বিসিএস ৪৩তম (200 টি প্রশ্ন )
• তোমার কাছে এই মুহূর্তে টাকা আছে কি এই অর্থে money on you হয়।
• Do you have any money on you?=তোমার কাছে কি এই মুহূর্তে টাকা আছে ?



'Sine die' (অনির্দিষ্ট কালের জন্য ) Latin Phrase-টির অর্থ- uncertain.
- কান্নায় ফেটে পড়া অর্থে burst into tears হয়।
- The girl burst into tears:মেয়েটি কান্নায় ফেটে পড়ল।
- William Blake ছিলেন Romantic যুগের একজন ইংরেজ কবি ও চিত্রশিল্পী ।
- তাঁকে Precursor of Romanticism ও বলা হয়।
- তাঁর উল্লেখযোগ্য কবিতা -The Little Boy Lost,The Little Boy Found,To Spring,The Lamb .


It is time/It is high time যুক্ত বাক্য সর্বদা past indefinite tense এ হবে।
magnaniomous =উদার
unkind=নির্দয়
generous=উদার
revengeful=প্রতিশোধপরায়ণ
friendly= বন্ধুত্বপূর্ণ
- William Wordsworth  হলেন Romantic যুগের একজন কবি ও সাহিত্যিক।
- তাকে Poet of Nature,Lake Poet;The Founder of Romantic Era বলা হত ।
- তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে একটি হল Ode to Duty.
- এছাড়াও তার আরও কবিতা হল -Ode:Intimations of Immortality ,The Solitary Reaper, Tintern Abbey,To The Cuckoo etc.
- Ozymandias একটি সনেট যেটি রচনা করেছেন Percy Bysshe Shelley.
- তিনি Romantic যুগের কবি ও সাহিত্যিক।
- তাঁকে Revolutionary Poet ও বলা হয় ।
- তাঁর বিখ্যাত প্রবন্ধ হল - A Defence of Poetry এবং On Friendship.
কোন লেখায় প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করলে সেটিকে বলা হয় Verbose speech.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- One Hundred Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
- এটি লেখকের মাস্টারপিস এবং তার জাদু বাস্তববাদের শৈলীর সর্বাগ্রে উদাহরণ হিসাবে বিবেচিত হয়েছিল।
- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ হলেন একজন কলম্বিয়ান ঔপন্যাসিক এবং বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক, যিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, বেশিরভাগই তাঁর মাস্টারপিস One Hundred Years of Solitude জন্য।
- Jane Eyre হচ্ছে একটি উপন্যাস ।
- এটি রচনা করেছেন  Charlotte Bronte .
- তাঁর pen name  হল Currer Bell
- এটি প্রকাশিত হয় 16 oct 1874 .
- এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে Jane Eyre.
at large একটি phrase .যার অর্থ ' মুক্তভাবে'
- ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার William Shakespeare এর একটি বিখ্যাত historical play হলো Julius Caesar.
- এটি perform করা হয় ১৫৯৯ সালে।
- এটি মূলত একটি Tragedy. আনুমানিক ২০০০ বছর আগে রোমের শাসক সিজারের ষড়যন্ত্রকারীদের দ্বারা খুন হওয়া এবং তৎপরবর্তী রক্তাক্ত ঘটনাই এ নাটকের মূল উপজীব্য।
- Calpurnia (সিজারের স্ত্রী), Brutus (রোমের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), Mark Antony (সিজারের অনুসারী) ও Cassius (ষড়যন্ত্রকারী) নাটকের অন্যতম প্রধান চরিত্র।
- Major works of William Shakespear - Romeo and Juliet ,Much Ado About Nothing ,Hamlet ,King Lear ,Macbeth  etc.

পায়ে হেঁটে যাওয়া অর্থে on foot বসবে
- genuflect  শব্দের বাংলা অর্থ হল নতজানু হওয়া যা to bend the knee এর সমার্থক। বিশেষ করে, ধর্মীয় উপাসনার সময় নতজানু হওয়াকে genuflect বলা হয়।
- Example: The worshippers genuflected as they entered the church. (উপাসকগণ গির্জায় প্রবেশ করার সময় নতজানু হন।)

- 'No Second  Troy ' হচ্ছে একটি কবিতা।
- এটি রচনা করেন William Bulter Yeats .
- William Bulter Yeats  হচ্ছেন একজন আইরিশ কবি , নাট্যকার।


- যখন কোনো Verb এর সঙ্গে ing যুক্ত করে তাকে noun এর বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলে। 
- Gerund বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এটি Verb & Preposition এর অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- In this sentence, "marrying" is the object of the verb "contemplated."
 

Here are some other examples of gerunds:

Subject: "Singing is my favorite hobby."

Object of a verb: "I enjoy playing the guitar."

Object of a preposition: "I am tired of waiting."


