- চল্লিশের দশকের কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ‘ক্রান্তি’ পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
- ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক বিষ্ণু দে।
∎ গুরুত্তপূর্ণ পত্রিকার সম্পাদকঃ
- সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক : নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা : শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
- কাজী নজরুলের পত্রিকা : ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
- সওগাত পত্রিকার সম্পাদক : মোহাম্মদ নাসিরউদ্দিন
- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক : বঙ্কিম ( ১৮৭২)
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক : অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)