বিসিএস ৩৫ তম (200 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 35 জন
শুধু বাংলায় কথা বলে = 50-35
                           = 15
অর্থাৎ, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 25 জন।
সুতরাং, বাংলায় মোট কথা বলে = 25+15
                                      =40 জন।
i
ব্যাখ্যা (Explanation):
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত ' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে।
যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল
i
ব্যাখ্যা (Explanation):
- দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
- জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব।
i
ব্যাখ্যা (Explanation):

- ‘Global Terrorism Index’ ২০২৫ অনুযায়ী, বিশ্বে সর্বোচ্চ সন্ত্রাসবাদের প্রভাবযুক্ত দেশ হলো বুরকিনা ফাসো, এর স্কোর ৮.৫ এবং অবস্থান ১ম।

- বাংলাদেশের অবস্থান ৩৫তম স্থান, যেখানে তার স্কোর ৩.০৩, যা "কম প্রভাব" ক্যাটাগরিতে পড়ে।
- বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে, যেমন পাকিস্তান (২য় স্থান, স্কোর ৮.৩৭৪), আফগানিস্তান (৯ম স্থান, স্কোর ৭.২৬২), এবং ভারত (১৪তম স্থান, স্কোর ৬.৪১১

সূত্রঃ The Daily Star
i
ব্যাখ্যা (Explanation):
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব।
- ২৮ মে ২০০৮ সালে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।
i
ব্যাখ্যা (Explanation):
জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি 
• জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি 
• মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি 
• পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
● ইউনিয়ন : ৪,৫৯৬টি 
• মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি 
• মহল্লা : ১৫,১৫৩টি ।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৩টি বেসরকারি টিভি চ্যানেলকে সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।
- এর মধ্যে ৪১টি টিভি চ্যানেল সম্প্রচার শুরু করলেও বর্তমানে চালু রয়েছে ৩৪টি। সাতটি চ্যানেল চালুর পর বন্ধ করে দেওয়া হয়।

সূত্রঃ প্রথম আলো । (২৫ মার্চ ২০২৫)
i
ব্যাখ্যা (Explanation):

সুশাসন একটি আপেক্ষিক ইস্যু । সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছি কি-না তা বোঝা যায় প্রশাসনিক কাঠামো, দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা । তবে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের বিষয়গুলোর মধ্যে গণোমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোর সুস্থ ও বিবৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে । 

i
ব্যাখ্যা (Explanation):

বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই । উপযুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায় । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

২০০২ সালের ২৬ আগষ্ট থেকে ০৪ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে Johannesburg plan of Implementation সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয় । 

i
ব্যাখ্যা (Explanation):

সংবিধানের ২৭ নং ধারায় বর্ণিত আছে- “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”।
এছাড়া ২৬ নং অনুচ্ছেদে ‘মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল’ ;

i
ব্যাখ্যা (Explanation):

জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা । আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হবে দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য । আর এজন্যই MDG -এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয় । 

i
ব্যাখ্যা (Explanation):

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না । কেননা, মত প্রকাশের স্বাধীনতা মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায় । 

i
ব্যাখ্যা (Explanation):

কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যান্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে । 

i
ব্যাখ্যা (Explanation):

মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় । 

i
ব্যাখ্যা (Explanation):
নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল - মন্দ , উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে । আর উপযুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ । অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নীতিবিদ্যা আলোচনা করে না। ইংরেজি Ethics শব্দটি গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত যার অর্থ হলো ঐচ্ছিক আচরণ।
i
ব্যাখ্যা (Explanation):

সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো-মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রূপ । এগুলো আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনাও করে থাকে । 

i
ব্যাখ্যা (Explanation):

১৮, ১২ -এর শতকরা = (১৮/১২)×১০০% 

                          = ১৫০% 

i
ব্যাখ্যা (Explanation):

 আধুলি = ০.০৫×৫ = ২.৫০ টাকা 

 সিকি = ০.২৫×৮ = ২.০০ টাকা 

 আধুলি ও সিকি ব্যতীত টাকা = ৫.০০ - (২.৫০+২.০০) = ০.৫০ টাকা 

 ১০ পয়সা আগবে = ০.৫০/০.১০ = ৫টি 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
২ হলো ১ এর ২ গুণ,
৮ হলো ২ এর ৪ গুণ,
৪৮ হলো ৮ এর ৬ গুণ,
৩৮৪ হলো ৪৮ এর ৮ গুণ,
তাহলে পরের সংখ্যা ৩৮৪ এর ১০ গুণ = ৩৮৪০
i
ব্যাখ্যা (Explanation):

আমরা জানি, 

 ক্রমিক সমানুপাতে, ১ম রাশি×৩য় রাশি = (২য় রাশি)^২ 

   (২য় রাশি)^২ = ৭×৩৪৩ 

বা, ২য় রাশি = √২৪০১ 

     ২য় রাশি = ৪৯ 

i
ব্যাখ্যা (Explanation):
০.০৩×০.০০৬×০.০০৭ = ০.০০০০০১২৬
i
ব্যাখ্যা (Explanation):
 চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো ΔABC, ΔABD, ΔACD, ΔAOB, ΔBOD, ΔAOC, ΔCOD এবং ΔBOC । সুতরাং মোট ত্রিভুজ ৮টি ।
i
ব্যাখ্যা (Explanation):

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো ΔABC, ΔADF, ΔBDE, ΔCEF, ΔDEF, ΔDEO, ΔFEO, ΔBDO, ΔBEO, ΔBDP, ΔODP, ΔBEP, ΔOEP, ΔCFO, ΔCEO, ΔOFQ, ΔCFQ, ΔOEQ, ΔCEQ এবং ΔBOC । সুতরাং মোট ত্রিভুজ ২০টি । 

i
ব্যাখ্যা (Explanation):

আয়নায় যে কোনো শব্দকে উল্টো দেখায় বলে প্রদত্ত শব্দটি 'RELATION' শব্দটির উল্টো হিসেবে দৃশ্যমান হচ্ছে । 

i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানান- শ্বশুর । যার অর্থঃ স্বামী বা স্ত্রীর পিতা ।
i
ব্যাখ্যা (Explanation):

শুদ্ধ বানান-প্রতিযোগিতা। উল্লেখ্য, ‘শ্রদ্ধাঞ্জলী’র শুদ্ধ-শ্রদ্ধাঞ্জলি এবং ‘সহযোগীতা’র শুদ্ধরূপ-সহযোগিতা।

i
ব্যাখ্যা (Explanation):

এই পরিস্থিতিতে আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেয়াই যুক্তিযুক্ত হবে । এতে পোশাকটি পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হতে পারে এবং সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণও করা যাবে । 

i
ব্যাখ্যা (Explanation):

• ২ = ২ 
• √৯ = ৩ 
• ৪ = ৪ 
• √২৫ = ৫ 
• ৬ = ৬ 

সুতরাং সিরিজটি ক্রমিক হওয়ায় সংখ্যাটি হবে ৬ । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
১ম চিত্র থেকে, ৬৪ ÷ ৮ = ৮ → ৮ - ৭ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৩৬ ÷ ৬ = ৬ → ৬ - ৫ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৫৬ ÷ ৭ = ৮ → ৮ - ৬ = ২
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ২ বসবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0