আরব বসন্ত- বলতে কি বুঝায়?
A আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
B আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
C আরব অঞ্চলে বসন্তকাল
D আরব রাজতন্ত্র
Solution
Correct Answer: Option B
- ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে।
- গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- আরব বসন্তের সুতিকারাগার হিসেবে খ্যাত তিউনিসিয়া, দেশটিতে jasmine revolution হয় ১৪ জানুয়ারি ২০১১।