বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?

A কানা হরিদত্ত

B মুকুন্দরাম চক্রবর্তী

C চন্ডীদাস

D ভারতচন্দ্র রায়গুণাকর

Solution

Correct Answer: Option D

মঙ্গলকাব্যের সর্বশেষ কবি ও অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর ।তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ।তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর ' উপাধি দেন ।কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল কাব্য ' রচনা করেন। এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর ' ।সত্য পীরের পাঁচালী তাঁর রচিত অন্যতম গ্রন্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions