বিসিএস ৩৬ তম (199 টি প্রশ্ন )


- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন।
- ছয় দফার প্রথম দফা বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন।
- ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন।
-প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র।
-যা পুণ্ড্রবর্ধন নামে ও পরিচিত ছিল।
-বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
-বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।
-পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর।
"Made of" সাধারণত কোনো কিছু তৈরি করতে ব্যবহৃত প্রধান উপাদান নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই টেবিল কাঠের তৈরি"। কাঠ হলো টেবিলের প্রধান উপাদান।

"Made from" কোনো কিছু তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদান বা কাঁচামাল নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "কাগজ কাঠ, জল, এবং রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়"। কাগজ তৈরির জন্য কাঠের সাথে অন্যান্য উপাদানও লাগে।

"Made by" কোনো কিছু তৈরি করা ব্যক্তি বা সত্তাকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই চিত্রকর্মটি রেমব্রান্ড দ্বারা তৈরি"। রেমব্রান্ড হলেন এই চিত্রকর্মটি তৈরি করা শিল্পী।

"Made on" কোনো কিছু তৈরির জন্য ব্যবহৃত পৃষ্ঠ বা মাধ্যমকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, "এই চিত্রটি ক্যানভাসে আঁকা হয়েছে"। ক্যানভাস হলো চিত্রটি আঁকার জন্য ব্যবহৃত মাধ্যম।
কোন বাক্যে yesterday, ago, since, last nigh/ last month, long ago ইত্যাদি অতীত নির্দেশক শব্দ বা phrase থাকলে তা past indefinite- এ হয়।
- 'ঘরে বাইরে' (১৯১৬) রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম উপনাস।
- ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। এর উল্লেখযােগ্য চরিত্র- নিখিলেশ, বিমলা ও সন্দীপ।
- ‘সীতারাম’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সর্বশেষ উপন্যাস।
- সীতারাম একটি ঐতিহাসিক চরিত্র।
- উপন্যাসে ঐতিহাসিক কিছু ঘটনাও আছে। ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা এবং বিপর্যস্ত ব্যক্তি চরিত্রের সমাবেশ ঘটেছে এ উপন্যাসে।
- তার আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারামকে ত্রয়ী উপন্যাস বলা হয়।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’,
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ এবং
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র অঙ্কিত হয়েছে।
জ্ঞ = জ + ঞ
'জ্ঞ' যুক্ত শব্দের উদাহরণ- জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• Venerate - অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা ।
• defame - নিন্দা করা
• abuse - গালি দেয়া
• respect - সম্মান করা
• accuse - দোষারোপ করা ।

সুতরাং, venerate - এর অর্থ হচ্ছে respect ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন ।
- W.B. Yeats এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনূদিত কাব্যগ্রন্থটির অর্থাৎ 'Song Offerings' এর Introduction টিও তিনি লিখেন । এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য ।

'Man is political animal' quotation টি Aristotle -এর 'Politics' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে । 

Aristotle (আরিস্তোতল) ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক ও বিজ্ঞানী। তিনি Plato-র শিষ্য এবং Alexander the Great-এর শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে, যেমন রাজনীতি, নীতিশাস্ত্র, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কবিতা, নাটক, লজিক ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


Aristotle কেন ‘Man is a political animal’ বলেছিলেন?
Aristotle বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। তিনি মনে করতেন, মানুষ একাকী বসবাস করতে পারে না এবং সুখী ও সফল জীবনযাপনের জন্য তাদের সমাজের অংশ হতে হবে। তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মনে করতেন। তার মতে, রাষ্ট্র মানুষের স্বাভাবিক চাহিদা পূরণ করে এবং তাদের নৈতিক ও বুদ্ধিগত বিকাশ ঘটায়।
subject. Subject-verb agreement-এর নিয়ম অনুসারে, দুটি noun, and দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে, তবে verbটি singular হয় । এজন্য শূন্যস্থানে 'wins' হবে ।

• 'Child is the father of man' হচ্ছে William Wordsworth -এর লেখা 'My Heart Leaps up When I Behold' নামক কবিতার একটি লাইন । 
- William Wordsworth  হলেন Romantic যুগের একজন কবি ও সাহিত্যিক
- তাকে Poet of Nature, Lake Poet, The Founder of Romantic Era বলা হত ।
- তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে একটি হল Ode to Duty.এছাড়াও তার আরও কবিতা হল -Ode: Intimations of Immortality ,The Solitary Reaper, Tintern Abbey, To The Cuckoo etc


- Oxford Dictionary অনুযায়ী, number শব্দটি একাধারে noun এবং verb বলে সঠিক উত্তর number হবে । 
- enumerate শব্দটিও verb যার পৃথক noun form রয়েছে, যেমন enumeration ।

সুতরাং number (n)- এর শব্দজাত verb হচ্ছে number (v) আর enumerate, number -এর শব্দজাত verb নয় বরং এটি number -এর Synonym যার অর্থ গণনা করা । 


• transitory=ক্ষণস্থায়ী
• temporary=অস্থায়ী
• permanent=স্থায়ী
• transparent=স্বচ্ছ
• short-lived=স্বল্পস্থায়ী

Perfect Continuous Tense -এ point of time অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে since বসে । যেমনঃ Since 2004, since morning ইত্যাদি । 


Charles Dickens তার প্রায় সব উপন্যাসেই London -কে ঘিরে কাহিনী রচনা করেছেন । যেমনঃ A Tale of Two Cities -এ তিনি London ও Paris নিয়ে ব্যাপক আলোচনা করেছেন । এছাড়া তার The Pickwick papers, 'Oliver Twist', David Copperfield', Great Expectations' প্রভৃতি novel -এ তিনি কোনো না কোনো ভাবে London -এর একটি setting তৈরি করেছেন । 


Climax হচ্ছে কোনো নাটক না গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয় । সুতরাং Climax happens at the height of a plot । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• William Butler Yeats ছিলেন একজন Irish poet, dramatist এবং critic ।
• তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে- The Second Coming, Wild Swans at Cole, A Prayer for my Daughter এবং The Lake Isle of Innisfree ইত্যাদি ।
• Charles Dickens -Victorian Age -এর, James Joyce-Modern Age -এর এবং Jane Austen-Romantic Age -এর Novelist বা ঔপন্যাসিক ছিলেন । 
To do away with অর্থ কোনো কিছু বন্ধ করা, ত্যাগ করা, ধ্বংস করা।
Option গুলোর মধ্যে:
- to repeat– পুনরাবৃত্তি করা;
- to start– শুরু করা;
- to get rid of – মুক্ত করা বা হওয়া, ত্যাগ করা, ধ্বংস করা এবং
- to drive off–তাড়িয়ে দেওয়া, শুরু করা (গল্ফ খেলা)।
সুতরাং to do away with-এর meaning হচ্ছে to get rid of।
কোন account থেকে টাকা ধার নেওয়া অর্থে credit তাই এর পর সর্বদা to বসে। Credit to

উদাহরণস্বরূপ:
- "The company credited my account with $100." (এই বাক্যে "with" ব্যবহার করে পরিমাণ নির্দেশ করা হয়েছে।)
- "They credited the customer for the returned item." (এই বাক্যে "for" ব্যবহার করে কারণ নির্দেশ করা হয়েছে।)
If যুক্ত sentence এর 1st/last অংশ past perfect হলে if এর পরের অংশ ১ম অংশ would have/ Could have/ night have + past participle of verb হয়।
১৭৯৮-১৮৩২ পর্যন্ত সময়কালকে Romantic Period বলা হয়।
কয়েকজন বিখ্যাত writer হচ্ছে:
- S.T. Coleridge,
- William Wordsworth,
- P.B. Shelly,
- John Keats,
- Lord Byron,
- Jane Austen,
- William Blake,
- Charles Lamb,
- Sir Walter Scott প্রমুখ।
Alfred Lord Tennyson হলেন Victorian কবি;
Alexander Pope এবং John Dryden হলেন Noe-classical poets.
- Candida নাটকটির রচয়িতা হলেন George Bernard Shaw (G.B Shaw) George Bernard Shaw (G.B Shaw)একজন আইরিশ নাট্যকার, সমালোচক, বিসংবাদী এবং রাজনৈতিক কর্মী।
- তিনি Modern period এর নাট্যকার
Initiative (প্রথম পদক্ষেপ): এটি একটি নতুন কিছু শুরু করার ইচ্ছা এবং কাজ করার প্রবৃত্তি। উদাহরণস্বরূপ, একটি নতুন প্রকল্প শুরু করা, সমস্যা সমাধানের জন্য নতুন পদ্ধতি ইত্যাদি।
Apathy (অনাগ্রহ): এটি কোন কিছু নিয়ে আগ্রহ না থাকা বা উদ্যম না দেখানো। উদাহরণস্বরূপ, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণ না করা, নিজের দায়িত্ব পালনে আগ্রহ না দেখানো ইত্যাদি।

অন্যান্য অপশনের সাথে 'Initiative' এর তুলনা করা যাক:
Indolence (আলসেমি): এটি কাজ করতে না চাওয়ার প্রবৃত্তি। যদিও 'Indolence' এর সাথে 'Initiative' এর কিছুটা মিল আছে, তবে 'Indolence' শুধু কাজ না করার কথা বলে, আর 'Initiative' কোনো কিছু শুরু না করার কথা বলে।

Enterprise (উদ্যোগ): এটি নতুন কিছু শুরু করার ইচ্ছা এবং ঝুঁকি নেওয়ার সাহস। 'Initiative' এর সাথে 'Enterprise' এর মিল আছে, কিন্তু 'Enterprise' সাধারণত বড় ধরনের প্রকল্প বা উদ্যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Activity (কার্যকলাপ): এটি কর্মকাণ্ড বা কাজ করা। 'Initiative' এর সাথে 'Activity' এর মিল আছে, কিন্তু 'Activity' শুধু কাজ করা বোঝায়, আর 'Initiative' কোনো নতুন কিছু শুরু করার ইচ্ছা বোঝায়।
ইতালির ভেনিস নগরীর Shylock নামে একজন Jewish (ইহুদি) merchant (money lender)-এর উপর ভিত্তি করে Shakespeare ‘The Merchant of Venice’ comedy-টি লেখেন।
• E. M. Forster ১৯২৪ সালে ‘A Passage to India’ উপন্যাসটি লেখেন।
• British Raj এবং ১৯২০ সালে Indian Independence Movement-এর উপর ভিত্তি করে এ উপন্যাসটি লেখা হয়।
ইংরেজি সাহিত্যে poet of nature বলা হয় William Wordsworth-কে। প্রকৃতিকে উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• 'Preface to Lyrical Ballads' এর প্রকাশনার মধ্যে দিয়ে Romantic Age শুরু হয়।
• S.T. Coleridge এবং W. Wordsworth সম্মিলিতভাবে ১৭৯৮ সালে এটি প্রকাশ করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0