ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
A দৌলত উজির বাহরাম খান
B মাগন ঠাকুর
C আলাওল
D শাহ মুহম্মদ সগীর
Solution
Correct Answer: Option D
• মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যানগুলোর অন্যতম ‘ইউসুফ-জোলেখা’র কাহিনী।
• ইউসুফ-জোলেখার যেসব পুঁথি পাওয়া গেছে তার মধ্যে কবি শাহ মুহম্মদ সগীর প্রণীত ‘ইউসুফ-জোলেখা’ অন্যতম।