বিসিএস ২২ তম (99 টি প্রশ্ন )
- পদ বা পদাবলী বলতে বুঝায়- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
- সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- বিদ্যাপতি (অপশনে “জয়দেব” না থাকলেই কেবল বিদ্যাপতি হবে, কিন্তু জয়দেব থাকলে অবশ্যই জয়দেব উত্তর হবে)।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- চণ্ডীদাস (অপশনে যাই থাকুকনা কেন “বাংলা ভাষায়” কথাটি উল্লেখ থাকলে উত্তর হবে চণ্ডীদাস)।
- প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি।
৩০ বছর মেয়াদী গঙ্গা নদীর অবাধ পানির প্রবাহ পাবার লক্ষ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।
বৈশ্বিক নারী নিরাপত্তা সূচক (Global Women's Security Index) নারীদের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা বিশ্লেষণ করে তাদের অবস্থান নির্ধারণ করে।
২০২৫ সালের সূচক অনুযায়ী:
১ম স্থানে: ডেনমার্ক
২য় স্থানে: সুইজারল্যান্ড
৩য় স্থানে: সুইডেন
সর্বনিম্ন স্থানে রয়েছে- আফগানিস্থান
বাংলাদেশের স্থান:১৩১ 

সূত্র- GIWPS 

- যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়।
- যেমন: 36S, 37Cl, 38Ar, 39K এরা পরস্পরের আইসোটোন।
- কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 20 কিন্তু এদের ভর সংখ্যা তথা প্রোটন সংখ্যা অসমান।


• বঙ্গভঙ্গ রদ হলে ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং
• এজন্য ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।
• ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন।
• কলকাতার হিন্দুদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়।

- ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
- আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।


। সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
। ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
। সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
। ম্যানােমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
। ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
। ক্রোনােমিটার - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র।
। জাইরাে কম্পাস - জাহাজের দিক নির্ণয়ের যন্ত্র।
। এনিমোমিটার - বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র।

একমাত্র গণিতে পাস করেছে (৮০ - ৬০)% = ২০%

একমাত্র বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)% = ১০%

মোট পাস = (৬০ + ২০ + ১০)% = ৯০%

উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%


- বিশিষ্ট লেখক, সমাজ সংস্কারক ও শিক্ষবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১ খ্রি.) রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম 'সংস্কৃত ব্যাকরণের উপক্রমাণিকা' ও ‘ব্যাকরণ কৌমুদী’ (১ম, ২য়, ৩য় ও ৪র্থ ভাগ)।
- ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯ খ্রি.) রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম 'বাংলা ব্যাকরণ'।
- শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬-১৯৮২ খ্রি.) রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ মঞ্জরী'।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এখানে সঠিক উত্তর হলো A) for- with। "He has paid the penalty for his crimes with five years in prison" বাক্যটি দুটি প্রধান ইংরেজি গ্রামার শর্ত অনুসরণ করে।

প্রথমত, "paid for" ব্যবহার হয় যখন কেউ কোনো কিছুর জন্য মূল্য পরিশোধ করে, এটি অর্থনৈতিক লেনদেনের পাশাপাশি পুরস্কার বা শাস্তির প্রেক্ষাপটেও প্রযোজ্য হতে পারে। এখানে, "for his crimes" ব্যবহারের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ব্যক্তিটি তার অপরাধের জন্য শাস্তি হিসেবে মূল্য পরিশোধ করেছে।

দ্বিতীয়ত, "with five years in prison" ব্যবহারের মাধ্যমে শাস্তির পরিমাণ এবং ধরণ নির্দেশ করা হচ্ছে। "With" এখানে ব্যবহৃত হচ্ছে কারাদণ্ডের সময়কাল নির্দেশ করতে, যা এই ক্ষেত্রে পাঁচ বছর।

সংক্ষেপে, "for" অপরাধের জন্য দেওয়া শাস্তির কারণকে এবং "with" শাস্তির মাত্রা বা পরিমাণকে নির্দেশ করে।


- বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি সোনারগাঁয়ে অবস্থিত ।
- এটি রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। - সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি'র বিশেষ সম্মেলনে সদস্যপদ লাভ কর।
- OIC প্রতিষ্ঠিত হয় ২১ আগষ্ট ১৯৬৯ সালে।
- এর সদর দপ্তর জেদ্দা (সৌদি আরব) ।
- স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত দুবার সদস্যপদ লাভ করে।
- প্রথমবার সদস্যপদ লাভ করে ১০ নভেম্বর, ১৯৭৮ (১৯৭৯-৮০ মেয়াদে) এবং দ্বিতীয়বার ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।
- আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই, ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি, ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর, ১৯৭৩
- কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর, ১৯৭৩ ।
- উল্লেখ্য, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর, ১৯৭১)।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- উল্লেখ্য, এ সময় পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীর প্রধান জেনারেল এ কে নিয়াজির সাথে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন তৎকালীন ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম মুজিব নগর সরকার গঠিত হয় ।
- ঐদিনই আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় ।-
- সপ্তম তফসিলে যোগ করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র।

দ্রব্যটির ক্রয়মূল্য (৩৮০+২০) = ৪০০ টাকা
৪০০ টাকা ক্ষতি হয় ২০ টাকা 
১     টাকা ক্ষতি হয় ২০/৪০০ " 
১০০ টাকা ক্ষতি হয় ২০×(১০০/৪০০) = ৫ টাকা 

∴ নির্ণেয় মান ৫%


- মার্লবোরো হাউজ লন্ডনে অবস্থিত।
- মার্লবোরো হাউজের অপর নাম পলমল।
- অন্যদিকে হোয়াইট হাউজ ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসবভন এবং বাকিংহাম প্রাসাদ লন্ডনে অবস্থিত ইংল্যান্ডের রানীর বাসভবন।
পদ বা পদাবলী বলতে বুঝায়- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
- সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- বিদ্যাপতি (অপশনে “জয়দেব” না থাকলেই কেবল বিদ্যাপতি হবে, কিন্তু জয়দেব থাকলে অবশ্যই জয়দেব উত্তর হবে)।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- চণ্ডীদাস (অপশনে যাই থাকুকনা কেন “বাংলা ভাষায়” কথাটি উল্লেখ থাকলে উত্তর হবে চণ্ডীদাস)।
- প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা (গল্প) 'বাউণ্ডেলের আত্মকাহিনী' মাসিক 'সওগাত' পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দের (১৯১৯ খ্রি.) জ্যৈষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
- তার রচিত প্রথম কবিতা 'মুক্তি' প্রথম প্রকাশিত হয় 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র শ্রাবণ সংখ্যায় ১৩২৬ বঙ্গাব্দে।
- চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের (১৯১৮-১৯৭৪ খ্রি.) প্রথম কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
- তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'সিরাজাম মুনীরা' (১৯৫২), 'নৌফেল ও হাতেম' (কাব্যনাট্য, ১৯৬১), 'মুহূর্তের কবিতা' (সনেট সংকলন, ১৯৬৩), 'হাতেমতায়ী' (কাহিনী কাব্য, ১৯৬৬) ইত্যাদি।
- ‘অপলাপ’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত, যার শাব্দিক অর্থ সত্য অস্বীকার, গোপন বা মিথ্যা উক্তি।
- তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
রাধা-কৃষ্ণের জীবন অবলম্বন করে যে ধারাটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেটা হলো পদাবলী বা পদাবলী কাব্য।
- প্রশ্নে উল্লিখিত চারজনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই পদাবলী রচনা করেছেন। যার নাম ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, যা তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন। বৈষ্ণব পদাবলীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এটি রচনা করেন।
- পদাবলীর প্রধান কবিদের মধ্যে রয়েছেন- বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ।
• বাক্যে past tense -এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে।
• নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে past perfect tense আর পরেরটি হবে past perfect tense .
• আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল।
• সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved). সুতরাং 'B' উত্তরটি সঠিক।
• প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো- Give in - আত্মসমর্পণ করা; বশ্যতা স্বীকার করা।
• Fall in –ভেঙে পড়া, সারি বেধে দাঁড়ানো।
• Get off- যাত্রা করা, রওনা দেয়া।
• Get forth - উদগীরণ করা, নিঃসৃত করা/হওয়া।
• Give in দিয়েই বাক্যটি অর্থবোধক হয়- 'আমার অনুরোধ সত্ত্বেও সে বশ্যতা স্বীকার করেনি। 'সুতরাং উত্তর ক'।
• pledge-অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, জানানত রাখা।
• provide-সরবরাহ করা, সংস্থান করা।
• defere - বিলম্বিত করা, স্থগিত করা/মুলতবি করা।
• disavow - অস্বীকার করা ।
• সুতরাং অর্থানুসারে 'pledged'-ই most appropriate।
• Parcel অর্থ হলো মোড়ক,
• এর আরেক অর্থ হলো এক খণ্ড জমি।
-- Quarrel- ঝগড়া, বিবাদ,
-- Piece of land- জমির টুকরো;
-- Postage- ডাকমাশুল,
-- Unobstructed view- বাধাহীন দৃষ্টি। 
• সুতরাং সঠিক উত্তর 'ক'।



টেলিস্কোপ এবং ডাটাবেস একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য। টেলিস্কোপ দিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেন, আর ডাটাবেস এই তথ্যগুলো সংরক্ষণ, বিশ্লেষণ এবং শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ থাকে - টেলিস্কোপ দিয়ে সংগৃহীত তথ্য ডাটাবেসে সংরক্ষণ না করলে সেগুলো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, আবার ডাটাবেস টেলিস্কোপের মাধ্যমে সংগৃহীত তথ্য ছাড়া অর্থহীন।
"Produce reams of observational data" বাক্যাংশটি বোঝায় যে আধুনিক ডাটাবেসগুলো প্রচুর পরিমাণে তথ্য উৎপাদন করে। এখানে "reams" শব্দটি বিপুল পরিমাণকে বোঝায়। অতএব, A option সঠিক কারণ এটি সরাসরি বাক্যের অর্থকে প্রতিফলিত করে - ডাটাবেসগুলো প্রচুর তথ্য উৎপাদন করে।

(খ) -তে বলা হয়েছে packed with paper কাগজে মোড়ানো ।
(গ) তে বলা হয়েছে create information instantly - তৎক্ষণিকভাবে তথ্য তৈরি করে।
(ঘ) -তে বলা হয়েছে of limited use in strong information তথ্য সংরক্ষণে এর ব্যবহার সীমিত ।
সুতরাং এ ব্যাখ্যা হতে বুঝা যায় (ক) ই সঠিক।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

xy = {(x + y)² - (x - y)²}/4

বা, xy = {(12)² - (2)²}/4

বা, xy = (144 - 4)/4

বা, xy = 140/4

∴ xy = 35


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0