নিচের কোন দেশটিতে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে?

A আজারবাইজান

B যুক্তরাজ্য

C ব্রাজিল

D ভারত

E কাতার

Solution

Correct Answer: Option C

- Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- UNFCCC প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে এবং এর সদর দপ্তর বন, জার্মানি।
- ১৯৯৫ সাল থেকে UNFCCC নিয়মিতভাবে COP সম্মেলন আয়োজন করে আসছে, যার মূল লক্ষ্য হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
- ২০২৩ সালের COP28 সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে COP29 সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানে।

- ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-30 আয়োজক দেশ হবে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহর
- এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের নভেম্বর ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত।
- এটি প্রথমবারের মত আমাজন বনাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্ব জলবায়ু নীতি ও পরিবর্তন মোকাবিলায় নানা উচ্চাকাঙ্ক্ষী আলোচনার পরিকল্পনা রয়েছে।
- বেলেম শহরের নির্বাচন জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে এবং ব্রাজিল সরকার এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেছে।
- সম্মেলনের মূল ফোকাস গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনসহ জলবায়ু ন্যায়বিচার এবং আনুষঙ্গিক বিষয়সমূহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions