বিসিএস ২৮ তম (99 টি প্রশ্ন )
- Animal Farm হচ্ছে আধুনিক যুগের ঔপন্যাসিক ,প্রবন্ধকার Geroge Orwell এর রচনা করা একটি উপন্যাস । 
- তিনি Jonathan swift এর লেখা লেখা দ্বারা প্রভাবিত হন ।
- তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন পুলিশ অফিসার ।
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - Burmese Days , Homage to Catalonia etc.
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন।
তার রচিত নাটকের মধ্যেঃ
- বসন্তকুমারী,
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয় উল্লেখযোগ্য।

তার বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র দিকদর্শন ১৮১৮ সালে প্রকাশিত হয়।
- সম্পাদক>জন ক্লার্ক মাশশ্মেন ।
- দিকদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিকদর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় সমাচার দর্পণ সাময়িকী। 

- বঙ্গদর্শন ১৮৭২ সালে প্রকাশিত ,সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
- তত্ত্ববোধিনী ১৮৪৩ সালে প্রকাশিত , সম্পাদক অক্ষয়কুমার দত্ত ।
- সংবাদ প্রভাকর ১৮৩১ সালে প্রকাশিত , সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি। 
- তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। তবে -
বিদ্যাপতির সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ হচ্ছেঃ 
- কীর্তিলতা,
- পুরুষপরীক্ষা
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।
- কবির রচনায় মোহিত হয়েছিলেন - মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য তিনি বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
Appropriate preposition অনুযায়ী alternative nounটি সব সময় 'to' preposition অনুসরণ করে। এর অর্থ বিকল্প।
ধরি,
একজন লোক পূর্ব দিকে ৪ মিটার হাঁটল → তারপর বামে ঘুরে উত্তর দিকে ৩ মিটার হাঁটল।

অন্যজন পশ্চিম দিকে ৪ মিটার হাঁটল → তারপর বামে ঘুরে দক্ষিণ দিকে ৩ মিটার হাঁটল।

এখন দুইজনের অবস্থান:
প্রথম ব্যক্তি: পূর্ব দিকে ৪ মিটার, তারপর উত্তর দিকে ৩ মিটার

দ্বিতীয় ব্যক্তি: পশ্চিম দিকে ৪ মিটার, তারপর দক্ষিণ দিকে ৩ মিটার

এখন তারা একটি ডায়াগোনাল লাইনে অবস্থিত। তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি পিথাগোরাস সূত্র ব্যবহার করে।

তাদের মধ্যে অনুভূমিক দূরত্ব = ৪ + ৪ = ৮ মিটার
উলম্ব দূরত্ব = ৩ + ৩ = ৬ মিটার

তাহলে দূরত্ব = √(৮² + ৬²)
      = √(৬৪ + ৩৬)
      = √১০০
      = ১০ মিটার
all but means: সব কিন্তু।

তার মানে, ৯টি হাঁস ছাড়া সব হাঁস মারা গেছে।

সুতরাং জীবিত আছে ৯টি হাঁস।


- Arctic হলো উত্তর মেরু বা সুমেরু অঞ্চল বিষয়ক।
- Antarctic বলতে বোঝায় দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল বিষয়ক। 
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত । 
- অন্যদিকে উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত অর্থে উত্তর দিককে নির্দেশ করে । 
- উত্তর মেরু আর্কটিক মহাসাগরের মধ্যভাবে অবস্থিত ।
সুতরাং সঠিক উত্তর Antarctic.

• সনোরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী রেখা।
• ম্যাকনামারা লাইন: যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। বর্তমানে এর অস্তিত্ব নেই। 
• ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা চিহ্নিতকরণ রেখা। 
• হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতো তারা হলো অস্ট্রিক , দ্রাবিড় , নেগ্রিটো ও ভোটসিনিয় ।
- উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে ।
- ভারতে বা বাংলায় মানুষের উদ্ভব হয়নি, আগমন হয়েছিল।
- প্রথমে আসে নিগ্রোবটু বা নেগ্রিটো সম্প্রদায়ের মানুষ। এরা প্রাগৈতিহাসিক যুগে স্থলপথে আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে।
- এরপর পর্যায়ক্রমে প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতির আগমন ঘটে।
- দ্রাবিড় জাতি এসে অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- দ্রাবিড় আগমনের সামসময়িককালে ভোটচীনীয় বা মঙ্গোলীয় জাতির আগমন ঘটে।
- অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে (অস্ট্রিক) বাঙালি জাতি। যাদেরকে নিষাদ জাতিও বলা হয়।
- এরপর খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে ভারতবর্ষে (বাংলায়) আর্যরা প্রবেশ করে এবং অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- এভাবে আর্য ও অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়।
- তবে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের উপর আদি-অস্ট্রেলীয় প্রভাব বিদ্যমান।
{30/(1/2)} +10
= (30x2)+10
= 70

 


আমরা জানি, 
কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ = বস্তুর ভর x আপেক্ষিক তা x তাপমাত্রার পার্থক্য । 
এখানে, 
পানির ভর = ১ গ্রাম, 
আপেক্ষিক তাপ = ১ ক্যালরি /গ্রাম /ডিগ্রী সেলসিয়াস = ১০ ডিগ্রী সেলসিয়াস । 
∴ প্রয়োজনীয় তাপের পরিমাণ 
=১ x ১ x ১০ ক্যালরি 
= ১০ ক্যালরি ।

- কোনো শব্দ শোনার পর প্রায় ০ . ১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ।
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে ।
- কোনো শব্দ শোনার পর যদি ০ . ১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না ।
- নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে । ফলে পাতাগুলো হলুদ হয়ে যায় ।
- কচি পাতাগুলু শেষে হলুদ হয় এবং পীত বর্ণ ধারণ করে। পাতার বর্ণ পরিবর্তন হওয়াকে ক্লোরোসিস বলে । ম্যাগনেশিয়ামের (Mg) অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়।

নিচের কিছু তথ্য জেনে রাখুনঃ 
• ফসফরাস:
- ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়।
- পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
- উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

• পটাশিয়াম:
- পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
- পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে।
- উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়।


- সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ।
- Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত।
- Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা।
- এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
- গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার ‘প্যাপিলোমা ভাইরাস’ ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে।
- এ ভাইরাসের ই৬ ও ই৭ নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণূসমূহের কাজ বন্ধ করে দেয়।
- এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি।
- কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
রেফ্রিজারেটরের কমপ্রেসারের প্রধান কাজ হলো রেফ্রিজারেন্ট (যেমন ফ্রেয়ন) কে সংকুচিত করা। সংকুচনের প্রক্রিয়ায়, রেফ্রিজারেন্টের বা ফ্রেয়নের তাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়। এই উচ্চ তাপমাত্রায় রেফ্রিজারেন্ট বা ফ্রেয়ন কনডেনসারের মাধ্যমে প্রবাহিত হয়ে তাপ হারায় এবং ঘনীভূত হয়, যা পরবর্তীতে রেফ্রিজারেটরের ভেতরের তাপ শোষণ করে এবং আবার বাষ্পে পরিণত হয়ে কুলিং সাইকেল চালিয়ে যায়।

অন্য অপশনগুলো কেন সঠিক নয়, তার ব্যাখ্যা নিম্নরূপ:

A) ফ্রেয়নকে ঘনীভূত করা - ঘনীভূত করার প্রক্রিয়াটি মূলত কনডেনসারে ঘটে, যেখানে সংকুচিত গ্যাস তাপ হারিয়ে তরলে পরিণত হয়। কমপ্রেসার সরাসরি ফ্রেয়নকে ঘনীভূত করে না, বরং সংকুচিত করে যা এর তাপ বৃদ্ধি করে।

B) ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা - ফ্রেয়ন বাষ্পে পরিণত হয় ইভাপোরেটরে, যেখানে এটি রেফ্রিজারেটরের ভেতরের উষ্ণতা শোষণ করে এবং বাষ্পে পরিণত হয়। কমপ্রেসারের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা নয়।

D) ফ্রেয়নকে ঠান্ডা করা - কমপ্রেসার ফ্রেয়নকে ঠান্ডা করে না; বরং, এর কাজ হলো ফ্রেয়ন গ্যাসকে সংকুচিত করে তাপ ও তাপমাত্রা বাড়ানো। ফ্রেয়ন ঠান্ডা হয় কনডেনসারে, যেখানে এটি তাপ হারায় এবং তরলে পরিণত হয়।

সুতরাং, কমপ্রেসারের প্রধান কাজ হলো ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো, যা রেফ্রিজারেশন সাইকেলের অন্যান্য উপাদানগুলির সাথে মিলে শীতল প্রভাব তৈরি করে।


- ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে ছোট হয় ।
- অপরদিকে , জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবেচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়।
- কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সামন হয়।
- পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে।
- আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে।
- একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রতিটি বস্তুর একটি বিশেষত্ব আছে।
- Rubber-এর বিশেষত্ব হলো এর স্থিতিস্থাপকতা।
- Lightness বিশেষত্ব হলো সূর্যের।
- Heaviness বিশেষত্ব হলো জড় পদার্থের।
- Viscosity অর্থাৎ Thickness and stickiness বা ‍পুরুত্ব ও সান্দ্রতা বিশেষত্ব হলো মধু, গিয়ারওয়েল ইত্যাদির।
অতএব, সঠিক উত্তর elasticity.

• break = লঙ্ঘন , দমন , ভাঙ্গন, বিয়োগ, বিযুক্তি, বিচ্ছেদ।

• repair = মেরামত করা, সারানো, সংস্কার করা, মেরামতি।

• wound = ক্ষত, আঘাত, জখম, মর্মঘাত।

• heal = আরোগ্য করা বা হওয়া।


• 'Frighten' ভীত, আতঙ্কিত অর্থে ব্যবহৃত হয়।
• Scream অর্থ ভয়ে চিৎকার বা আর্তনাদ করা। অর্থাৎ আমরা ভয় পেলে তারপর আর্তনাদ বা তীব্র চিৎকার করি।
• Angry অর্থ রাগান্বিত। কিন্তু রাগান্বিত হলে পরে আমরা কি করি? Shout অর্থ চিৎকার করা, চেঁচানি। রাগান্বিত হলে আমাদের সবাই সাধারণত চিৎকার করে বা চেঁচিয়ে কথা বলি।
- ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject-এর পরে verb বসে।
- কিন্তু verb-এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে।
- Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া।
- Broke অর্থ ভেঙে গেল।
- Lost অর্থ হারানো বা হারিয়ে ফেলে, মৃত্যু হওয়া।
- Accident-এর ফলে কোনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়।
- Passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া।
- প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী সঠিক উত্তর (গ) lost।
• Complex Sentence-এর নিয়ম অনুযায়ী একটি clause যে tense-এ থাকবে পরবর্তী clauseও সেই tense অনুযায়ী হবে।
• প্রশ্নে উল্লিখিত বাক্যটির 'did I remember my doctor's' clauseটি simple past form-এ আছে।
• সুতরাং পরের clause টির verbও simple past form হবে।
• সুতরাং নিয়ম অনুযায়ী সঠিক উত্তর went।
- Put aside একটি phrasal verb, যার অর্থ সরিয়ে রাখা বাসঞ্চয় করা।
- Beside শব্দের অর্থ পাশে।
- Out side অর্থ বহির্দেশ বা বাইরের অংশ।
- Under শব্দের অর্থ নিচে বা অধীনে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ হলো' যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল তখন তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য আয়ের একটি বড় অংশ সঞ্চয় করত।
- ' তাছাড়া 'put ' verb -এর সাথে ' aside 'preposition যোগ না হলে সঠিক অর্থ হয় না। সুতরাং সঠিক উত্তর aside।
বাক্যের শুরু থেকে consonant হল t, h, f, f, t, h.
- তাই "t" হল পঞ্চম consonant ।

2nd day Monday. 9th day Monday. 16th Day Monday.

17th Day Tuesday.

18th Day Wednesday.


• 'Able' adjective-এর দুই ধরনের অর্থ আছে।
১. কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
২. বিচক্ষণ, যোগ্য, দক্ষ, সামর্থ্য।
• 'But' adverb রূপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি।
• যেমন- You can't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা।

• 'Afford' verbটির অর্থ (সময় বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা।
• যেমন- We cann't afford such a luxury life।
• প্রশ্নের বাক্যটিতেও high price-এর সাথে ক্রয়ের/অর্থ ব্যায়ের সামর্থ্য বোঝায়।\
• সুতরাং সঠিক উত্তর afford.
-সাধারণত noun-এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel-এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
-যেমন- He is an MA।
-কিন্তু noun-এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ew (ইউ)-এর মতো হয় (যেমন- unique, university) তবে ঐ noun-এর আগে a বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন।
তাঁর গভীর রসের নাটক হলঃ
- 'নীলদর্পণ'(১৮৬০),
- 'নবীন তপস্বিনী'(১৮৬৩),
- 'কমলে কামিনী'।

আর চারটি প্রহসন হল
- 'বিয়ে পাগলা বুড়ো',
- 'সধবার একাদশী'
- 'লীলাবতী',
- 'জামাই বারিক' ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0