বিসিএস ১৪ তম (100 টি প্রশ্ন )
- গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে, যেখানে এটি ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে কাজ শুরু করে।
- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই প্রকল্পটি ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
- পরবর্তীতে এই মডেলটি সফল প্রমাণিত হওয়ায় ১৯৮৩ সালে এটি একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্ত যেখানে মিলিত হয়, সেই স্থানটি 'গোল্ডেন ট্রায়েঙ্গেল' নামে পরিচিত।
- এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ পপি চাষ ও আফিম উৎপাদন হচ্ছে।
- এই অঞ্চলের উষ্ণ আবহাওয়া ও পাহাড়ি ভূখণ্ড পপি চাষের জন্য অনুকূল।
- দারিদ্র্য, দুর্নীতি, এবং দুর্বল আইন প্রয়োগকারী সংস্থার কারণে এই অঞ্চলে অবৈধ পপি চাষ নিয়ন্ত্রণ করা কঠিন
- বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে মৎস সম্পদের অবদান অনস্বীকার্য।
- তাই দেশের মৎস সম্পদ সংরক্ষণে সরকার মৎস্য আইনে ২৩ সেন্টিমিটারের (প্রায় ৯ ইঞ্চি) কম দৈর্ঘ্যের রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষিদ্ধ করে।
- ২৫ সেমি-এর নীচে জাটকা ইলিশ মাছ, ৪.৫ সেমি-এর নীচের মেস সাইজের জাল নিষিদ্ধ।
- প্রতি বছর নভেম্বর হতে এপ্রিল (কার্তিক মাসের মাঝামাঝি হতে বৈশাখ মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (১ ইঞ্চি) ছোট আকারের পাংগাস;
- প্রতি বছর ফেব্রুয়ারি হতে জুন ( মাঘ মাসের মাঝামাঝি হতে আষাঢ় মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট আকারের সিলন, বোয়াল ও আইড় মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহণ বা বিক্রয় করা নিষিদ্ধ ।
1/2{(a+b)² +(a-b)² }
=1/2(a² +2ab+b² +a² -2ab+b² )
=(2a² +2b² )
=a² +b²
ধরি ,দশকের অঙ্ক =ক
অতএব,এককের অঙ্ক =(ক+৩)

অতএব, সংখ্যাটি =১০ক+ক+৩=১১ক+৩

প্রশ্নমতে,
১১ক+৩=(ক+ক+৩)×৩+৪
বা,৫ক=১০
অতএব ,ক=২

অতএব , সংখ্যাটি ১১×২+৩=২৫


ক্যাটোলনিয়া স্পেনের একটি প্রদেশ। স্পেনের সরকারি ভাষা স্প্যানিশ হলেও বার্সেলোনাসহ দেশের ৩০ শতাংশ মানুষ ক্যাটালন ভাষায় কথা বলে।
Turn over a new leaf- নতুন পাতা উল্টানো। অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা করা।
choice,
(ক) Created a new history- নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
(খ) Began a new civilization- নতুন সভ্যতার সূচনা করেছে।
(গ) Opened a new chapter- নতুন অধ্যায়ের সূচনা করেছে।
(ঘ) Created a sensation – নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করেছে।
সুতরাং মূল idiom ও (গ) একই অর্থ বলে সঠিক উত্তর (গ)।
প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো।
এখন,
(ক) Ardent – অতিশয় আকুল, অতি উৎসাহী।
(খ) Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত।
(গ) Confident- আত্মবিশ্বাসী।
(ঘ) Apprehensive- উদ্বিগ্ন, শংকিত, উৎকুণ্ঠিত।
যেহেতু তারা ধরে নিচ্ছে, তাদের পতন ঘটা সম্ভব নয়, কাজেই তারা নিজেদের অর্জনে সন্তুষ্ট বা পরিতৃপ্ত। সুতরাং সঠিক উত্তর (খ)।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে। বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে তার নাম হলো- UNIIMOG (United Nations Iran Iraq Military Observer Group).
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNIIMOG হলো ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম। 
- UNMOGIP হলো কাশ্মিরে নিয়োজিত জাতিসংঘের পর্যবেক্ষক মিশন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অনিষ্টে ইষ্ট লাভ- শাপে বর।
অরাজক দেশ – মগের মুল্লুক।
সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো – ফুটো পয়সার লড়াই;
চির অশান্তি- রাবণের চিতা।
বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

আমরা জানি,

অতিভুজ = ভূমি + লম্ব

বা, অতিভুজ = ৩ + ৪

বা, অতিভুজ = ২৫

বা, অতিভুজ = √২৫

সুতরাং অতিভুজ = ৫


মহানন্দা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫।
- করতোয়া ও আত্রাই নদী হলো যমুনার উপনদী।
- ধলেশ্বরী নদী হলো যমুনার শাখা নদী।

-পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

-বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়,
-সবচেয়ে দক্ষিনের জেলা কক্সবাজার,
-সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান,
-সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
- দক্ষিন কোরিয়ার মুদ্রার নাম উয়ন 
- চীনের মুদ্রার নাম ইউয়ান 
- জাপানের মুদ্রার নাম ইয়েন 
- কলম্বিয়ার মুদ্রার নাম পেসো

বিশ্ব পরিবেশ দিবস (ইংরেজি: World Environment Day, সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।
সাগরে পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ - পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়। যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ের এর ব্রেটন উডস শহরে 'ব্রেটন উডস সম্মেলন ' অনুষ্ঠিত হয় ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন , যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয় ।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে ;
- এর ভিত্তিতেই IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং
- ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে ।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।
- বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে ১০ মে,১৯৭২ সালে ।

বিশ্বব্যাংক গ্রুপ ৫টি অঙ্গসংস্থার সমন্বয়ে গঠিত:
- International Bank for Reconstruction and Development (IBRD),
- International Development Association (IDA),
- International Finance Corporation (IFC),
- The Multilateral Investment Guarantee Agency (MIGA) এবং
- The International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
ইসলামী উন্নয়ন ব্যাংক বা Islamic Development Bank - IDB একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এটি ইসলামী সহযোগিতা সংস্থার অর্থমন্ত্রী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত করেন।
- ব্যাংকটি ১৯৭৫ সালের ২০ অগাস্ট বাদশাহ ফয়সালের বিশেষ অণুপ্রেরণায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য।
- ব্যাংকটির সদস্য হওয়ার মূল শর্ত হল সদস্যপদপ্রার্থী দেশটিকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য হতে হবে।
- ওআইসিভুক্ত দেশ আইভরি কোস্ট আইডিবির সদস্য নয়।

ওআইসি-এর অঙ্গ সংগঠন ১১টি:
১. ইসলামী সম্মেলন,
২. পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল,
৩. স্ট্যান্ডিং কমিটি,
৪. নির্বাহী কমিটি,
৫. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত,
৬. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন,
৭. স্থায়ী প্রতিনিধি কমিটি,
৮. সাধারণ সচিবালয়,
৯. সাবসিডিয়ারি অর্গান,
১০. বিশেষায়িত ইনস্টিটিউট এবং
১১. অনুমোদিত ইনস্টিটিউট।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে
- এর প্রতিষ্ঠাতা সদস্য ৩১ এবং বর্তমান সদস্য ৬৯।
- এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ।
- দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি'র সদস্য পদ লাভ করে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। 
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর।
- অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য।

যথাঃ 
- মিশর
- ইরাক
- কাতার
- আলজেরিয়া
- বাহরাইন
- কমোরোস
- জিবুতি
- কুয়েত
- লিবিয়া
- জর্ডান
- সৌদি আরব
- সিরিয়া
- লেবানন
- ইয়েমেন
- মৌরিতানিয়া
- মরক্কো
- ওমান
- ফিলিস্তিন
- সোমালিয়া
- সুদান
- তিউনেশিয়া
- সংযুক্ত আরব আমিরাত।
জাতিবাচক বিশেষ্যেঃ যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০° C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না।
সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র - ভূমিXউচ্চতা
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল

ঘোড়াশাল সারকারখানা বাংলাদেশের অন্যতম বৃহৎ সারকারখানা। এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার জন্য দেশের অনেক অঞ্চলের সারের চাহিদা এ সারকারখানা পূরণ করে।

দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩, ৪০, ০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫, ০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।


১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
রাঙ্গামাটির চন্দ্রঘোনা কাগজ কলের নাম কর্ণফুলী পেপার মিলস। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ কাগজ কলটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাগজ কল। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।
In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়।
choice,
(ক) in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ।
(খ) so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে।
(গ) so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে।
(ঘ) stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।
সুতরাং সঠিক উত্তর (ক)।
প্রশাসিনক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় গত ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০% বৃদ্ধি তে ,
দৈর্ঘ্য ১০০ হলে পরবর্তী দীর্ঘ = ১২০

১০% হ্রাসে ,
প্রস্থ ১০০ হলে প্রস্থ = ৯০  

ক্ষেত্রফল = (১২০ x  ৯০) = ১০৮০০
প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = (১০০ x ১০০)= ১০০০০
বৃদ্ধি = (১০৮০০-১০০০০) =৮০০ তাহলে ,
শতকরা বৃদ্ধি   = (৮০০/১০০০০) X ১০০ = ৮%
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0