The company's logo is so _____ that people anywhere in the world can recognize it in an instant.
Solution
Correct Answer: Option E
- Ubiquitous অর্থ “যে কোনো স্থানে সর্বত্র বিদ্যমান বা প্রচলিত”।
- বাক্যের মানে হচ্ছে কোম্পানির লোগো এতটা পরিচিত বা সর্বত্র স্বীকৃত যে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ এটিকে সঙ্গে সঙ্গেই চিনতে পারে।
- বাক্যে যে শূন্যস্থানটি আছে, সেখানে এমন একটি শব্দ লাগবে যা এই “সর্বত্র পরিচিত/দেখা যায়” অর্থ প্রকাশ করবে।
অন্য অপশনগুলো:
- Minimal → সরল বা কম ডিজাইনের; এখানে অর্থের সাথে মিল নেই।
- Clandestine → গোপন বা লুকানো; এখানে সম্পূর্ণ বিপরীত অর্থ।
- Ornamental → অলংকৃত, সাজানো; এটি লোগোর পরিচিতি বোঝায় না।
- Disparate → ভিন্নধর্মী বা অসম; এখানে প্রাসঙ্গিক নয়।