Noun: People(জনগণ) - Popularity(জনপ্রিয়তা)
Verb: Populate(জনপূর্ণ করা) - Popularize/se(জনপ্রিয় করা)
Adjective: Populous(জনবহুল) - Popular(জনপ্রিয়)
Adverb: Popularly(জনপ্রিয়ভাবে)- 
- William Shakespeare এর সবচেয়ে জনপ্রিয় নাটক হলো Hamlet.
- Denmark এর রাজহত্যা এবং পুত্র Hamlet কর্তৃক সে হত্যার প্রতিশোধের বিভিন্ন প্রচেষ্টাই নাটকটির মূল বিষয়।
- নাটকটির একটি মাত্র দৃশ্য ছাড়া সবগুলো দৃশ্যের setting হলো Elsinore Castle নামক ডেনমার্কের একটি দুর্গে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- O'Henry ছিলেন একজন আমেরিকান লেখক ।
- তাঁর আসল নাম হল -William Sidney porter .
- তিনি মূলত একজন ছোট গল্পকার ।

তার জনপ্রিয় ছোট গল্পঃ
- Heart of the West
- O. Henry Encore
- O.Henryana
- The Furnished Room
- The Gift of the Magi
- Roads of Destiny
- Sixes and Sevens
- Strictly Business
- The Trimmed Lamp
- The Voice of the City
- Waifs and Strays
- Whirligigs
- The Four Million
- The Last Leaf
- The Ransom of Red Chief
"If winter comes, can spring be far behind?" এই লাইনটি লিখেছেন P.B Shelley.
- তিনি উনিশ শতকের প্রথম দিকের একজন ইংরেজি কবি ছিলেন।
- তাকে ইংরেজ সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে ভাবা হয়
- তার বিখ্যাত  কবিতা Ozymandias ও Ode to the West Wind।
- Moby Dick হচ্ছে একটি উপন্যাস ।
- এটির আরেক্তি নাম The Whale. 
- এটি লিখেছেন American writer Herman Melville.
- এটি  প্রকাশিত হয় ১৮৫১ সালে।

- His famous novels are: - Moby Dick, - White Jacket, - Bartleby, the Scrivener.
- The God of Small Things হচ্ছে একটি উপন্যাস।
- যেটির রচয়িতা Indian writer -Arundhati Roy.
- তিনি তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত .
- এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৭ সালে এবং ম্যান বুকার পুরস্কার লাভ করে ।


- John Keats  হলেন Romantic যুগের একজন বিখ্যাত কবি ও সাহিত্যিক।
- John Keats কে বলা হত ইংরেজী সাহিত্যের Death Hunted poet .
- তাঁকে ইংরেজী সাহিত্যের Youngest Poet ও বলা হয় ।
- তার সাহিত্যিক জীবনী ছিল মাত্র ৫ বছর ।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান।
- তার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম হল - Endymion,Lamia,Ode on a Grecian Urn,Ode to Fancy,A Party Lovers.
- উক্তিটি paradise lost থেকে নেয়া হয়েছে ।
- Paradise lost হচ্ছে একটি epic poem .
- এটির লেখক ইংরেজ কবি John Milton.
- এটির প্রথম version প্রকাশিত হয় 1667 সালে।

তার উল্লেখযোগ্য কাজ:
- Paradise Lost (সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হিসাবে বিবেচিত)
- Paradise Regained
- Samson Agonistes
- A Treatise on Christian Doctrine
- Areopagitica
- Of Education
- On Shakespeare
- On the Fifth of November etc.
- 'The way of the world' একটি comedy play .
- যেটি তৈরি করেছেন English playwright William Congreve .
- তিনি মূলত Comedy of Manner এর জন্য খ্যাত ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Old Bachelor , The Double Dealer , Love For Love, etc.
- বাক্যটি present indefinite tense এ আছে ।
- তাই এর voice change ও present indefinite tense এ করতে হবে ।
- obj হয়ে যাবে sub+am/is/are+verb এর past form +by +sub হয়ে যাবে obj
- A traitor is not trusted by anybody
- ocasion এর সঠিক বানান হলোঃ occasion.
- occasion অর্থ উপলক্ষ।
- occasion কোনো বিশেষ ঘটনা বা উৎসবের সময়কে নির্দেশ করে।
- যেমন, " আমার জন্মদিনের উপলক্ষে (occasion) আমরা একটি পার্টি দিয়েছিলাম।" (We threw a party on the occasion of my birthday.)
laugh এর noun form হচ্ছে laughter (হাস্য, হাসির অবস্থা)

- laughing — এটি verb-এর present participle বা gerund form। যেমন: Laughing makes you feel better. এটি noun form না, তাই ভুল।
- laughable — এটি adjective (বিশেষণ)। মানে "হাস্যকর" বা "মজার"। যেমন: That idea is laughable. এটা noun নয়।
- laughterএটি pure noun, অর্থাৎ হাসির শব্দ বা অবস্থা বোঝায়। এটি 'laugh' এর সঠিক noun form।
- laughingly — এটি adverb (ক্রিয়া বিশেষণ)। মানে "হেসে হেসে"। যেমন: She laughingly declined the offer. এটা noun নয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে gender দ্বারা নারী পুরুষ উভয়কেই বোঝায় তাকে common gender বলে। যেমন: orphan, spouse, baby, teacher, cousin ইত্যাদি ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0