Solution
Correct Answer: Option C
"কখন আসা হলো?"
- এখানে ‘কখন’ সময় নির্দেশ করছে।
- ‘আসা হলো’ নির্দেশ করছে যে কাজটি ঘটেছে।
- কিন্তু এখানে কর্তা বা কে এসেছে তা বলা হয়নি।
- যেহেতু শুধু কাজ বা ঘটনার ভাব প্রকাশ পেয়েছে, কর্তা উল্লেখ নেই, এটি ভাব বাচ্য এর উদাহরণ।