বিসিএস ৩১ তম (100 টি প্রশ্ন )
- বাংলাদেশের সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়।
- ১৩৮(২) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য নিয়োগ দেওয়া হয়।
- ১৪০ নং অনুচ্ছেদ : সরকারি কর্ম কমিশনের দায়িত্ব।
- অব্যয় পদ পূর্বে থেকে যে সমাস হয় এবং যাতে পূর্ব পদের অর্থেরই প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- যেমনঃ আত্মাকে অধি (অধিকার করিয়া) = অধ্যাত্ম। ঈষৎ (আ): ঈষৎ নত = আনত ঈষৎ, রক্তিম = আরক্তিম।
- গম্ভীরা বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা।
- বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে।
- গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়।
- এটি বর্ণনামূলক গান।
- চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়।
- ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে।
- শিবের এক নাম 'গম্ভীর', তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।
- গম্ভীরা উৎসবের সঙ্গে এ সঙ্গীতের ব্যবহারের পেছনে জাতিগত ও পরিবেশগত প্রভাব রয়েছে।
- স্থানীয় অধিবাসীদের কাছে সুমোয় নামে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হাজার হ্রদের দেশ।
- নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। এছাড়া নরওয়েকে ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয়।
- জাপানের ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ ও ভূমিকম্পের দেশ। ১৯,১৯,৪৪০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়া ।
-কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে   কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
-১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন ।
-ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ।
-৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ।
In contrast to একটি prepositional phrase. এখানে "In contrast to" ব্যবহার করার মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বা বিরোধিতা প্রকাশ করা হয়। ইংরেজি গ্রামারে, "in contrast to" ফ্রেজটি দুইটি বস্তু, ধারণা, বা ঘটনার মধ্যে তুলনা করে যেখানে একটির সাথে অন্যটির প্রতিকূলতা বা ভিন্নতা দেখানো হয়। "In contrast of", "In contrast by", এবং "In contrast as" ব্যবহার করে এই অর্থ প্রকাশ করা সঠিক নয়। তাই সঠিক ব্যবহার হলো "in contrast to" যা দুইটি বিষয়ের মধ্যে তার পার্থক্য বা বিপরীত দিকটি বোঝায়।
By fits and starts- অনিয়মিতভাবে,irregularly; at irregular intervals. এটি একটি Idiom । তাই শূন্যস্থানে fits বসবে।
To end in smoke ( ব্যর্থতায় পর্যবসিত হওয়া) 'idiom-টির অর্থ- come to nothing.
- কোষের নিউক্লিয়াসে বিদ্যমান অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরন প্রভৃতি কাজে অংশ নেয় তাকে ক্রোমোসোম বলে।
- ক্রোমোসোম অর্থ হলো রঞ্জিত বা রংধারনারী দেহ।
- প্রতিটি কোষে অবস্থিত তন্তময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তা ক্রোমোজোম।
- মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়।
- বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রদত্ত অপশন গুলোর লবগুলোর ল.সা.গু.


- হীরকের বিভিন্ন ধারগুলো এমনভাবে কাটা থাকে যে, তার কোনো এক পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি ভেতরে প্রবেশ করলে প্রতিসরাঙ্ক (২.৪২) বেশি হওয়ার কারণে বেশ কয়েকটি পৃষ্ঠে তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং দু একটি পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি ভেতর থেকে বের হয়ে যায়।
- হীরকে প্রবিষ্ট আলোকরশ্মি এই বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই তা এত উজ্জ্বল দেখায়।
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত।
- দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্যসবচেয়ে কম।
- অনেক প্রজাতির প্রাণির চোখ মানুষের চোখে দৃশ্যমান বর্নালী ছাড়া ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সংবেদনশীল হয়।
- যেমন মৌমাছির মত অনেক কীটপতঙ্গ অতিবেগুনী আলোতে দেখতে পায় যা ফুলের মধু আহরণে তাদেরকে সহায়তা করে।
- পাখিরাও অতিবেগুনী আলোতে (৩০০-৪০০ ন্যানোমিটার) দেখতে পায়।
- কিছু কিছু পাখির যৌন নির্ভর চিহ্ন শুধুমাত্র অতিবেগুনী আলোতে দেখা যায় ।

- অপটিক্যাল ফাইবার (Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়।
- ফাইবার অপটিকস ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে।
- অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দুরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়।
- অপটিক্যাল ফাইবারের আরো অনেক সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো- এই ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়, তড়িৎ-চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত ইত্যাদি।
- অপটিক্যাল ফাইবার সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে।
- এছাড়া আলোকসজ্জা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজেও বর্তমানে ব্যবহৃত হচ্ছে।


- বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার।
- অপরদিকে বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা বা উপস্থাপন করেন স্টিফেন হকিং।
- পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time's গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।

কাজের একক--- জুল
বলের একক ---ডাইন


Omnipotent– সর্বশক্তিমান;
feeble– দুর্বল;
supreme– সর্বোচ্চ; পরম;
impotent– অক্ষম; অসমর্থ;
vulnerable–অরক্ষিত।
এখানে Supreme, Omnipotent–এর অর্থ প্রকাশ করে।
repeal = প্রত্যাহার করা, নাকচ করা , বাতিল করা।
enact = আইনে পরিণত করা।
abolish = বাতিল করা, উচ্ছেদ করা.
annul = নাকচ বা নিশ্চিহ্ন করা, রদ বা রহিত করা.
jnullify = নাকচ করা, বাতিল করা, রদ করা.
এখানে repeal এর opposite হচ্ছে enact. অন্য word-গুলো হচ্ছে synonyms.

Example:
The city council voted to repeal the outdated noise ordinance.-সিটি কাউন্সিল পুরানো অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছে।
Equity– ন্যায়পরায়ণতা;
Uprightness– অকপটতা;
Justice– ন্যায়পরায়ণতা;
Integrity– সাধুতা;
Bias পক্ষপাত।
এখানে Bias হচ্ছে equity- এর Opposite.

"Eulogy" হচ্ছে এমন একটি লেখা বা ভাষণ যা কোনো ব্যক্তির উচ্চ প্রশংসা প্রকাশ করে। ইংরেজি গ্রামার ও শব্দভান্ডারে, "eulogy" শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো মরহুম ব্যক্তির জীবন ও কীর্তির উপর উচ্চ প্রশংসামূলক মন্তব্য করা হয়।

"A) elegy" একটি শোকগাথা যা কারো মৃত্যুতে লেখা হয়, কিন্তু এটি সরাসরি প্রশংসা প্রকাশের ধরণের নয়।
"C) caricature" মানে কোনো ব্যক্তির বা বিষয়ের অতিরঞ্জিত বা ব্যঙ্গাত্মক অঙ্কন, যা প্রশংসা প্রকাশ নয়।
"D) exaggeration" হলো অতিরঞ্জন, যা কোনো বিষয় বা ব্যক্তির গুণাবলী বা বৈশিষ্ট্যকে বাস্তবের চেয়ে বেশি বলে দেখানো; তবে এটি সবসময় প্রশংসা মূলক নয়।

তাই, একজন ব্যক্তির উচ্চ প্রশংসা প্রকাশের জন্য "eulogy" শব্দটি সঠিক


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Unsubtle -অসূক্ষ্মাদর্শী, অসুবেদী'
imprudent -অবিচক্ষণ,
diplomatic - কুশলী,
impolite -অভদ্র; অমার্জিত।
এখানে diplomatic -ছাড়া অন্য word গুলো negative .
তাছাড়া diplomatic -এর অর্থই এখানে অধিক সঙ্গতিপূর্ণ।
সঠিক উত্তর (গ)।
Since-এর পূর্বে past indefinite tense হলে। since-এর পরে past perfect tense হয়। Until ও let alone এখানে সঙ্গতিপূর্ণ নয়। As if unreal past প্রকাশে ব্যবহৃত হয়।

এই বাক্যটি গ্রামাটিকাল ভুলের জন্য ভুল বলা হয়েছে। "Belong" একটি অকর্মক ক্রিয়া (intransitive verb), যার অর্থ হলো এটি কোনো বস্তু বা ব্যক্তির সাথে স্বাভাবিকভাবে যুক্ত থাকে বা কোনো কিছুর মালিকানা থাকে, এবং এটি সরাসরি কোনো বস্তুকে গ্রহণ করে না। তাই, "is belonged" ব্যবহার করা সঠিক নয়। সঠিক বাক্য হবে: "The land belongs to an old lady"।

বাকি বাক্যগুলি গ্রামাটিকালি সঠিক:

B) "They parted from one another suddenly" এখানে বুঝানো হয়েছে যে তারা হঠাৎ করে একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছিল।
C) "The leader expressed himself forcibly" মানে নেতা নিজেকে জোরালোভাবে প্রকাশ করেছেন।
D) "Mother bought me an ice-cream" বোঝায় মা আমার জন্য একটি আইসক্রিম কিনেছেন।
- His failure resulted for lack of attention- বাক্যটিতে ভুল আছে।
- result Verb হিসেবে ব্যবহৃত হয় from ও in এই দুটি Preposition ব্যবহৃত হয়।
- Result from কারণ বর্ণনায় ব্যবহৃত হয়।
- "Resultion" বা "Resolution" শব্দটি ফলাফল বর্ণনায় ব্যবহৃত হয়।
- যেহেতু এই বাক্যে কারণ বর্ণিত হয়েছে, তাই from বসবে।
সঠিক বাক্য: His failure resulted from back of attention অন্যভাবে, Lack of attention resulted in his failure.
এখানে correct spelling হচ্ছে Voluntary (স্বেচ্ছাপ্রণোদিত) ।
Accelerate অর্থ দ্রুততর করা, গতি বৃদ্ধি করা।
Tsunami ( সামুদ্রিক জলোচ্ছ্বাস )
Introduce somebody to something– কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানো। আর ব্যক্তির সঙ্গে হলে to হত।
- কার্ল মার্ক্স একজন প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
- জীবিত অবস্থায় সেভাবে পরিচিত না হলেও মৃত্যুর পর সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেন।
- বিংশ শতাব্দীতে সমগ্র মানব সভ্যতা মার্ক্সের তত্ত্ব দ্বারা প্রবলভাবে আলোড়িত হয়।
- সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতনের পর এ তত্ত্বের জনপ্রিয়তা কমে গেলেও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে।
- তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। 'ডাস ক্যাপিটাল' তার রচিত কালজয়ী গ্রন্থ।
- মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স আর্থিক সহায়তা করে। ফলে ফ্রান্সের রাষ্ট্রীয় কোষাগার অনেকটা শূন্য হয়ে পড়ে।
- তৎকালীন ফ্রান্স ছিল একটি সামন্তবাদী দেশ। তৎকালীন ফরাসী ষোড়শ লুই সামন্তবাদীদের থেকে প্রচুর ঋণ নেয়।
- এক পর্যায়ে সামন্তবাদীরা সম্রাটের কাছে রাজ্যর বিভিন্ন অংশ দাবী করে। রাজা তা দিতে অস্বীকায় করলে সামন্তবাদীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে।
- ধনীদের পক্ষে এ বিপ্লবে নেতৃত্ব দেয় রোবসপিয়ার ।
- ১৪ জুলাই ১৭৮৯ বাস্তিল দূর্গের পতন হয়। এবং লুই সপরিবারে আটক হয়। 
- ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
- এ বিপ্লবের শুরুতে মাত্র ২০ বছর বয়সে যোগদেন নেপোলিয়ন বোনাপার্ট। এজন্য তাঁকে ফরাসী বিপ্লবের শিশু বলা হয়।
- ১৭৯৯ সালে ত্রিশ বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেন।
- এ বিপ্লবে জ্যা জ্যাক রুশো ও ভলতেয়ায়ের লেখনি অনুপ্রেরণা দেয়।
- ফরাসী বিপ্লবের স্লোগান ছিলো ‘সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা'।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0