১৯৪৯ সালের ১ জানুয়ারি স্থাপিত 'লাইন অব কন্ট্রোল' কোথায় ?
A জেরুজালেম
B কাশ্মীরে
C তিব্বতে
D দোকলামে
Solution
Correct Answer: Option B
LOC বা লাইন অব কন্ট্রোল হলো সীমানা চিহ্নিতকরণ রেখা। ৭৭৬ কিলোমিটার দীর্ঘ লাইন অব কন্ট্রোল ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে পাক অধিকৃত কাশ্মীরের থেকে আলাদা করে রেখেছে।