বিসিএস ১৯ তম (50 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬২টি। [সর্বশেষ ৬২তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।]
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.

• সবচেয়ে বেশি রপ্তানি গার্মেন্টস পণ্য রেডিমেড গার্মেন্টস, যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%

i
ব্যাখ্যা (Explanation):
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬২টি। [সর্বশেষ ৬২তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।]
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.

• সবচেয়ে বেশি রপ্তানি গার্মেন্টস পণ্য রেডিমেড গার্মেন্টস, যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%
i
ব্যাখ্যা (Explanation):
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
i
ব্যাখ্যা (Explanation):
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
i
ব্যাখ্যা (Explanation):
- শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি।
- তিনি ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনি অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন।
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র তিনটি; কৃষ্ণ, রাধা ও বড়াই।
- এ কাব্যের মোট ১৩টি খণ্ড আছে।
i
ব্যাখ্যা (Explanation):
- গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
- এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
- বাংলাদেশের অনেক নিম্ন ভূমি সমুদ্রপৃষ্ঠের খুব কাছে অবস্থিত।
- তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে এই সব নিম্ন ভূমি জলে ডুবে যাবে।
- এই নিম্ন ভূমিতে বাংলাদেশের অনেক মানুষ বাস করে।
- এছাড়াও এখানে অনেক কৃষি জমি আছে।
- তাই এই সব জমি জলে ডুবে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে এবং দেশের অর্থনীতিতে বড় ক্ষতি হবে।
i
ব্যাখ্যা (Explanation):
দুকক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের বর্তমান নাম ‘ফেডারেল পার্লামেন্ট’।

গুরুত্তপুর্ণ কিছু দেশের আইন সভা বা পার্লামেন্টের নামঃ
➜ বাংলাদেশের আইন সভার নাম হল- জাতীয় সংসদ ।
➜ ভারতের আইন সভার নাম হল- লোকসভা বা রাজ্যসভা ।
➜ পাকিস্তানের আইন সভার নাম হল- জাতীয় পরিষদ বা সিনেট ।
➜ আফগানিস্তানের আইন সভার নাম হল- লয়াজিরগা ।
➜ ভুটানের আইন সভার নাম হল- সোংডু ।
➜ ডেমার্কের আইন সভার নাম হল- ফোকেট ।
➜ মালয়েশিয়ার আইন সভার নাম হল- মজলিস ।
➜ মঙ্গোলিয়ার আইন সভার নাম হল- থুরাল ।
➜ তাই্ওয়ানের আইন সভার নাম হল- উয়ান ।
➜ রাশিয়ার আইন সভার নাম হল সুপ্রিম- সোভিয়েত অ্যাসেম্বলি ।
➜ স্পেনের আইন সভার নাম হল- ক্রেটস ।
➜ তুরস্কের আইন সভার নাম হল- গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ।
➜ ফ্রান্সের আইন সভার নাম হল- চেম্বার ।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষার ‘The Liberation of Bangladesh’ গ্রন্থটি রচনা করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের জাতীয় ফুল - শাপলা
- বাংলাদেশের জাতীয় ফল - কাঠাল
- বাংলাদেশের জাতীয় পশু - বাঘ
- বাংলাদেশের জাতীয় মাছ - ইলিশ
- বাংলাদেশের জাতীয় কবি - কাজী নজরুল ইসলাম।
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ - আম গাছ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়।
- বৃহত্তর বগুড়া ও বৃহত্তর রাজশাহী জেলা এবং দিনাজপুরের দক্ষিণাংশ ও গাইবান্ধার পশ্চিম-দক্ষিণাংশ এর আওতায় পড়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
- নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।
- নাসার পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration।
- বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও অভিযানে এ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে।
i
ব্যাখ্যা (Explanation):
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। 

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪

• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। 
প্রতিবেদনে বিশ্ব__ 
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। 
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।

শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ  ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। 
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। 
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। 
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। 
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। 
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। 
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। 
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। 
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ। 
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ নৌ সদরদপ্তর অবস্থিত -বনানী, ঢাকা।
- প্রতীকঃ কাছিবেষ্টিত নোঙ্গর ও এর উপরে শাপলা।
- এয়ার ফোর্স একাডেমিঃ যশোর {১৯৭৩)
- স্লোগানঃ শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
- সর্বোচ্চ পদ এডমিরাল।
- বিএনএস শেখ হাসিনা কার্যত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি। এটি পেকুয়া,কক্সবাজার,চট্রগ্রামে অবস্থিত।
- বাংলাদেশ সেনাবাহিনী প্রতীক হচ্ছে- ক্রস চিহ্নিত ২ টি তরবারি ও উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা
i
ব্যাখ্যা (Explanation):
- নেদারল্যান্ডসের সাবেক মুদ্রার নাম গিল্ডার।
- ১ জানুয়ারি ১৯৯৯ ইউরোপ একক মুদ্রা ইউরো চালু হলে ও পাশাপাশি গিল্ডার চালু থাকে।
- তবে ১ জুলাই ২০০২ স্থানীয় মুদ্রা সরকাবিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডসের একক মুদ্রা হিসেবে চালু হয়।
i
ব্যাখ্যা (Explanation):
-পুরুষত্বহীনতার চিকিৎসায় একটি আলোড়ন সৃষ্টিকারী ঔষধ ভায়াগ্রা।
-এর মূল উপাদান সিলডেনাফিল সাইট্রেট।
-ভায়াগ্রা হচ্ছে এক বিষেশ রাসায়নিক উপাদান যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।এর ফলে পুরুষত্বহীন রোগী যৌন উত্তেজনা অনুভব করে এবং তাদের পুরুষাঙ্গ উথিত হয়।
-হার্ট ফেইলর,হার্ট অ্যাটাক,উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ঔষধ ব্যবহার করা অত্যন্ত ঝুকিপূর্ণ ।
i
ব্যাখ্যা (Explanation):
ADB
- ADB এর পূর্ণনাম - Asian Development Bank.
- প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- উদ্দেশ্য: এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
- নীতিবাক্য: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই।
- মূল কার্যক্রম: ক্রেডিটিং (ঋণ প্রদান)।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
- সদস্য সংখ্যা: ৬৯টি ।
- সর্বশেষ সদস্য: ইসরাইল।
- বাংলাদেশের সদস্যপদ পায়: ১৯৭৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৩১টি।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (জাপান), প্রেসিডেন্ট সবসময় একজন জাপানি নাগরিক হন।
- ADB গঠনের উদ্দেশ্য: জাতিসংঘ এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে, বিশ্বব্যাংকের অনুরূপ ধাঁচে গঠিত।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৬৭ সালের সীমান্ত (Green Line) অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
- এটি জাতিসংঘের রেজ্যুলেশন ২৪২ এবং ৩৩৮-এর ভিত্তিতে গৃহীত হয়েছিল।
- এই সমাধান অনুযায়ী, ফিলিস্তিনিদের জন্য পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপের মোট ২২% ভূমি নির্ধারণ করা হয়েছিল।
- সৌদি আরবসহ আরব লিগ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সমাধানকে সমর্থন করে।

ওয়েই রিভার চুক্তি (১৯৯৮)
- ওয়েই রিভার চুক্তি ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি অস্থায়ী চুক্তি, যা ১৯৯৮ সালে স্বাক্ষরিত হয়।
- এর আওতায় পশ্চিম তীরের ১৩% ভূমি ফিলিস্তিনিদের কাছে হস্তান্তরের প্রস্তাব করা হয়েছিল
- তবে, এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।
- চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছিল রাজনৈতিক অস্থিরতা এবং উভয় পক্ষের মধ্যে আস্থার অভাবের কারণে। 
i
ব্যাখ্যা (Explanation):
- স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত তাদের শিশুদের দুধ পান করায়, দেহে লোম থাকে এবং তারা উষ্ণ রক্তবিশিষ্ট হয়।
- হাতি, তিমি ও বাদুর—এই তিনটি প্রাণীই শিশুদের দুধ পান করায় এবং স্তন্যপায়ী শ্রেণিভুক্ত।

