বিসিএস ৩৫ তম (200 টি প্রশ্ন )
50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 35 জন
শুধু বাংলায় কথা বলে = 50-35
                           = 15
অর্থাৎ, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 25 জন।
সুতরাং, বাংলায় মোট কথা বলে = 25+15
                                      =40 জন।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত ' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে।
যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল
- দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
- জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব।

- ‘Global Terrorism Index’ ২০২৫ অনুযায়ী, বিশ্বে সর্বোচ্চ সন্ত্রাসবাদের প্রভাবযুক্ত দেশ হলো বুরকিনা ফাসো, এর স্কোর ৮.৫ এবং অবস্থান ১ম।

- বাংলাদেশের অবস্থান ৩৫তম স্থান, যেখানে তার স্কোর ৩.০৩, যা "কম প্রভাব" ক্যাটাগরিতে পড়ে।
- বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে, যেমন পাকিস্তান (২য় স্থান, স্কোর ৮.৩৭৪), আফগানিস্তান (৯ম স্থান, স্কোর ৭.২৬২), এবং ভারত (১৪তম স্থান, স্কোর ৬.৪১১

সূত্রঃ The Daily Star
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব।
- ২৮ মে ২০০৮ সালে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি 
• জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি 
• মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি 
• পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
● ইউনিয়ন : ৪,৫৯৬টি 
• মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি 
• মহল্লা : ১৫,১৫৩টি ।
- ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৩টি বেসরকারি টিভি চ্যানেলকে সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।
- এর মধ্যে ৪১টি টিভি চ্যানেল সম্প্রচার শুরু করলেও বর্তমানে চালু রয়েছে ৩৪টি। সাতটি চ্যানেল চালুর পর বন্ধ করে দেওয়া হয়।

সূত্রঃ প্রথম আলো । (২৫ মার্চ ২০২৫)

সুশাসন একটি আপেক্ষিক ইস্যু । সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছি কি-না তা বোঝা যায় প্রশাসনিক কাঠামো, দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা । তবে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের বিষয়গুলোর মধ্যে গণোমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোর সুস্থ ও বিবৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে । 


বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই । উপযুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

২০০২ সালের ২৬ আগষ্ট থেকে ০৪ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে Johannesburg plan of Implementation সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয় । 


সংবিধানের ২৭ নং ধারায় বর্ণিত আছে- “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”।
এছাড়া ২৬ নং অনুচ্ছেদে ‘মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল’ ;


জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা । আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হবে দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য । আর এজন্যই MDG -এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয় । 


গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না । কেননা, মত প্রকাশের স্বাধীনতা মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায় । 


কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যান্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে । 


মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় । 


নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল - মন্দ , উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে । আর উপযুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ । অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নীতিবিদ্যা আলোচনা করে না। ইংরেজি Ethics শব্দটি গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত যার অর্থ হলো ঐচ্ছিক আচরণ।

সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো-মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রূপ । এগুলো আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনাও করে থাকে । 


১৮, ১২ -এর শতকরা = (১৮/১২)×১০০% 

                          = ১৫০% 


 আধুলি = ০.০৫×৫ = ২.৫০ টাকা 

 সিকি = ০.২৫×৮ = ২.০০ টাকা 

 আধুলি ও সিকি ব্যতীত টাকা = ৫.০০ - (২.৫০+২.০০) = ০.৫০ টাকা 

 ১০ পয়সা আগবে = ০.৫০/০.১০ = ৫টি 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২ হলো ১ এর ২ গুণ,
৮ হলো ২ এর ৪ গুণ,
৪৮ হলো ৮ এর ৬ গুণ,
৩৮৪ হলো ৪৮ এর ৮ গুণ,
তাহলে পরের সংখ্যা ৩৮৪ এর ১০ গুণ = ৩৮৪০

আমরা জানি, 

 ক্রমিক সমানুপাতে, ১ম রাশি×৩য় রাশি = (২য় রাশি)^২ 

   (২য় রাশি)^২ = ৭×৩৪৩ 

বা, ২য় রাশি = √২৪০১ 

     ২য় রাশি = ৪৯ 


০.০৩×০.০০৬×০.০০৭ = ০.০০০০০১২৬
 চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো ΔABC, ΔABD, ΔACD, ΔAOB, ΔBOD, ΔAOC, ΔCOD এবং ΔBOC । সুতরাং মোট ত্রিভুজ ৮টি ।

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো ΔABC, ΔADF, ΔBDE, ΔCEF, ΔDEF, ΔDEO, ΔFEO, ΔBDO, ΔBEO, ΔBDP, ΔODP, ΔBEP, ΔOEP, ΔCFO, ΔCEO, ΔOFQ, ΔCFQ, ΔOEQ, ΔCEQ এবং ΔBOC । সুতরাং মোট ত্রিভুজ ২০টি । 


আয়নায় যে কোনো শব্দকে উল্টো দেখায় বলে প্রদত্ত শব্দটি 'RELATION' শব্দটির উল্টো হিসেবে দৃশ্যমান হচ্ছে । 


শুদ্ধ বানান- শ্বশুর । যার অর্থঃ স্বামী বা স্ত্রীর পিতা ।

শুদ্ধ বানান-প্রতিযোগিতা। উল্লেখ্য, ‘শ্রদ্ধাঞ্জলী’র শুদ্ধ-শ্রদ্ধাঞ্জলি এবং ‘সহযোগীতা’র শুদ্ধরূপ-সহযোগিতা।


এই পরিস্থিতিতে আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেয়াই যুক্তিযুক্ত হবে । এতে পোশাকটি পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হতে পারে এবং সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণও করা যাবে । 


• ২ = ২ 
• √৯ = ৩ 
• ৪ = ৪ 
• √২৫ = ৫ 
• ৬ = ৬ 

সুতরাং সিরিজটি ক্রমিক হওয়ায় সংখ্যাটি হবে ৬ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১ম চিত্র থেকে, ৬৪ ÷ ৮ = ৮ → ৮ - ৭ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৩৬ ÷ ৬ = ৬ → ৬ - ৫ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৫৬ ÷ ৭ = ৮ → ৮ - ৬ = ২
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ২ বসবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0