রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?

A ৫০০

B ৫১০

C ১০২০

D ১০২১

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
রানওয়ের দৈর্ঘ্য = ১.৫ কিলোমিটার = ১৫০০ মিটার
রানওয়ের প্রস্থ = ৩০ মিটার
প্রতি ৩ মিটার অন্তর লাইট বসানো হবে।

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (১৫০০ + ৩০) = ২ × ১৫৩০ = ৩০৬০ মিটার

দৈর্ঘ্য বরাবর লাইট লাগবে = (১৫০০/৩) + ১ = ৫০০ + ১ = ৫০১
প্রস্থ বরাবর লাইট লাগবে = ৩০/৩ + ১ = ১০ + ১ = ১১

মোট লাইট লাগবে = (৫০১ + ৫০১ + ১১ + ১১) - ৪
= ১০২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions