নিচের কোনটি মেলানেশিয়ার অন্তর্গত স্বাধীন দেশ নয়?

A ফিজি

B পূর্ব তিমুর

C পাপুয়া নিউ গিনি

D সোলোমন দ্বীপপুঞ্জ

Solution

Correct Answer: Option B

- মেলানেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি উপ-অঞ্চল, যা দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই অঞ্চলে মোট চারটি স্বাধীন দেশ রয়েছে, যেগুলো হলো:
- পাপুয়া নিউ গিনি
- ফিজি
- ভানুয়াতু
- সলোমন দ্বীপপুঞ্জ


- এই চারটি দেশ মেলানেশিয়ার মূল স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions