I cannot _to pay such high prices.
Solution
Correct Answer: Option D
• 'Able' adjective-এর দুই ধরনের অর্থ আছে।
১. কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
২. বিচক্ষণ, যোগ্য, দক্ষ, সামর্থ্য।
• 'But' adverb রূপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি।
• যেমন- You can't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা।
• 'Afford' verbটির অর্থ (সময় বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা।
• যেমন- We cann't afford such a luxury life।
• প্রশ্নের বাক্যটিতেও high price-এর সাথে ক্রয়ের/অর্থ ব্যায়ের সামর্থ্য বোঝায়।\
• সুতরাং সঠিক উত্তর afford.