বিসিএস ৪১তম (198 টি প্রশ্ন )

৮ x ৪ + ৭= ৩৯

৩ x ৬ + ৯ = ২৭

৭ x ৯ + ৫ = ৬৮


আয়নাতে Capital letter ‘A, H, I, M, O, T U, V, W, X, Y’ এবং Small letter এ ‘i, l, o, v, w, x’ এর কোন পরিবর্তন হয় না তাই উত্তর হবে ক।
log2 log√ee2
= log2 log√e(√e)4
= log2 (4 log√e√e)
= log2 (4 × 1)
= log4
= log2 22
= 2 log2 2
= 2.1
= 2
 class=
- দারিদ্রতা সঠিক নয় কারণ সঠিক শব্দ হবে দরিদ্রতা।
- প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক শব্দ অহোরাত্র।
- অহোরাত্র (অব্যয়) এর অর্থ দিবারাত্র; সর্বক্ষণ।
উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরলে পুর্ব দিকে ৫ মাইল হাঁটেন তারপর আবার ডানদিকে ঘুরলে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে ২ মাইল হাঁটেন
“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা” উক্তিটি শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত ৭ মার্চের ভাষণে বলেন।
৩ দ্বারা বিভাজ্য সংখ্য (২০০ - ১০০) = ১০০ ÷ ৩ = ৩৩টি
ঘড়ির কাঁটা দ্বারা সময় নির্ধারিত হয় একইভাবে থার্মোমিটারের পারদ দ্বারা তাপমাত্রা নির্ধারিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Encyclopedia (noun): বিশ্বকোষ, জ্ঞানকোষ, বিদ্যাকোষ, তথ্যকোষ।

অন্যান্য সমার্থক শব্দ:
- জ্ঞানভাণ্ডার
- সর্বজ্ঞান
- বিশ্বজ্ঞান
- কোষ
- সংগ্রহ
- মহাকোষ
- সারসংগ্রহ
- সারকথা
- বিশ্ববিদ্যা
- জ্ঞানচর্চা
মনেকরি,
বর্তমান বেতন ১০০ টাকা
৫% কমে বেতন হবে = ৯৫ টাকা

আবার,
১ বছর পর ৫% বৃদ্ধিতে বেতন হবে = ৯৫ × ১০৫/১০০
= ৯৯.৭৫ টাকা

∴ বেতন কমেছে = (১০০ - ৯৯.৭৫)
= ০.২৫ টাকা 

শর্টকাট-


০.১×৩.৩৩×৭.১=২.৩৬।
১৮/১৬=১.১২৫
৫/৩=১.৬৬
১৬/৩১=০.৫১৬১
৪/১২=০.৩৩


স্ক্রু এবং ঘড়ির ঘূর্ণনের দিক হয় হাতের ডান দিকে অর্থাৎ একই দিকে।
৫০ মিনিট আগে ৪ টা বাজলে এখন সময় ৪ . ৪৫
                                                             + ০. ৫০
                                                            -----------
                                                               ৪ . ৯৫
এখানে ৯৫ মিনিট =১ ঘণ্টা ৩৫ মিনিট
এখন সময় = ৫ .৩৫
৬ টা বাজতে সময় বাকি = ৬ .০০ -৫ .৩৫ = ২৫ মিনিট
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০}
মোট ২০টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪৪০
                        = ১/২২
দেওয়া আছে,
r =১০%
p=৮০০ টাকা
n = ২ বছর
c=?
c=p(১+r)n
 =৮০০ (১+১০/১০০)²
 =৮০০(১১০/১০০)²
 =৮০০(১১/১০)²
 =৮০০  × ১২১/১০০
 = ৯৬৮ টাকা


a+b=7
ab=12

(1/a²)+(1/b²)=(a²+b²)/a²b²
                    =(a+b)² -2ab/(ab)²
                    ={(7)² -2×12}/(12)²
                    =(49-24)/144
                    =25/144

5/12=0.41
6/13=0.46
11/24=0.45
 3/8=0.37

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি ,
ব্যাসার্ধ , R =a/√ 3
             6 =a/√3
            a =6√3

ক্ষেত্রফল = √3/4 a²
                =√3/4 (6√3)²
                =√3/4 × 108
                =27 √3

১০% কমে যাওয়ায় চিনির মূল্য (১০০-১০) টাকা
                                     = ৯০ টাকা
৯০ টাকায় চিনির মূল্য বাড়াতে হবে ১০ টাকা
১    '           "          "            "    " ১০ / ৯০ "
১০০ "          "            "    "       (১০ × ১০০)/ ৯০ টাকা
                                            = ১০০০/৯০ টাকা
                                            = ১১ (১/৯)%


মনেকরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y
∴ ক্ষেত্রফল = xy
৫% বৃদ্ধিতে, দৈর্ঘ্য = ১০৫x/১০০
এক্ষেত্রে, ক্ষেত্রফল = (১০৫x/১০০)×y
                        = ১০৫xy/১০০

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৫xy/১০০) - xy
                     = ৫xy/১০০
∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৫xy/১০০) × ১০০}/xy
                            = ৫xy/xy
                            = ৫%

   |x-2| < 3
বা, -3 < x-2 < 3
বা, -3+2 < x-2+2 < 3+2
বা, -1 < x < 5
বা, -3 < 3x < 15
বা, -3+5 < 3x+5 < 15+5
  ∴ 2 < 3x+5 < 20
যেখানে, m < 3x+5 < n
∴ m = 2 এবং n = 20


√-8 × √-2
=√(8 .i²) × √(2 .i²)  [i²=-1]
= 2√(2)i × √(2)i
=i² 4
=-4
এখানে, a = ০.১২, r = (০.০০১২/০.১২)=০.০১
S অসীম হলে,
∴ S = a /(১-r)
        = ০.১২/(১-০.০১)
        = ০.১২/০.৯৯
        = ১২/৯৯
        = ৪/৩৩

5x+8.5x+16.5x=1
ধরি , 5x = a
a+8a+16a = 1
বা, 25a = 1
বা, a = 1/25
বা,5x= 5-2
 ∴ x = -2


দেওয়া আছে,
x + 21/3 + 22/3 = 0
⇒ x = -(21/3 + 22/3) ........(1)
⇒ x3 = -(21/3 + 22/3)3
⇒ x3 = -{(21/3)}3+ {(22/3)}3 + 3.21/3.22/3(21/3 + 22/3)}
⇒ x3 = -{2 + 4 + 3.23/3(-x)} [(1) নং হতে]
⇒ x3 = -(6 - 6x)
⇒ x3 = -6 + 6x
∴ x3 + 6 = 6x
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৫ × ৬
= ৩০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী।
- তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
- তিনি ৪ নং সেক্টরে যুদ্ধ করেন।
- ভারতের ত্রিপুরা রাজ্যের আমসার হাতিমেরছড়া গ্রামে সমাধি ছিল।
- ১০ ডিসেম্বর, ২০০৭ সালে তাঁর দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরদিন ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0