Solution
Correct Answer: Option C
-"বিদ্যাহীন" পদটির ব্যাসবাক্য হলো "বিদ্যা দ্বারা হীন"।
- এখানে পূর্বপদ 'বিদ্যা'র সঙ্গে তৃতীয়া বিভক্তি 'দ্বারা' যুক্ত হয়েছে এবং পরপদ হলো 'হীন'।
- সমাসবদ্ধ পদে 'দ্বারা' বিভক্তি লোপ পেয়েছে।
- এই সমাসে 'হীন' অর্থাৎ না থাকার অর্থটিই প্রধান, তাই এটি তৃতীয়া তৎপুরুষ সমাস।