বিসিএস ১৭ তম (99 টি প্রশ্ন )
- ' করনার স্টোন অব পিস' এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে ওকিনাওয়া।
- ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ।
- এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল।
- এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর।
শুদ্ধ বানান: Humorous (রসাত্মক)। এটি এমন কিছুকে বোঝায় যা হাসি বা হালকা মনের প্রতিক্রিয়া প্রকাশ করে। এটি একজন ব্যক্তি, কৌতুক, গল্প বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বিনোদনের জন্য।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪
কবিতায়- মাসুদ খান,
নাটক ও নাট্যসাহিত্যে- শুভাশিস সিনহা,
প্রবন্ধ/গদ্যে- সলিমুল্লাহ খান,
অনুবাদে- জি এইচ হাবীব,
গবেষণায়- মুহম্মদ শাহজাহান মিয়া,
বিজ্ঞানে- রেজাউর রহমান,
ফোকলোরে-সৈয়দ জামিল আহমেদ।
- 'লাঠালাঠি ' ব্যতিহার বহুব্রীহি সমাস ।
- ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয় ।
- এ সমাসে পূর্বপদে "আ ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয় ।
যেমন ঃ হাতে হাত যে যুদ্ধ =হাতাহাতি , কানে কানে যে কথা = কানাকানি , লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি ।
- ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ।
- উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়।
- এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারী ১৯৭২ ।
- আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক (৮জুলাই ১৯৭২ ) এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগোল (১ ফেব্রুয়ারী ১৯৭২) বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলা সাহিত্যের আদি নিদশন চর্যাপদ।
- রাজা রাজেন্দ্রলাল মিত্র ১৮৮২ সালে ‘Sanskrit Buddist Literature in Nepal’ গ্রন্হে সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তাঁর তৃতীয় ভ্রমণে নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন ।
- তার সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশিত হয়।
- ১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
- এ সমুদ্র সৈকতের পাশ দিয়েই ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে।
- সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত।
- ১৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়।
• Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, বিলোপ করা।
(ক) তে আছে, Improve – উন্নতিসাধন করা, উন্নতর করা (সমার্থক নয়)
(খ) তে আছে, Exhaust- (নিঃশেষ করা (সমর্থক নয়)।
(গ) তে আছে, Rub out- মুছে ফেলা (সমার্থক) ।
(ঘ) তে আছে, Cut out- থেমে যাওয়া, কেটে নেয়া (সমর্থক নয়) ।
সুতরাং সঠিক উত্তর (গ)।
- চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক ডাঃ লৎফর রহমান রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’।
- এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ ‘মুসলিম সংস্কৃতির আদর্শ’ ‘ভবিষ্যতের বাঙ্গালি’।
- এয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থসমূহ ‘ধর্মের কাহিনী’, ‘শান্তিধারা’, ‘মানব মুকুট’।
- মো. ওয়াজেদ আলী রচিত গ্রন্থসমূহ ‘মরুভাস্কর’ ‘মহামানুষ মুহসীন’, ‘মণিচয়নিকা’।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, ছোট টুকরোর দৈর্ঘ্য x একক।
∴ বড় টুকরোর দৈর্ঘ্য ৩x একক।

তাহলে সংযুক্ত টুকরো দৈর্ঘ্য হবে (x + ৩x) = ৪x একক।

∴ সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে ৪ গুণ বড় হবে।
- ১৭৩২ সালে স্পেনের মাদ্রিদ শহরে কাসা বোতিল নামে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁটি চালু হয়েছিল
- এটি বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃত।
- স্প্যানিশ রাজপরিবার এবং বিখ্যাত লেখক হার্নেস্ট হেমিংওয়ে সহ অনেক বিখ্যাত ব্যক্তি এখানে খেয়েছেন।
অ্যাকোয়া রেজিয়া (Aqua Regia) বলতে বোঝায় এক ধরনের শক্তিশালী তরল মিশ্রণ, যা সাধারণত ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং ঘন নাইট্রিক অ্যাসিড (HNO₃) এর একটি নির্দিষ্ট অনুপাতে (সাধারণত ৩:১ অনুপাতে) মিশ্রণ করে তৈরি করা হয়।

মূল বৈশিষ্ট্য:
- এটি একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট।
- সোনা (Au) ও প্লাটিনাম (Pt)-এর মতো মহামূল্যবান ধাতু পর্যন্ত দ্রবীভূত করতে সক্ষম, যা সাধারণ অ্যাসিড দিয়ে সম্ভব হয় না।
- অ্যাকোয়া রেজিয়া নামটির অর্থ ল্যাটিন ভাষায় "রাজাদের জল" বা "রাজসিক জল", কারণ এটি "ধাতুর রাজা" সোনাকে গলাতে পারে।

রাসায়নিক বিক্রিয়া (সংক্ষেপে):
নাইট্রিক অ্যাসিড অক্সিজেন সরবরাহ করে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরাইড আয়ন সরবরাহ করে, যা একত্রে ধাতুগুলিকে দ্রবীভূত করতে সক্ষম হয়।
- কতগুলো বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে ও অর্থের পরিবর্তন সাধন করে, এই রূপ বর্ণ বা বর্ণসমষ্টিকে উপসর্গ বলে ।
- ক্রিয়া ও নাম প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
- প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।
স্বরবৃত্ত ছন্দ বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। স্বরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চার মাত্রার চালে চলতে পছন্দ করে। প্রধানত ছড়া এবং গান লিখতেই এই ছন্দ সচরাচর ব্যবহৃত হয়। এই ছন্দের বৈশিষ্ট্য-
-স্বরবৃত্তের মূল বিষয়টিই আবর্তিত হয় দুটি সিলেবল বা দলকে (মুক্ত ও বদ্ধ দল) ঘিরে।
-স্বরবৃত্ত দ্রুত লয়ের ছন্দ।
-এই ছন্দের মূলপর্ব বা পূর্ণপর্ব চার মাত্রাবিশিষ্ট।
-মুক্তদল বা মুক্তাক্ষর এবং রুদ্ধদল বা বদ্ধাক্ষর উভয়ই একমাত্রাবিশিষ্ট।
-পর্বগুলো ছোট এবং দ্রুতলয়বিশিষ্ট। -এই ছন্দে যতি এবং দল ঘন ঘন পড়ে বলে বাগযন্ত্র দ্রুততা লাভ করে।
-প্রতি পর্বের প্রথম অক্ষর শ্বাসাঘাতযুক্ত।
-এই ছন্দের প্রয়োজনে ৫ মাত্রাকে সংবৃত উচ্চারণে ৪ মাত্রার মত আবৃত্তি করা যায়, আবার কোথাও এক মাত্রা কম থাকলে বিবৃত উচ্চারণ করে এক মাত্রাকে দুই মাত্রায় টেনে নেয়া যায়।
Amicable, friendly অর্থ বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ, বন্ধুভাবাপন্ন।
এর বিপরীত শব্দ  hostile, inimical, unfriendly যাদের অর্থ শুত্রুভাবাপন্ন, অবন্ধুসূলভ
- প্রাচীন গ্রিসে দেবতা জিউসের সম্মানে অলিম্পাস পর্বতের পাদদেশে গেমসের প্রচলন ছিল যা বর্তমানে অলিম্পিক গেমস নামে পরিচিত ।
- খ্রিস্টপূর্ব ৩৯৪ অব্দে ক্রীড়াবিমুখ সম্রাট থিওডেরিয়াস এ গেমস বন্ধ করে দেয় ।
- দীর্ঘকাল পর এ গেমস চালুর উদ্যোগ গ্রহণ করেন ফরাসি ব্যক্তিত্ব ব্যরন পিয়ারে দ্য কুবার্তা ।
- তার প্রচেষ্টায় ১৮৮৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় ।
- তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।
-পাপুয়া নিউগিনি (ইংরেজি: Papua New Guinea) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
-এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। 
-স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
 
-প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে।
-১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

- ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি।
- তাকে মধ্যযুগের শেষ বড় কবি এবং নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়।
- তার রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি।
- উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
- ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্র তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায়গুণাকর উপাধি দেন।
- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া। 
- ডাইনোসরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই রাজ কাঁকড়া।
- আজ থেকে ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এত দিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়।
- কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এই প্রাণীটি দিয় কিঁয়ারা বা দৈত্য কাঁকড়া নামে বেশি পরিচিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন।
- বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।(১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ -  আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন।
- ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে।
- ওপেকভুক্ত  অ-আরব মুসলিম দেশ- ইরান।
- একমাত্র দক্ষিণ আমেরিকান দেশ: ভেনেজুয়েলা।
সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৬-২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
- এটি ছিল ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন।
- ২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে ১৯তম সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে এবং ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে সেটি স্থগিত হয়।
- এরপর থেকে আর কোনো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

[x-{x-(x+1)}]=0
⇒ x-[x-x-1]=0
⇒ x+1= 0
∴ x=-1


একটি স্টেশন থেকে যাত্রা করে অপর স্টেশন পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করে ৫ ঘন্টায় ৫ টি ট্রেনের দেখা পাবে এবং
পথে আরো ৫ টি ট্রেন আগে থেকেই ছিলো।
সুতরাং, মোট ট্রেন = ৫ + ৫ = ১০ টি।
-আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ।
-তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী।
-এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।
-আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যটি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্যবিশারদ।
- যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
- গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার।
- যথা - সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য ।
- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- যেমন - হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব ।
লব্ধি,= √(p2-q2)
      = √[(5n)2+(4n)2]
      = √(41n2)
      =√41n
- নিউয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভাস্কর্য।
- এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স।
- মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে আমেরিকায় পাঠানো হয়।
- এর উচ্চতা একটি ২২ তলা বিল্ডিং-এর সমান।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)।
- জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি- ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো কিন্তু বর্তমানে নেই।

f(x) = x2 + 1/x + 1

f(1) = 1 + 1 + 1 = 3

f(0) = 0 +‌‍ ∞ + 1 = ∞

f(-1) = 1 - 1 + 1 = 1

f(1) বসালে 3 পাওয়া যায়, সুতরাং সঠিক উত্তর (ঘ)


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- পার্সোনা নন গ্রাটা (Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি।
- কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
- সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে।
- এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে "প্রত্যাহারযোগ্য" বলে বিবেচিত হবে।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0