বিসিএস ৩০ তম (100 টি প্রশ্ন )
- বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা পায় ২৬ জুন, ২০০০।
- প্রথম টেস্ট ক্রিকেট খেলে ভারতের সাথে।
- বাংলাদেশ ১৫ জুন, ১৯৯৭ ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে।
- বিশ্বকাপ ক্রিকেটে সপ্তম বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের।
সঞ্জয় ভট্টাচার্য্য জন্মেছেন কুমিল্লায়। এ শহর থেকেই তাঁর সম্পাদনায়,উনিশ শত তিরিশের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করে পূর্বাশা পত্রিকা। মোজাম্মেল হকের সম্পাদনায় ‘লহরী’ ও ‘মোসলেম ভারত’ নামক মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।
- সাহচর্য /বিশেষ্য পদ/ সহায়তা, সঙ্গ।{(তৎসম বা সংস্কৃত) সহচর+য (ষ্যঞ্‌)}.
- বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপাদকে অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ-এর লোপ হয়।
- সে অনুসারে সহচর + য = সাহচর্য শুদ্ধ।
- এ নিয়মের অন্তর্ভুক্ত হলো সাম্য, কাব্য, মাধুর্য, প্রাচ্য প্রভৃতি।
- ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রতীক হিসেবে খ্যাত মীর মশাররফ হোসেন ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং পদমদীতে সমাহিত হন।

মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাঁর রচিত প্রহসন:
- এর উপয় কি, ভাই ভাই এইতো চাই,
- ফাঁস কাগজ,
- বাঁধা খাতা।

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়
- মদনমোহন তর্কালঙ্কার রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত।
- তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগে' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়।
- 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়।
- তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক-নির্দেশনা হিসেবে বিবেচিত।

তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে:
- ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’;
- ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’;
- ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’।
- তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩).
রাসায়নিক অগ্নিনির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড-এর সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের সৃষ্টির মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনে।
- পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে।
- কৃত্রিম সার প্রয়োগ জমির লবণাক্ততা কিছুটা বৃদ্ধি করে।
- জমির লবণাক্ততা নিয়ন্ত্রণে প্রাকৃতিক সারের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।
- জমিতে নাইট্রোজেন ধরে রাখার সাথেও জমির লবণাক্ততা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই।
To read between the line (ভালো করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া) phrase-টির অর্থ To read carefully to find out any hidden meaning.
- কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্যা গ্রামে আনুমানিক ১৫৪০ সালে।
- সৈয়দ শামসুল হক ১৯৩৬ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৪ অক্টোবর মাতুলালয় পুরনো ঢাকার মাহুতটুলিতে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলী গ্রামে।
- নাট্যকার সেলিম আলদীন জন্মগ্রহণ করেন ১৮ নভেম্বর, ১৯৪৮ সালে ফেনী জেলার সেনেরখীল গ্রামে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ষোড়শ সার্ক সম্মেলন ২৮-২৯ এপ্রিল, ২০১০ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়। সার্ক প্রতিষ্ঠার পর ২০১০ সালেই প্রথম ভুটানে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে’। ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতসহ সার্কের অন্য রাষ্ট্রগুলো পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়ায় সেটি স্থগিত রয়েছে। এর পরে আর কোন সম্মেলন হয়নি।

