'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী?
Solution
Correct Answer: Option D
চন্ডীমঙ্গল কাব্য প্রাচীন বাংলা সাহিত্যের মঙ্গলকাব্যের ধারায় একটি অন্যতম অধ্যায়। দেবী চন্ডিকার স্বরূপ এবং মর্ত্যে তাঁর পূজা প্রচার তথা দেবী চন্ডীর মহিমা কীর্তনই এই কাব্যের মুখ্য বিষয়। কিন্তু সাহিত্য হিসেবেও আছে এর বিশেষ মূল্য। চন্ডীমঙ্গল কাব্যের কাহিনি মূলত দুটি।
- কালকেতু : ফুল্লরা কাহিনি যা “আখেটিক খন্ড” এর অন্তর্গত। এবং
- ধনপতি : খুল্লনা-লহনা কাহিনি যা “বণিক খন্ড” নামে পরিচিত।
এই কাব্যের রচিয়তা মুকুন্দরাম চক্রবর্তী। তিনি প্রধান/শ্রেষ্ঠ কবি।
- আদি কবি মানিক দত্ত
- চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী।