একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
Solution
Correct Answer: Option B
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈঘ্য x একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x২ বর্গ একক
দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য = ২x একক
নতুন ক্ষেত্রফল = (২x)২ = ৪x২ বর্গ একক
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল ৪গুণ বৃদ্ধি পাবে।