়ার সময় অস্বস্তিকর হয়, তার মানে তারা তাদের সময় নিচ্ছে এবং দ্রুত প্রস্তুত হচ্ছে না।
 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Cohesive -দৃঢ়ভাবে একত্রে লেগে থাকে এমন।
Retain heat -তাপ অব্যাহত রাখা।
Bend without too much difficulty -খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়।
Stick together- একত্রে লেগে থাকা ।
Break easily - সহজেই ভেঙে যায়।

- এখানে, আঠাল জিনিস স্বাভাবিকভাবেই নমনীয় বা অর্ধ তরল হয়।
যেমন, চুইংগ্রাম , রাবার ইত্যাদি।
- কাজেই এ ধরনের জিনিস বাঁকা করা (খ) ও ভেঙে যাওয়ার (ঘ) বিষয়টি বাদ দেয়া যায়।
আবার,
তাপ উৎপাদানকারী বস্তু ব্যতীত তাপ ধরে রাখা যায় না ।
- তাই 'ক' কেও বাদ দেয়া যায়। যে জিনিসি Cohesive (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই together d(একত্রে লেগে থাকে)।
- আরজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, লিবিয়া, ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত।
- বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির উপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নির্ধারণ করা হয়।

• ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে।
• ইউরো মুদ্রার জনক হিসেবে রবার্ট মুন্ডেলকে বিবেচনা করা হয়। তবে তিনি এককভাবে ইউরো মুদ্রার জনক নন। ইউরো মুদ্রার ধারণাটি প্রথম ১৯৫০ সালের ৯ মে ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (EEC) দ্বারা প্রস্তাব করা হয়েছিল।
• ইউরো মুদ্রা ১ জানুয়ারি, ১৯৯৯ সালে চালু হয়েছিল। তবে এটি তখনও একটি ইলেকট্রনিক মুদ্রা ছিল। ১ জানুয়ারি, ২০০২ সালে ইউরো ইউরোপের ১৫টি দেশে একটি একক মুদ্রা হিসেবে চালু হয়েছিল।
• ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে, তবে এটি তখনও একটি ইলেকট্রনিক মুদ্রা ছিল।।
• বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত কিন্তু একক মুদ্রা হিসেবে ব্যবহার করে ১৯ টি দেশ।
• সর্বশেষ ১৯ তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে লিথুনিয়া।
• একক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা এই ১৯ টি দেশকে একত্রে ইউরোজোন বলা হয়। উরোজোনের সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রা নেই।

কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় বাস করে কানাডার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইবেক –এ।
- কট্টরপন্থী সার্বগণ কসোভোতে মুসলিম নিধন করে নগরীটিতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
- অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সদা সচেষ্ট।
- ফলে ইউরোপের অন্যতম মুসলিম প্রধান এ নগরীটির সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের সৃষ্টি হয়।
- অবশেষে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো বিশ্বের বেশ কয়েকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে।
- চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং হংকং এর পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধানের লক্ষ্যে চীনে দ্বৈত অর্থনীতি অর্থাৎ এক চীন দুই নীতি চালু হয়।
- এছাড়া ম্যাকাও ও তাইওয়ানের একত্রীকরণকে সামনে রেখেও এ প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
- বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে।
- পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি।
- পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশে এবং ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশে পরিণত হয়।
- নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে।
- এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার।
- অন্যদিকে কার্ল মার্কস বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- এডলফ হিটলার ২০ এপ্রিল ১৮৮৯ সালে অস্ট্রিয়ার ব্রানাউতে জন্মগ্রহণ করেন।
- তিনি ৩০ জানুয়ারি ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হন।
- ৩০ এপ্রিল ১৯৪৫ হিটলার আত্মহত্যা করেন।
- হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল ‘গেস্টাপো’।
- হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘Mein Kampf’ (My Struggle)।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0