বিসিএস ১১তম (100 টি প্রশ্ন )
- যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। 
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারে ৬.৭ কেজি।

(15÷15×15)/(15÷15এর 15)
= (1×15)/(15÷225)
= 15×225/15
= 225
ধরি ,স্ট্যাম্প আউট হল 'ক' জন
অতএব,কট   "        " ৩ক/২ জন

অতএব ,প্রশ্নানুসারে
ক+৩ক/২+৫=১০
বা, ২ক+৩ক+১০=২০
বা, ৫ক=১০
অতএব , ক =২

অতএব , কট আউট হল (৩×২)/২ জন =৩ জন
- বার্সালোনায় অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে।
- বার্লিনে অনুষ্ঠিত হয় ১৯৩৬ সালে।
- জুরিখ ও ব্রাসেলসে কখনও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি।
- ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও’তে এবং ২০২০ সালে অনুষ্ঠিত হয় জাপানের টোকিও’তে।
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সাভারের জিরানীতে অবস্থিত।
- ১৯৮৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় ও নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ রাখা হয়।
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি.মি.। এর মাধ্যে ভারত সংলগ্ন স্থল ও নৌ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারে সাথে রয়েছে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত।
- অন্যদিকে মোট জলসীমার পরিমাণ ৭১১ কিলোমিটার। সেই সাথে বঙ্গোপসাগর তীরবর্তী দেশ হওয়ায় এ দেশের ভূখণ্ডগত (রাজনৈতিক) সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কি.মি.) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কি.মি.) পর্যন্ত বিস্তৃত
এক নজরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান (২০২২)

মোট পরিবার/খানা- ৩,৫৫,৩৩,১৮০
মোট কৃষি পরিবার/খানা- ১,৬৫,৬২,৯৭৪
কৃষি বর্হিভূত পরিবার/খানা- ১,৮৯,৭০,২৬০
মোট আবাদযোগ্য জমি- ৮৮,২৯,২৬৬ হেক্টর
মোট সেচকৃত জমি- ৭৮,৭৮,৬৭৮ হেক্টর
আবাদযোগ্য পতিত- ৪,৩১,৩৮৬ হেক্টর
ফসলের নিবিড়তা (%)- ১৯৮%
এক ফসলি জমি- ২১,১০,৮০০ হেক্টর
দুই ফসলি জমি- ৪১,২৫,২৮৮ হেক্টর
তিন ফসলি জমি-১৮,৬৬,৭৮০ হেক্টর
চার ফসলি জমি- ২২,৬৬২ হেক্টর
নিট ফসলি জমি- ৮১,২৬,৩৪০ হেক্টর
মোট ফসলি জমি- ১,৬০,৫৬,৮১৬ হেক্টর
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১১. ৫২ (চলতি মুল্যে ২০২১-২২)
কৃষিতে নিয়োজিত জনশক্তি- ২,৪৬,৯৩,০০০

উৎসঃ কৃষি ডাইরি ২০২৩
তথ্যসূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। দো-আঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বাংলাদেশের ফরিদপুর জেলায় বেশি পাট উৎপন্ন হয়।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২২
প্রকাশ : মে ২০২৩
● উৎপাদনে শীর্ষ জেলা
● ধান - ময়মনসিংহ 
● মাছ - ময়মনসিংহ
● পাট - ফরিদপুর 
● পেঁয়াজ - ফরিদপুর
● তুলা - ঝিনাইদহ 
● গম - ঠাকুরগাঁও
● আলু - বগুড়া 
● চিংড়ি - সাতক্ষীরা
● কাঠাল - গাজীপুর 
● তামাক - কুষ্টিয়া
● আম- রাজশাহী 
● সয়াবিন- লক্ষ্মীপুর
● লিচু- দিনাজপুর

• ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত।
• এই বনভূমি গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত।
• এই ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা বনে শাল, শিমুল, অর্জুন, কড়ই, গজারি, বহেরা প্রভৃতি গাছ পাওয়া যায়।
• এর আয়তন ৪১০৩ বর্গ কিলোমিটার।
• সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- "Justice delayed is justice denied" (বিচার বিলম্বিত হলে বিচার প্রত্যাখ্যাত হয়) - এই বিখ্যাত উক্তিটি William Ewart Gladstone এর । 

- গ্ল্যাডস্টোন (১৮০৯-১৮৯৮) ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি চার বার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- তিনি তাঁর সময়ের একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।

- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'

• His other famous quotes are- 
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.


উপরোক্ত কবিদের মধ্যে শুধু সৈয়দ হামজা পুঁথি সাহিত্য রচনা করনে। তবে তিনি প্রথম আদি রচয়িতা নন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরীবুল্লাহ।
গুরুত্বপূর্ণ দিবস সমূহঃ

- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্ট
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
‘মিশুক’ ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের মাসকট। মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার।
কিছু গুরুত্তপুর্ণ স্থপতিঃ
- জাতীয় স্মৃতি সৌধ (সাভার) : মইনুল হোসেন
- মুজিবনগর স্মৃতিসৌধ (মেহেরপুর) : তানভীর কবির
- জাগ্রত চৌরঙ্গী(জয়দেবপুর) : আব্দুর রাজ্জাক
- অপরাজেয় বাংলা(ঢাবি) : আব্দুল্লাহ খালেদ
- স্বৌপার্জিত স্বাধীনতা(ঢাবি) : শামীম সিকদার
- মুক্ত বাংলা(ইবি) : রশিদ আহমদ
- সংশপ্তক (জাবি) : হামিদুজ্জামান
- সাবাস বাংলাদেশ(রাবি) : নিতুন কুন্ডু
- চেতনা ৭১(কুষ্টিয়া) : মো. মইনুল

-মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী--ইত্যাদি বেগম রোকেয়া রচিত গ্রন্থ।
-অবরোধ-বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। 
-বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। 
-এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।

- ‘নিষ্ঠা’ অর্থ একাগ্রতা, অনন্যচিত্ততা।
- ‘সততা’ অর্থ সত্যপরায়ণতা, সত্যনিষ্ঠা।
- ‘সংযম’ অর্থ নিয়ন্ত্রণ, দমন।
- ‘শিষ্টাচার’ অর্থ ভদ্রতা, সৌজন্য, সদাচার।
- বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সাল থেকে হরিপুর তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু হয়। তবে ১৯৯৪ সালে ক্ষেত্রটি থেকে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়।
- দ্বিতীয় তেলক্ষেত্র আবিষ্কৃত হয় মৌলভীবাজার জেলার বরমচাল।
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।
- পরমাণুকে ভাঙ্গলে ইলেকট্রন, প্রোট্রন ও নিউট্রন পাওয়া যায়। ‘অণু’ রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না।
- অণুকে ভাঙ্গলে পরমাণু পাওয়া যায়।
- জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।
- এ শহরটি এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত।
- বর্তমানে শহরটি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।
- ধর্মীয় কারণে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এই তিন জাতির নিকট জেরুজালেম শহরটি পবিত্রভূমি হিসেবে গণ্য।
১০০ টাকায় কমে ১২ টাকা
১ টাকায় কমে ১২/১০০ টাকা
৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০
= ৭২০ টাকা

১ কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম ৭২০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

• খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও সক্রিয় কর্মী আবুল মনসুর আহমদ রচিত স্মৃতিকথামূলক রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯)। বইটিতে খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

তাঁর রচিত উপন্যাস:
- 'সত্যমিথ্যা' (১৯৫৩),
- 'জীবনক্ষুধা' (১৯৫৫),
- ‘আবে হায়াত' (১৯৬৮);

গল্পগ্রন্থ:
- 'আয়না' (১৯৩৫),
- 'ফুড কনফারেন্স' (১৯৪৪),
- ‘আসমানী পর্দা' (১৯৬৪)।


- প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার (প্রশাসনিক) রাজধানী।
- নামিবিয়ার রাজধানী উইন্ডহুক।
- কারাভু ও কোটাভি নামে বিশ্বে কোনো রাজধানী নেই।
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুসারে, 
- বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আম উৎপাদনে শীর্ষ জেলা রাজশাহী।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নিশ্চিত দেখে পাকবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে। তাই তাদের স্মরণে ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়। এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী এবং অন্যান্য ২ জন।

Source: Banglapedia
- এডেন সমুদ্র বন্দরটি ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং এটি দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত।
- এটি একটি প্রাকৃতিক পোতাশ্রয় এবং ইয়েমেনের অস্থায়ী রাজধানী হিসেবেও পরিচিত।
- এডেন বন্দরটি লোহিত সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- যদিও এডেন শহরে প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে, তবে এর বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

Honorary (মানবদ্ধ, বিনা বেতনে প্রদত্ত) এর antonym হচ্ছে Salaried (বেতনভুক্ত)।

অন্যদিকে, 
Official - সরকারি/আধিকারিক;
Honorable - সম্মানজনক;
Literary - সাহিত্যসংক্রান্ত।


"Incite" শব্দের অর্থ কাউকে কোনো কাজ করার জন্য উত্তেজিত করা বা প্ররোচিত করা। এটি সাধারণত কোনো ব্যক্তিকে কোনো বিশেষ কাজ করার জন্য উৎসাহিত করার প্রক্রিয়াকে বোঝায়, বিশেষত যদি সেই কাজটি বিদ্রোহ, বিরোধ, বা অন্য কোনো আক্রমণাত্মক ক্রিয়াকলাপ হয়। "Instigate" শব্দের অর্থও প্রায় একই, যা কাউকে কোনো কাজে উদ্বুদ্ধ করা বা প্ররোচনা দেওয়া। অতএব, "Incite" এর সমার্থক হিসেবে "Instigate" শব্দটি সঠিক।

"Permit" মানে অনুমতি দেওয়া, "Deceive" মানে প্রতারণা করা, এবং "Urge" মানে জোরালোভাবে অনুরোধ করা বা উৎসাহিত করা; যদিও "Urge" কিছু পরিস্থিতিতে "Incite" এর সাথে সামাঞ্জস্যপূর্ণ হতে পারে, "Instigate" সবচেয়ে নিকটতম সমার্থক হিসাবে গণ্য করা হয় কারণ এর অর্থ প্ররোচনার সাথে সরাসরি মিলে যায়।
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।
● তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে।
- বড়দিদি (১৯১৩),
- পল্লীসমাজ (১৯১৬),
- দেবদাস (১৯১৭),
- চরিত্রহীন (১৯১৭),
- শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩),
- দত্তা (১৯১৮),
- গৃহদাহ (১৯২০),
- পথের দাবী (১৯২৬),
- পরিণীতা (১৯১৪),
- শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।

● বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত।
● রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, অভয়া-- চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

দুধ ৫x এবং পানি আছে ২x 

বা, দুধ = পানি + ৬ লিটার 

বা, ৫x =২x+ ৬ লিটার 

বা, x = ২ লিটার। 

পানি আছে ৪ লিটার।

অন্যভাবে,
ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্নমতে
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২×২ = ৪ লিটার


ধরি রাজশাহীর দূরত্ব=m km 

∴ক এর সময় লাগে= m/১০ ঘন্টা=৬০m/১০ মিনিট=৬m মিনিট। 

খ এর সময় লাগে = m/15 ঘন্টা = ৬০m/১৫ মিনিট=৪m মিনিট। 

সময় ব্যাবধান= ১০.১০−৯.৪০=৩০ মিনিট 

∴৬m−৩০=৪m বা,২m=৩০

 ∴m=১৫ কি.মি. অর্থাৎ,রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব ১৫ কি.মি.


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন

দৈর্ঘ্য ৪৮ মিটার

অতএব, বিস্তার ১৬ মিটার

সুতরাং পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

                    = ২ (৪৮+১৬) = ১২৮ মিটার


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0