'সবুজ পত্র' পত্রিকার সম্পাদক ছিলেন-

A রবীন্দ্রনাথ ঠাকুর

B প্রমথ চৌধুরী

C উইলিয়াম কেরী

D বুদ্ধদেব বসু

Solution

Correct Answer: Option B

বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। 
- এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। 
- এটি মূলত: একটি মাসিক সাময়িকী/পত্রিকা। কোলকাতার ৩ নং হেষ্টিংস্‌ ষ্ট্রীট থেকে এটি প্রকাশিত হতো। 
- সাময়িকীটি ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions