বিসিএস ২৩ তম (100 টি প্রশ্ন )

- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হলো তৈরি পোশাক শিল্প (RMG - Ready-Made Garments)।
- ২০২৫ সালের তথ্য অনুযায়ী, এই খাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪% অবদান রাখে।
- বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
- সস্তা শ্রম, দক্ষ কর্মশক্তি এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কারণে এই খাতটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত।
- এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বিশেষত নারীদের জন্য, এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন প্রাবোও সুবিয়ান্তো।
- তিনি ২০ অক্টোবর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ভ্রান্তিবিলাস মনু সেন পরিচালিত ১৯৬৩ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ১৮৬৯ সালের একই নামের গ্রন্থ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।
- ভ্রান্তিবিলাস উইলিয়াম শেকসপিয়র রচিত নাটক 'কমেডি অব এররস্' অবলম্বনে লিখিত।
Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।
- রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়।
- যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে।
- যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
• ভারতের ১১২৬.৫৪ কি.মি. বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং
• চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি, সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত।
• অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে র‌্যাডক্লিফ লাইন এবং
•  পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সংশ্লিষ্ট দেশসমূহের সীমানা নির্ধারণ করেছে।
ধরি,

১০০ লিটার তেলের দাম ১০০ টাকা ছিল

২৫% বৃদ্ধিতে,

১০০ লিটার তেলের দাম দাঁড়ালো ১২৫ টাকা

এখন,

১২৫ টাকায় পাওয়া যায় ১০০ লিটার তেল

১ টাকায় পাওয়া যায় ১০০/১২৫ লিটার তেল

১০০ টাকায় পাওয়া যায় (১০০ x ১০০)/১২৫  = ৮০ লিটার তেল 

তেলের ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮০ = ২০ লিটার বা ২০%


Swan song (কবির শেষ সৃষ্টি) idiom-টির অর্থ- last work.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো বুওনারোত্তি ছিলেন ইতালীয় রেনেসাঁসেরও অন্যতম পুরোধা।
- তার বিশ্ববিখ্যাত ভাস্কর্য ও স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো রোমের সেন্ট পিটারের ‘পিয়েতো’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিট’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ ইত্যাদি।
- তিনি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করনে ৬ মার্চ, ১৪৭৫ সালে।
- No Fly Zone হচ্ছে বিমান চলাচলে নিষিদ্ধ এলাকা।
- আকাশসীমায় সংরক্ষিত এলাকায় কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না।
- ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত উত্তর ইরাকে এমন একটি No Fly Zone স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বহু দেশেই No Fly Zone রয়েছে যেমন- সিরিয়া, ক্রিমিয়া।
- ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল প্রতিপক্ষকে পরাজিত করে গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়.
- ৫-১০ জুন পর্যন্ত ৬ দিন স্থায়ী যুদ্ধ জাতি সংঘের হস্তক্ষেপে সমাপ্ত হয়।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কৃষ্ণকান্তের উইল’-এর প্রধান চরিত্রগুলো হলো ভ্রমর, রোহিণী, হরলাল ও গোবিন্দলাল।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চোখের বালি’র প্রধান চরিত্রগুলো হলো মহেন্দ্র ও বিনোদিনী।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘চরিত্রহীন’- এর প্রধান চরিত্রগুলো হলো সতীশ, সাবেত্রী, কিরণময়ী ও দিবাকর।
স্রোতের অনুকূলে ২ ঘন্টায় যায় ৫ মাইল
প্রতিকূলে যায় ৪ ঘন্টায় ৫ মাইল
অর্থাৎ, মোট ৬ ঘন্টায় যায় ১০ মাইল
অতএব, ১ ঘন্টায় যায় ১০/৬ মাইল = ১(২/৩) মাইল
- মঙ্গলকাব্যগুলোর মধ্যে মনসামঙ্গল প্রাচীনতম।
- সাপের দেবী মনসার পূজা প্রচারের কাহিনীই এ কাব্যের বিষয়বস্তু।
- এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ও মনসা দেবী।
- চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডী (পার্বতীর রূপভেদ) দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গলকাব্য।
- ধর্মমঙ্গল হলো পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, বাকুঁড়া, মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে ধর্মঠাকুর বা ধর্ম নামের যে দেবতাকে নিম্নশ্রেণী ও কোথাও কোথাও উচ্চশ্রেণীর হিন্দুরা পূজা করত, সেই কাহিনী অবলম্বনে রচিত কাব্য।
- এ কাব্যের মূল চরিত্রগুলো হলো-হরিশ্চন্দ্র, মদনা, লুইচন্দ্র, কর্ণসেন, গৌড়েশ্বর, লাউসেন। অন্নদামঙ্গল হলো দেবী অন্নদার মাহাত্ম্য প্রচারে ভবানন্দ মজুমদারের জীবন নিয়ে রচিত কাব্য।
- কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত এ কাব্যের মূল চরিত্রগুলো হলো ভবানন্দ, হরিহোড়, মানসিংহ, ঈশ্বরী পাটনী।
- ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭ খ্রি.) কর্তৃক রচিত ১৯৮৫ সালে এটি প্রকাশিত হয়।
তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছেঃ
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খোয়াবনামা (১৯৯৬) ইত্যাদি।
- সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০ খ্রি.) আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি।
- তিনি অনেক কবিতা ও গদ্য রচনা করলেও কোনো উপন্যাস রচনা করেননি।
- কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.) রচিত উপন্যাস হলো বাঁধনহারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
- জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) রচিত উপন্যাস : মাল্যবান কল্যানী।
- কবি ও কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪ খ্রি.) রচিত উপন্যাস হলো সাড়া (১৯৩০), সানন্দা (১৯৩৩), নির্জন স্বাক্ষর (১৯৫১), তিথিডোর (১৯৫২), নীলাঞ্জনের খাতা (১৯৬০) ইত্যাদি।
- তিরানা আলবেনিয়ার রাজধানী,
- বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী,
- এথেন্স গ্রিসের রাজধানী,
- প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী।
- কম্পিউটার কার্যক্ষম হয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ের মাধ্যমে যা কোন ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করে ।
- কম্পিউটারে প্রদত্ত তত্ত্ব উপাত্ত বিচার বিশ্লেষণ করেই কেবল এটি ফলাফল প্রদর্শন করে ।
- যে বিষয়ে কোন তথ্য দেয়া নেই সে বিষয়ে সে কোন ফলাফল প্রদর্শন করতে পারেনা ।
- মানুষের সাথে এখানেই কম্পিউটারের মুল পার্থক্য ।
- অর্থাৎ কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই ।
- যদিও কম্পিউটার অতীব কম সময়ে মাঝে অনেক বড় সমস্যার সমাধান দিতে পারে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ‘The Asian Drama’।
- ভারতের প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের বিখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation’.
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরা কার্বনের একটি বিশেষ রুপ। বিশুদ্ধ হীরা বর্ণহীন।
- প্রকৃতিতে শক্ত পদার্থ অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো ট্যালক, যা দিয়ে ট্যালকম পাউডার তৈরি হয়। 
- সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা।
- মেজর কে এম শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন।
- তিনি মুক্তিযুদ্ধের সময় এস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারও ছিলেন।
- তিনি ৩নং সেক্টরের সেক্টর কমান্ডার।
- মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।

ধরি,
 সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = 16 মিটার এবং বাহুর দৈর্ঘ্য a = 10 মিটার।

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (16/4)√(4×102 - 162)
= 4 × 12
= 48 বর্গমিটার


A) পহেলা বৈশাখ, ১৪০৭

→ এখানে সাল এবং তারিখের মাঝে কমা ব্যবহার সঠিক।

B) ২৬ মার্চ, ১৯৭১
→ তারিখ ও সালের মাঝে কমা সঠিকভাবে ব্যবহৃত।

C) ডিসেম্বর ১৬, ১৯৭১
→ ইংরেজি পদ্ধতিতে আগে মাস, তারপর দিন, তারপর সাল — এতে কমা সঠিকভাবে আছে।

D) ঢাকা, ২১শে ফেব্রুয়ারী, ১৯৫২
→ এখানে দুইটি কমা ব্যবহৃত হয়েছে: "ঢাকা," এবং "২১শে ফেব্রুয়ারী,"।
বাংলা তারিখ লেখার সময় "স্থান, তারিখ" — এই ফর্ম্যাটে একটি মাত্র কমা যথাযথ।
এখানে "২১শে ফেব্রুয়ারী, ১৯৫২" এর মাঝে কমা অপ্রয়োজনীয়।
সঠিক রূপ- ঢাকা, ২১শে ফেব্রুয়ারী ১৯৫২
Conditional sentence -এর নিয়মানুযায়ী If + past perfect + would have/could have/might have হয়। যেহেতু main clause-এ past perfect tense হয়েছে তাই subordinate clause -এ would have ব্যবহার করতে হবে। এ প্রেক্ষিতে (গ) উত্তরটিই ঠিক।
- Fraction (ভগ্নাংশ) এর ক্ষেত্রে লব one এর বেশি হলে auxiliary verb plural হবে।
- কিন্তু fraction (ভগ্নাংশ) এর পরে কোন কাজের অভিন্নতা বোঝাতে verb singular হবে।
• উপরের বাক্যগুলোতে দুটি করে past tense- এর clause রয়েছে, যা that দ্বারা যুক্ত হয়েছে।
• সুতরাং উভয় clause একই tense এর হবে।
• এখানে উত্তর 'ক'- তে 'lie' verb এর past participle- lain ব্যবহার করা হলেও তাতে lain- এর পূর্বে যথাযথ have verb (had) বসানো হয়নি।
• উত্তর 'খ'-তে lain down ব্যবহার করা হয়েছে। যার অর্থ হলো ডিম পাড়া বা কোথা ও কিছু রাখা (lay)। সুতরাং এর সাথে sleeping- এর কোনো সম্পর্ক নেই।
• উত্তর 'ঘ' তে- tense এর ভুল ব্যবহার এবং verb -এর যথাযথ ব্যবহার হয়নি।
• তাই উত্তর 'গ'- ই সঠিক, যেখানে উভয় ক্ষেত্রেই যথাযথভাবে past tense এবং 'lie' verb এর যথাযথ রূপ ব্যবহৃত হয়েছে।
Imperative sentence-কে active থেকে passive করার নিয়ম: Let + obj + be + v3 (verb এর past participle form). সুতরাং বাক্যটির সঠিক passive form হলো- Let the window be opened.
- বান্দুং হলো ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।

- অবস্থান: শহরটি জাভা দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত। জাকার্তা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

- জনসংখ্যা: ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম শহর।
- মোট আয়তন ১,৮৭৬ বর্গ কিলোমিটার।
- বান্দুং "প্যারিস অফ জাভা" নামে পরিচিত।
- শহরটি তার মনোরম পরিবেশ, ঐতিহাসিক স্থাপত্য, এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত।
- বান্দুং ইন্দোনেশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, সাংস্কৃতিক, এবং অর্থনৈতিক কেন্দ্র।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

যেহুতু ২০ থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক নির্বাচন করতে হবে অর্থাৎ ২ জনকে নিতে হবে তাই সুত্র হলঃ

২০C = ২০!/{২!(২০!-২)}
= (২০ * ১৯ * ১৮!)/(২! ১৮!)
= (২০ * ১৯)/২!
= ১০ * ১৯
= ১৯০ 

শর্টকার্টঃ  এখানে বলা হল ২০ জন থেকে ২ জন নিতে হবে, তাই ২০ এবং তার আগের সংখ্যা ১৯ এর গুনফলকে ২ দ্বারা ভাগ করতে হবে। 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0