∎ ০.৩
∎ √০.৩=০.৫৫
∎ ১/৩=০.৬৭
∎ ২/৫=০.৪০

সুতরাং= ০.৩ সবচেয়ে ছোট।


যেহেতু z < 0; সেহেতু z একটি ঋণাত্মক সংখ্যা।
দেওয়া আছে, x > y
সুতরাং, xz > yz

[ উভয়পক্ষকে z দ্বারা গুণ করে] z একটি ঋণাত্মক সংখ্যা বলে z দ্বারা উভয়পক্ষকে গুণ করায় > চিহ্ন পরিবর্তিত হয়ে < চিহ্ন হয়েছে।
loga(m/n)=logam-logan
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
বৃত্তের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে বলা হয়---ব্যাস.
দুটি ত্রিভুজের তিন কোণ একটি অপরটির সমান হলেও তারা পরস্পর সর্বসম নাও হতে পারে।
১৩(৩/৪)%
= (৫৫/৪)%
= ৫৫/(৪X১০০)
= ১১/৮০
ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন (Ethylene)। লাইকোপেনের কারণে ফলের রং লাল হয়।
অ্যানােফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- হ্যালির ধূমকেতু (Halley's Comet), প্রতি ৭৫-৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু।
- বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
- এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি।
- মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়।
- প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে।
- এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে।
- কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়।
- সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
- ১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল।
- ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।
- স্টিফেন উইলিয়াম হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক।
- তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়।
- হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন।
» improvement =উন্নতিসাধন; উন্নতিবিধায়ক কিছু; সৌন্দর্য।
» promotion = উন্নয়ন, পদোন্নতি, অগ্রগতি, উত্সাহদান, অগ্রগমন, উত্তরণ।
» advancement = পদোন্নতি; উন্নতি; উন্নতিবিধান।
» betterment= অধিকতর ভালো করা; অপেক্ষাকৃত উত্কর্ষ সাধন করা।
» preference = পক্ষপাত, পছন্দে অগ্রাধিকার।

» liability = দায়বদ্ধতা , জরিমানা ইত্যাদির যোগ্য হওয়া , প্রবণতা , আর্থিক দায়।

» treasure = ধন, ভাণ্ডারী, দৌলত।

» debt = ঋণ , দায় , বাধ্যবাধকতা , ধার , কর্জ , দেনা।

» assets = সম্পদ, কোন ব্যক্তির যাবতীয় সম্পত্তি।

» property=সম্পত্তি, বিত্ত।


» hate = ঘৃণা, ঘৃণা করা।

» admire = প্রীতিমিশ্রিত শ্রদ্ধার চোখে দেখা , প্রশংসা করা।

» abhor = গভীর ঘৃণার চোখে দেখা।

» concern = কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো গুরুত্বপূর্ণ, সম্পর্কযুক্ত করা, সংশ্লিষ্ট করা ।

» loathe = ঘৃণা করা , বিতৃষ্ণার ভাব পোষণ করা , অপছন্দ করা।
entrust-বিশ্বাস স্থাপন করা;
endow-টাকা বা সম্পত্তি দান করা;
bestow - প্রদান করা;
confer-খেতাব বা উপাধি প্রদান করা।
Detrimental-এর পর preposition ‘to’ হয়।
সঠিক বাক্যটি হবেঃ Laziness is detrimental to success.
supersede- অপরের পরিবর্তে স্থান অধিকার করা।
শূন্যস্থানে wits শব্দটি যথোপযুক্ত। 'Out of one's wits' এর অর্থ অত্যন্ত বিচলিত।
- গজারিয়া উপজেলা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। 
- এটি একটি সুপ্রাচীন জনপদ।
- ২০০ একর জমিতে ঔষধ শিল্পপার্ক স্থাপিত হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সালফারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের সাথে সাদৃশ্যপূর্ণ; তবে পার্থক্য হলো নাইট্রোজেনের অভাবে প্রথমে গাছের পুরাতন পাতা হলুদ হয়ে যায় এবং সালফারের অভাবে গাছের নতুন গজানো পাতা হলুদ হয়।
- ধান গাছের উচ্চতা, কুশির সংখ্যা, শিষের আকার খাটো এবং প্রতি শিষে দানার সংখ্যা কমে যাওয়াসহ জমির ধান সাধারণত ১-২ সপ্তাহ পরে পাকে।
- বীজতলায় এর অভাব হলে চারা হলুদ হয়ে যায়।
- সালফার হল উদ্ভিদের ম্যাক্রো উপাদানের একটি। 
- উদ্ভিদের ম্যাক্রো উপাদান ১০টি এবং মাইক্রো উপাদান ৬ টি।
- মুখ্য উপাদান গুলাে হল- নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0