• বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
• পদ প্রধানত দুই প্রকার। যথা- সব্যয় পদ ও অব্যয় পদ।
- পদ মোট পাঁচ প্রকার: ১.বিশেষ্য, ২.বিশেষণ, ৩. সর্বনা্ ৪. ক্রিয়া, ৫. অব্যয়।
আবার,
- সব্যয় পদ চার প্রকার: ১. বিশেষ ২. বিশেষণ, ৩. সর্বনাম। ৪. ক্রিয়া।