- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। - এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে। - বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি। - এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স। - মাসকট : লায়েব - অফিসশিয়াল বলের নাম : আল রিহলা - সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং - সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)। - আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)। - ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ- - ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। - এটি বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৬ হাজার ৫৪৭ কোটি টাকা বেশি। - ২০২৩-২৪ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ ছিল ৮৮ হাজার ১৬২ কোটি টাকা।
- বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ৫ম এবং বিশ্বের ৯২তম দীর্ঘ সেতু। - ১৯৯৮ সালের জুন মাসে এটি উদ্বোধন করা হয়। - বাংলাদেশের ৩টি বড় নদীর মধ্যে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনার উপর এটি নির্মিত হয়েছে। - একক দীর্ঘতম রেল সেতু হল হার্ডিঞ্জ সেতু। - এই সেতু বাংলাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালের মার্চ মাসে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পান। - তিনি ভারতের বিভাজন এবং স্বাধীনতার প্রক্রিয়া তদারকি করেন। - 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর তিনি 1948 সালের জুন মাস পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। - লর্ড মিন্টো ভারতের গভর্নর জেনারেল ছিলেন1905 থেকে 1910 সাল পর্যন্ত। - লর্ড কার্জন ভারতের গভর্নর জেনারেল ছিলেন 1899 থেকে 1905 সাল পর্যন্ত। - লর্ড ওয়াভেল ভারতের গভর্নর জেনারেল ছিলেন1943 থেকে 1947 সাল পর্যন্ত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্ব__ • জনসংখ্যা : ৮১১.৯০ কোটি। • নারী প্রতি প্রজনন : ২.৩ জন । • গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর। • নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। • জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত। • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।
শীর্ষ ১০ জনবহুল দেশঃ দেশ ও জনসংখ্যাঃ ১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ। ২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। ৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। ৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। ৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। ৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। ৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। ৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। ১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।
১) সাধুভাষায় তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হয়। চলিত ভাষায় তদ্ভব শব্দের সংখ্যাই বেশি। তাছাড়া চলিত ভাষায় বিদেশী শব্দের প্রয়োগ আনেক বেশি।
২) সাধুভাষায় সর্বনামের পুর্নরূপ ব্যবহার করা হয়। যেমন- তাহার, যাহার ইত্যাদি। কিন্তু চলিত ভাষায় সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।যেমন- তার, যার ইত্যাদি।
৩) সাধুভাষায় ক্রিয়াপদের পুর্ণরূপ ব্যবহার করা হয় কিন্তু চলিতে সংক্ষিপ্ত রূপ দেখা যায়। যেমন- খাইতেছেন (সাধু), খাচ্ছেন(চলিত)।
৪) সাধুভাষায় বাক্যের পদবিন্যাস কর্তা-কর্ম-ক্রিয়া। কিন্তু চলিত ভাষায় এই নিয়ম সবসময় মানা হয়না। যেমন- বইটা দাও তো আমাকে তুমি(চলিত)
৫) সাধুভাষায় সমাসবদ্ধ পদের সংখ্যা বেশি কিন্তু চলিত ভাষায় অনেক কম।
৬) সাধুভাষায় বানানের ক্ষেত্রে শব্দের মূলরূপটি মেনে চলা হয়। কিন্তু চলিত ভাষায় তৎসম শব্দগুলির বানানও হ্রস্ব হয়ে যায়। যেমন- পাখি, রুপো ইত্যাদি(চলিত)।
৭) আবার চলিত ভাষায় মুখের ভাষার রূপটিই গ্রহণ করা হয়। যেমন- দ্যাখ(দেখ)।
- জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে ২৬ জুলাই ১৯৯৪ তারিখে জর্ডনের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন। ঘোষণার সারসংক্ষেপ: - এই ঘোষণাটি ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয়েছিল। - এতে উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। - তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনার মাধ্যমে সমাধান করার সম্মতি জানায়। - এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করেছিল। - এটি জর্ডান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা দূর করতে সাহায্য করেছিল।
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়। - এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত। - ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার ৫টি সড়কের নামকরণ করা হয়। - বাংলাদেশে প্রতিবছর ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালিত হয়। - শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি অমর করে রাখতে ১৯৭২ সালে ঢাকার মিরপুরে মোস্তফা আলী কুদ্দুসের নকশায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
-দুই যুগ ধরে অর্থাৎ ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী। -১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়। -এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে ২২ জুলাই, ১৯৯৪। - ১৯৬৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। - স্বাধীনতার পর দেশটি একটি স্থিতিশীল গণতন্ত্র হিসেবে গণ্য হয়। - ১৯৯৪ সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া জাম্মেহ তার স্থান নেন।
• রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ। • তার জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারী বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। • প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।
- ১৯১৮ খ্রিষ্টাব্দের ২রা ডিসেম্বর কলকাতা থেকে, এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। - এর সম্পাদক ছিলে মোহাম্মদ নাসিরুদ্দিন। সে সময় এই পত্রিকাকে কেন্দ্র করে কলকাতায় একটি সাহিত্য চক্র গড়ে উঠে। অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পত্রিকা বন্ধ হয়ে যায়। এরপর ১৯২৬ খ্রিষ্টাব্দে পুনরায় প্রকাশিত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Forbid somebody from doing something অর্থ- কাউকে কোনো কিছু করা থেকে বারণ করা। - অর্থাৎ Forbid + object + from + verb + ing বলে। তাই (ক) ই সঠিক উত্তর।
[বাক্যভেদে Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।]
genesis: the origin of something, when it is begun or started to exist. Bangla Meaning: সূচনা; প্রারম্ভিক বিন্দু Sentence: This tale had its genesis in fireside stories Synonyms: origin, source, root, start, etc.
Shakespeare যে পরিচয়ে সবচেয়ে বেশি পরিচিত তা হলো তিনি একজন নাট্যকার । নাট্যকার হিসেবেই তিনি সাহিত্য জগতে সবচেয়ে খ্যাত। সে জন্য ‘ঘ’ তে দেয়া Option সঠিক । কারণ এখানে plays শব্দটি রয়েছে।
- Ordinance (অর্ডিন্যান্স) বলতে বোঝানো হয় একটি আইন বা বিধান। সাধারণত যখন সংসদ (Parliament) চলমান না থাকে, তখন রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে একটি অস্থায়ী আইন জারি করতে পারেন, সেটাকেই Ordinance বলা হয়। এটি মূলত দেশের শাসনব্যবস্থায় দ্রুত কোনো সিদ্ধান্ত কার্যকর করার একটি পদ্ধতি। পরে সংসদ চলাকালীন এই Ordinance সংসদে পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হয়।
- বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, পূর্ব-উত্তরাঞ্চলে পীট কয়লার মজুদ রয়েছে, তবে এসব সঞ্চয়ক্ষেত্রের বাণিজ্যিক উত্তোলনযোগ্যতা নিরূপিত হয়নি। - পীট কয়লা তৈরি হয় প্রাণিদেহের চর্বিমুক্ত হাড়ের বিধ্বংসী পাতনের ফলে একে আবার অস্থিজ কয়লা বলে। সময়ের সঙ্গে সঙ্গে কয়লার কার্বনের অনুপাত বাড়তে থাকে এবং কয়লার গুণগত মানও বৃদ্ধি পায়। এজন্য খনিজ কয়লার মধ্যেও শ্রেণিবিভাগ করা হয়েছে। - যে কয়লায় বেশি কার্বন থাকে তার গুণগত মান বেশি, বাংলাদেশে প্রধানত তিন ধরনের কয়লা পাওয়া যায় যথা- বিটুমিনাস, লিগনাইট ও পিট। - অ্যান্থ্রাসাইট সর্বাধিক ভালো মানের কয়লা। - কয়লা সাধারণত মাটির নিচে ৩ মিটার থেকে ১৮০০ মিটার গভীর পর্যন্ত অবস্থান করে।
- কায়রো চুক্তি অনুসারে ১৭ মে, ১৯৯৪ পিএলও পশ্চিম তীর ও গাজা এলাকার নিয়ন্ত্রণ পায়। - ১ জুলাই, ১৯৯৪ ইয়াসির আরাফাত গাজা ভূখণ্ডে আসেন। - ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত ১১ নভেম্বর, ২০০৪ মৃত্যুবরণ করেন প্যারিসের পার্সি মিলিটারি ট্রেনিং হাসপাতালে।
- কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। - NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। - NATO র বর্তমান সদস্য ৩২ টি। - সর্বশেষ সদস্য দেশ - সুইডেন । - NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া। - এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে। - NATOএর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।
- জিয়া সার কারখানা (বর্তমান নাম আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত। - তিতাস গ্যাস ব্যবহার করে পরিচালিত এ কারখানাতে ইউরিয়াসহ প্যাকিং এর লাইনিং এবং পলিথিন পেপার উৎপাদন করা হয়। - বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। - এটি ১২ নভেম্বর, ২০২৩ উদ্বোধন করা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো চট্টগ্রামে অবস্থিত। কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকার কমলাপুরে অবস্থিত। - ১৯৮৭ সালে ১১ এপ্রিল কমলাপুর, ঢাকা স্টেশনের সংলগ্ন এলাকায় দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো উদ্বোধন করা হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।