বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি 'লুই কান' কোন দেশের নাগরিক ছিলেন?
A ফ্রান্স
B কানাডা
C যুক্তরাজ্য
D যুক্তরাষ্ট্র
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স। এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি।