বিসিএস ২৭ তম (100 টি প্রশ্ন )

১. তারিখ ও স্থান: ২৭ মার্চ ২০০৪, দুবাই।

২. চুক্তির বিষয়: সাবমেরিন ক্যাবলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

৩. কনসোর্টিয়াম: SEA-ME-WE-4 (দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য পশ্চিম ইউরোপ -৪)।

৪. অংশগ্রহণকারী: ১৪টি দেশের ১৬টি টেলিকম প্রতিষ্ঠান।

৫. সাবমেরিন ক্যাবলের দৈর্ঘ্য:
- মোট: ২২,০০০ কিলোমিটার (ফ্রান্সের মার্সাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত)
- বাংলাদেশ অংশ: ১,২৪০ কিলোমিটার

৬. বাংলাদেশে সংযোগ স্থান: কক্সবাজার।

৭. অভ্যন্তরীণ সংযোগ:
- ঢাকা-চট্টগ্রাম: আগে থেকেই ফাইবার অপটিক ক্যাবল সংযোগ ছিল।
- চট্টগ্রাম-কক্সবাজার: ১৭০ কিমি নতুন অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়।

৮. উদ্বোধনের তারিখ: ২১ মে ২০০৬।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তির নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হয়, যা দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪

• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিশ্ব__
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)।
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম

শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ।
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ।
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ।
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ।
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ।
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ।
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ।
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ।
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।
বাংলা ভাষায় আগত ‘গ্রিক শব্দ:দাম, ইউনানি।
তুফান- আরবি শব্দ;
লুঙ্গি- বর্মি শব্দ;
কুপন- ইংরেজি শব্দ।
- আবদুল লতিফ রশিদ ( জন্ম 10 আগস্ট 1944 ) একজন ইরাকি কুর্দি রাজনীতিবিদ।
- তিনি 2022 সালে ইরাকের 9 তম রাষ্ট্রপতি হন৷
- তিনি 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি বারহাম সালিহকে পরাজিত করেছিলেন ৷
- তিনি কুর্দি বংশোদ্ভূত। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জালাল তালাবানীর নেতৃত্বে কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়ন (PUK) এর একজন সক্রিয় সদস্য।
- 1986 সাল থেকে, তিনি যুক্তরাজ্যে কুর্দিস্তানের দেশপ্রেমিক ইউনিয়নের প্রতিনিধি এবং কুর্দিস্তান ফ্রন্টের মুখপাত্র হিসাবে কাজ করেছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। 

- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
- Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি
- প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।

এর উদ্দেশ্যঃ

  - দক্ষিন পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা।
  - আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। এছাড়াও সদস্যদেশগুলোর অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনের চেষ্টা। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।


১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ভারতের সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৫ জন সদস্যের মধ্যে ২৭২ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়।
- ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ বা রাজ্যসভায় আসন সংখ্যা ২৫০ টি।
- নিম্নকক্ষ বা লোকসভায় আসন সংখ্যা ৫৪৫ টি।
- ৫৪৫ টির মধ্যে ২টি রাস্ট্রপতির জন্য সংরক্ষিত, প্রশ্নে বলা হয়েছে নির্বাচিত সদস্য সংখ্যা। 

• স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত তিনটি দেশকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।
• স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র ৩টি- নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক 
আবার
• নর্ডিক অঞ্চলে মোট পাঁচটি দেশ আছে:
- আইসল্যান্ড
- ডেনমার্ক
- নরওয়ে
- সুইডেন
- ফিনল্যান্ড
- নেদারল্যান্ডস নর্ডিক অঞ্চলের অংশ নয়, এবং স্ক্যান্ডেনেভিয়ার অংশ ও নয়।
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।
- তখন বাংলাদেশের সাথে দুটি দেশ গ্রানাডা ও গিনি বিসাউ সদস্য পদ লাভ করে 
- বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের এই ২৯ তম অধিবেশনেই প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন। তারিখ ছিল- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- Outlook (দৃশ্য) এবং figure (সংখ্যা) খাওয়া যায় না।
- সুতরাং diet এবং food  এর মধ্যে balanced food এ জাতীয় phrase এর ব্যবহার তেমন দেখা যায় না।
- তাছাড়া food এর আগে a বসানো যায় না, diet  এর আগে বসে। সুতরাং উত্তর 'খ' সঠিক।
"Made of" সাধারণত কোনো কিছু তৈরি করতে ব্যবহৃত প্রধান উপাদান নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই টেবিল কাঠের তৈরি"। কাঠ হলো টেবিলের প্রধান উপাদান।

"Made from" কোনো কিছু তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদান বা কাঁচামাল নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "কাগজ কাঠ, জল, এবং রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়"। কাগজ তৈরির জন্য কাঠের সাথে অন্যান্য উপাদানও লাগে।

"Made by" কোনো কিছু তৈরি করা ব্যক্তি বা সত্তাকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই চিত্রকর্মটি রেমব্রান্ড দ্বারা তৈরি"। রেমব্রান্ড হলেন এই চিত্রকর্মটি তৈরি করা শিল্পী।

"Made on" কোনো কিছু তৈরির জন্য ব্যবহৃত পৃষ্ঠ বা মাধ্যমকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই চিত্রটি ক্যানভাসে আঁকা হয়েছে"। ক্যানভাস হলো চিত্রটি আঁকার জন্য ব্যবহৃত মাধ্যম।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
- আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
- মোট জনসংখ্যা: ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (২০২৩ সালের শুমারি অনুসারে)
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন/বর্গ কি.মি
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক): ৭৭.৯% (নারী-৮০.১%) (পুরুষ-৭৫.৮%)।
মাথাপিছু জাতীয় আয় - ২৭৮৪ মার্কিন ডলার
• Sentence টিতে বলা হয়েছে ৫ মিনিট সময় আছে, এর মধ্যে বা ৫ মিনিটের পূর্বে অবশ্য পৌঁছতে হবে।
• এক্ষেত্রে 'in' appropriate হবে না, কেননা নির্দিষ্ট কোনো সময় বা কোনো সময়ের মধ্যে বোঝাতে সাধারণত 'in' হয়।
• যেমন- I will come in an hour. তারিখ বা সময় বোঝাতে 'on' ব্যবহৃত হয়।
• যেমন- Meet me on Monday.
• 'by' দ্বারা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝায়, যেমন- I will come by 5 pm.
• এ Sentence দ্বারা বোঝাচ্ছে আমি বিকেল ৫টার আগেই আসব।
- বাংলাদেশ পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত।
- এটি ১৯৮২ সালে স্থাপিত হয়। ১৯৮৬ সালে এটি বর্তমান রূপ ও ঠিকানা লাভ করে।
- তবে এ একাডেমীটি প্রতিষ্ঠার উদ্যোগ স্বাধীন বাংলাদেশের প্রথম দিকেই গ্রহণ করা হয়।
- ১৯৭৪ সালে চুড়ান্তভাবে এ একাডেমীটি প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়।
- DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়।
- নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়।
- কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে।
- DNA-তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।
- মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের ‍উপস্থিতির উপর।
- চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে।
- চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।
- বিলিরুবিন হচ্ছে পিত্তরসের কমলা রঙের প্রধান রঞ্জক পদার্থ।
- হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান- প্রোটিন অংশ গ্লোবিন ও লৌহযুক্ত অংশ হিম (heme)।
- হিম ভেঙে শেষ পর্যন্ত বিলিরুবিনের পরিণত হয়।
- পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন।
- রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২-০.৮ মিগ্রাম/ডেসিলিটার।
- রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বা পাণ্ডুরোগ বলে।
- বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং জমা থাকে প্লীহায়।
- প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না।
- ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।
- এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।

উৎসঃ নবম-দশম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বই
 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
- উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়।
- অন্যদিকে ব্যাঙের হৃদপিণ্ডে প্রকোষ্ঠ থাকে-৩টি।
- মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় সেই অংশকে বলা হয় কার্বুরেটর।
- পেট্রোল ইঞ্জিনে ৩টি কার্বুরেটর থাকে।

- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশের একমাত্র পরমাণু শক্তি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান।
- কল্যাণধর্মী কাজে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যেই কমিশন স্থাপন করা হয়।
- স্বাধীনতার দুবছর পর ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
- এর গবেষণা ও উন্নয়ন কার্যাবলি ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল এই তিনটি শাখায় পরিচালিত হয়।
- শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৯৮ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় কর্মসংস্থান ব্যাংক।
- এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এটি রাষ্ট্র পরিচালিত একটি প্রতিষ্ঠান।
- এতে রয়েছে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ।
- চেয়ারম্যান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকবেন।
- শেয়ার মালিকরা ৫ জন পরিচালক নির্বাচন করতে পারবেন।
- ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে এ ব্যাংক যাত্রা শুরু করে।
- মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা'।
- যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- এ লক্ষ্যগুলো হলো:
১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ,
২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা- অর্জন,
৩. নারী -পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান,
৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ,
৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন,
৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল,
৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ,
৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।

- মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জিত ২০১৫ সালে। 
-NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।
-১৯৭৭ সালে মধ্যম পর্যায়ে প্রোগ্রাম ম্যানেজার বা কর্মসূচি ব্যবস্থাপকদের প্রশিক্ষণদানের জন্য 'ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন ট্রেনিং’ (NIPOT) স্থাপন করা হয়।
-পরে এ সংস্থাটিকে আরও সম্প্রসারণ করা হয় এবং এর নতুন নাম করা হয় ‘National Enstitute of Population resarch and Training’ (NIPORT)।
- কেউ তাকে 'knock down' করতে পারেনি।
- এটি আসলেই একটি অপ্রত্যশিত বা অভাবিত ঘটনা (accident) তাই Accident-ই সঠিক সাধারণ কোনো ঘটনা (event) বা আনুষঙ্গিক (occurrence ) বিষয় নয়।
- এটি কোনো অনু ঘটনা, উপঘটনা বা কাহিনী (incident ) নয়।
- কারণ একজন মুষ্টিযোদ্ধার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ' knock down' হওয়ার স্বাভাবিক ঘটনা (accident) হিসেবে পরিগণিত হয়।
Prior to' -এর অর্থ হচ্ছে পূর্ববর্তী, পূর্বতন, পূর্বে, আগে ইত্যাদি।
- অধস্তন ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নিকট কাজের জন্য দায়ী বা কোনো লোক অন্য কোনো লোকের কাছে কাজের জন্য দায়ী থাকলে সাধারণত 'responsible to' ব্যবহার করা হয়।
- যেমন: The Director is directly responsible to the president.
- অপরপক্ষে কোনো কাজের দায়ভার যখন যে কাজ করে তার ওপরই বর্তায়, তখন 'be held responsible for' ব্যবহৃত হয়।
- যেমন: Sumi is mentally ill and can't be held responsible for her actions.
- 'liable to' দ্বারা কোনো দায়-দায়িত্বকে বোঝায়।
• উপরিউক্ত sentence টি infinitive হওয়ার এর structure হবে to + base form of verb অর্থাৎ verb -এর present form -এর পূর্বে to infinitive গঠিত হয়।
• generally decide, refuse, plan hope, deserve, promise etc verb এর পর to + verb বা intinitive বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• 'look at' অর্থাৎ তাকানো, প্রত্যাখ্যান করা, উপেক্ষা করা ইত্যাদি।
• look towards অর্থ- মুখোমুখি অবস্থায় বা বিপরীতে অবস্থান করা।
• 'look down upon' অর্থ ঘৃণা করা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0