-উচ্চতা বৃদ্ধি সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক ও কমতে থাকে। -এরুপ অবস্থায় মাছ, মাংসসহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সিদ্ধ হয় না। -এ জন্য স্বাভাবিক অবস্থায় চেয়ে পাহাড় -পর্বতে রান্না করতে সময় বেশি লাগে।
- ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। - ল্যাপটপ এবং নোটবুক দুটিই বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণের জন্য উপযোগী। - পার্থক্য: নোটবুক সাধারণত ল্যাপটপের চেয়ে ছোট ও হালকা হয়। - ১৯৮২ সালেOsborne 1 প্রথম বহুল ব্যবহৃত ল্যাপটপ বাজারে আসে। - ১৯৯০ সালে ল্যাপটপ বাজারে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। - ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ল্যাপটপ "দোয়েল" বাজারে আসে।
- পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। - ইলেক্ট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। - এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীব কোষ ধ্বংস করতে সক্ষম। - তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।
- কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও শক্তি উৎপাদনের বিশেষ ধরনের অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। - একে কোষের পাওয়ার হাউজও বলে। - এটি গঠিত হয় DNA, RNA, প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে। - এতে ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড এবং সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে।
- মৌলের ক্ষুদ্রতম অংশ যার মৌলের বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে তাকে ঐ মৌলের পরমাণু বলে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। - এর মধ্যে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। - একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাই পরমাণুটি চার্জ নিরপেক্ষ।
- বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য। - সার্কিট ব্রেকারে টিন ও সিসার তৈরি একটি কম গলনাঙ্কের সঙ্কর ধাতুর তৈরি ‘ফিউজ’ বা তার ব্যবহার করা হয়। - এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়।
- স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। - এই একটি মাত্র মানব মগজে রয়েছে ১, ০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। - মানুষের মস্তিষ্ক' Cerebrum ' 'Cerebellum' এবং 'Brain stem' নিয়ে গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদন করে। - স্নায়ু কোষের মাধ্যমেই মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে ও উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যথাস্থানে পৌঁছানোর আগে ধ্বংস হয়ে গেলে এর ক্ষমতা ক্ষয় পেতে থাকে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- প্রথম ইন্দো পাক কাশ্মীর যুদ্ধের ফলশ্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত। - এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়।
• বইটির প্রকৃত নাম 'Long Walk to Freedom’। • এটি আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার (১৯১৮-২০১৩) আত্মজীবনীমূলক বই। • নেলসন ম্যান্ডেলা এই বইয়ে তার ১৯৬৩ হতে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনসহ নানা ঘটনা বর্ণনা করেছেন।
- ২০০২ সালের ২৬ ডিসেম্বর ড. ব্রিজিত বোইসেলিয়ার পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশু ‘ইভ’-এর জন্ম ঘটান। - ৭ পাউন্ড ওজনের এই কন্যাশিশুটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়।
IMF - IMF এর পূর্ণরূপ — International Monetary Fund. - এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। - এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। - প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭। - নিয়ন্ত্রক সংস্থা ECOSOC. - এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। - জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭। - সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। - বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪) - বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। - বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
প্রাথমিক লক্ষ্য: - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা। - মুদ্রা বিনিময় হার নির্ধারণে সহায়তা করা। - আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
বর্তমান কার্যক্রম: - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা করা। - আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা। - টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন করা। - সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান করা।
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো: - যুক্তরাষ্ট্র - যুক্তরাজ্য - ফ্রান্স - জার্মানি - ইতালি - কানাডা ও - জাপান। - ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8। - এটি ১৯৭৫ সালে গঠিত হয়।
• ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে প্রণীত একটি শান্তি পরিকল্পনা ‘রোডম্যাপ’। • মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ এপ্রিল, ২০০৩ আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত এই শান্তি পরিকল্পনা পেশ করে। • জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সমন্বিতভাবে প্রস্তাবিত এ রোডম্যাপের খসড়া প্রস্তুত ও অনুমোদন করে।
- কন্ট্রা নিকারাগুয়ার বিদ্রোহী গ্রুপ। - দীর্ঘদিন ধরে এ গ্রুপটি দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছিল। - ১৯৮৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নিকট অস্ত্র বিক্রয়লব্ধ অর্থ দ্বারা কন্ট্রা বিদ্রোহীদের সাহায্য প্রদান করে। - যদিও কালক্রমে ঘটনাটি ফাঁস হয়ে যায়।
-খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউপ্রেটিস নদীর তীরে বর্তমান সময়ের ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। -মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল। এগুলাে হলো সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। -গ্রিসে গড়ে ওঠে গ্রিক সভ্যতা ও রোমে গড়ে ওঠে রোমান সভ্যতা।
- বিখ্যাত শিশুতোষ সিরিজ "Harry Potter"-এর লেখিকা হলেন J. K. Rowling। - এই সিরিজটি ব্রিটিশ লেখিকা J. K. Rowling (Joanne Kathleen Rowling) রচিত।
এই সিরিজে মোট সাতটি উপন্যাস রয়েছে: ১) Harry Potter and the Philosopher's Stone (হ্যারি পটার এবং দার্শনিকের পাথর) ২) Harry Potter and the Chamber of Secrets (হ্যারি পটার এবং রহস্যের কক্ষ) ৩) Harry Potter and the Prisoner of Azkaban (হ্যারি পটার এবং আজকাবানের বন্দী) ৪) Harry Potter and the Goblet of Fire (হ্যারি পটার এবং আগুনের পেয়ালা) ৫) Harry Potter and the Order of the Phoenix (হ্যারি পটার এবং ফিনিক্সের দল) ৬) Harry Potter and the Half-Blood Prince (হ্যারি পটার এবং অর্ধ-রক্ত রাজপুত্র) ৭) Harry Potter and the Deathly Hallows (হ্যারি পটার এবং মৃত্যুর হ্যালো)
- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার "টোকিও টাওয়ার" জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। - এটি মিনাটো ওয়ার্ডের শিনবাসিতে অবস্থিত। - ল্যান্ডমার্ক টাওয়ার 333 মিটার (1,093 ফুট) উঁচু। - এটি জাপানের দ্বিতীয় উচ্চতম কাঠামো। টাওয়ারটি টোকিও বে এবং শহরের দৃশ্য দেখার জন্য একটি জনপ্রিয় স্থান।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• MIGA এর পূর্ণরুপ Multilateral Investment Guarantee Agency. • উন্নয়নশীল দেশসমূহে বৈদেশিক বিনিয়োগ ওয়াশিংটন ডিসি। • উন্নয়নশীল দেশসমূহ বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করাই এ অঙ্গসংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য। • এটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা হিসেবে ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় । •এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়। - ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
- ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত। - এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। - প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো ঐকমত্যে পৌঁছে। - এই কারণে এই চুক্তির নাম ডেটন চুক্তি।
- ECA (Economic commission for Africa) এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। - এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। - এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা।
• বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় । • যথা: আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবংআন্তর্জাতিক আর্থ -সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি । • উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা 'মানবাধিকার চুক্তি' নামে পরিচিত।
- জেনেভা কনভেনশন চারটি চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল নিয়ে গঠিত, যা যুদ্ধে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়। - জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে। - মূলত ১৮৬৪, ১৯০৬, ১৯২৯ ও ১৯৪৯ সালের কনভেনশনগুলোর সমষ্টিকেই বলা হয় "১৯৪৯ এর জেনেভা কনভেনশনসমূহ" বা সাধারণভাবে "জেনেভা কনভেনশন"। - যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ 'চারটি রেডক্রস কনভেনশন' নামে অভিহিত।
- ফ্রান্স আমেরিকাকে পারস্পরিক যুদ্ধ বিরােধী প্রস্তাব নিয়ে আলােচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন বিদেশ সচিব ফ্রাঙ্ক কেলগ তা গ্রহণ করেন । - ফরাসি বিদেশমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিঁয়াকে তিনি জানান যে , অন্যান্য শক্তিকে নিয়ে একটি যুদ্ধ বিরতি চুক্তি রচনা করতে তিনি রাজি আছেন । - এরই ফলশ্রুতি হিসেবে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট প্যারিস শহরে ১৫ টি দেশের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন ।
- এই চুক্তিটিই কেলগ-ব্রিঁয়া চুক্তি বা প্যারিস চুক্তি বা প্যারিস প্যাক্ট নামে খ্যাত যার বিষয় হল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ নিষিদ্ধকরণ ।
- ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যে ৬২ টি ( মতান্তরে ৬৫ ) রাষ্ট্র এই চুক্তির অন্তর্ভুক্ত হয় ।
- সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী হাড়িয়াভাঙ্গা। - এই নদীর মোহনায় বঙ্গোপসাগরের একটি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ। - এই দ্বীপের ভারতীয় নাম নিউমুর বা পূর্বাশা। - ২০১০ সালে এটি বিলীন হয়ে যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ’ করলে দ্রুত বিচার আইনে তার বিচার হবে। • যেমন ভয়ভীতি প্রদর্শন করে বা বেআইনি বল প্রয়োগ করে কোনও ব্যক্তি সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা, সাহায্য বা অন্য কোনও নামে অর্থ বা মালামাল দাবি বা আদায় বা আদায়ের চেষ্টা করলে তা এ আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। • এছাড়া স্থল, রেল, জল বা আকাশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ইচ্ছের বিরুদ্ধে যানের গতি ভিন্নপথে পরিবর্তন করা, ইচ্ছাকৃত কোনও যানবাহনের ক্ষতি করা; ইচ্ছাকৃতভাবে সরকার, ব্যক্তি বা কোনও প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ভাঙচুর করাসহ ৯ ধরনের অপরাধের জন্য এই আইনের অধীনে সাজা দেওয়া যাবে।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।