- কিন্তু কুমির একটি সরীসৃপ (reptile), যা ডিম পাড়ে এবং শিশুদের দুধ পান করায় না।
- কুমিরের দেহে লোম নেই এবং এটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী। তাই কুমির স্তন্যপায়ী নয়।
- এরা উভচর অর্থাৎ জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করতে পারে।
i
ব্যাখ্যা (Explanation):
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন অবমুক্ত হয়ে বায়ুমন্ডলের ওজনস্তরের সাথে সারায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফাটলের সৃষ্টি করছে।
- ক্লোরোফ্লুরোকার্বন থেকে অতিবেগুনীরশ্মির প্রভাবে ক্লোরিন অনু মুক্ত হয়ে আসে।
- এই ক্লোরিন অনুই পরবর্তীতে ওজোন অনুর সাথে বিরকিয়ে ঘটিয়ে ক্ষয় করতে থাকে। এইভাবে ওজনস্তরে ফাটলের সৃষ্টি হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ বাংলাদেশ সফর করেন।
- প্রফেসর নরম্যান বোরলগ ১৯৯৯ সালে কৃষিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি বাংলাদেশের কৃষিক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত।
- তিনি "সবুজ বিপ্লব"-এর জনক হিসেবে পরিচিত।
- তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ সফর করেন এবং কৃষি উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- নাটোর জেলা শহর থেকে ২.৪ কিলোমিটার দূরে অবস্থিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান দিঘাপতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত হয়।
- বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে রাখেন ‘উত্তরা গণভবন’।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে দুটি জেলায়। যথা-পাবনা ও সিরাজগঞ্জ।
- এই অঞ্চলে বিশেষত চরাঞ্চল এবং খাস জমিতে গবাদিপশু পালনের জন্য বাথান ব্যবস্থার প্রচলন রয়েছে।
- পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে গবাদিপশু চরানোর জন্য উর্বর ভূমি এবং পর্যাপ্ত ঘাস পাওয়া যায়, যা বাথান ব্যবস্থার জন্য উপযুক্ত।
i
ব্যাখ্যা (Explanation):
- ''বিদ্রোহী'' কবিতাটি কবি নজরুল ইসলামের ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের অন্তর্গত। ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী।

- গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। ‘ধূমকেতুর’ পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেন (১৬ জানুয়ারি, ১৯২৩)।
i
ব্যাখ্যা (Explanation):
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩) গ্রন্থে।
- গানটির প্রথম সুরকার ও কন্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কন্ঠে গাওয়া হয়।
i
ব্যাখ্যা (Explanation):

- কম্পিউটার সফটওয়্যারের জগতে মাইক্রোসফট (Microsoft) একটি বিশ্ববিখ্যাত এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস স্যুট (যেমন: ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), এবং এক্সবক্স গেমিং কনসোল।

- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত।
- এটি সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

i
ব্যাখ্যা (Explanation):
- যমুনা সেতু এর পূর্ব নাম বঙ্গবন্ধু সেতু। 
- যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত।
- যমুনা বহুমুখী সেতু (Jamuna Multi-purpose Bridge) নির্মাণে খরচ হয়েছে ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার ও প্রস্থ ১৮.৫ মিটার।
- প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য সেতুটি ৮০-৮৫ মিটার লম্বা ১২১টি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে।
- সেতুটিতে স্প্যানের সংখ্যা ৪৯ টি ও পিলার ৫০ টি।
- যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে ৪ লেনের সড়ক ও ২টি রেল ট্র্যাক।
i
ব্যাখ্যা (Explanation):
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট।
- ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ করেন। একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আততায়ীর গুলিতে নিহত হন।
i
ব্যাখ্যা (Explanation):
- বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত।
- খান জাহান আলী কর্তক মসজিদটি নির্মিত হয়।
- বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম।
- ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।
i
ব্যাখ্যা (Explanation):

- বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিকগ্যাস।
- প্রাকৃতিক গ্যাস যা মূলত মিথেন (CH4) গ্যাস।
- তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার ঢাকা বিভাগের সাভার উপজেলায় অবস্থিত।
- এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- খামারটিতে বিভিন্ন জাতের উন্নত গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুয়োর পালন করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0