বিসিএস ১৫ তম (99 টি প্রশ্ন )
- গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
- এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
- বাংলাদেশের অনেক নিম্ন ভূমি সমুদ্রপৃষ্ঠের খুব কাছে অবস্থিত।
- তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে এই সব নিম্ন ভূমি জলে ডুবে যাবে।
- এই নিম্ন ভূমিতে বাংলাদেশের অনেক মানুষ বাস করে।
- এছাড়াও এখানে অনেক কৃষি জমি আছে।
- তাই এই সব জমি জলে ডুবে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে এবং দেশের অর্থনীতিতে বড় ক্ষতি হবে।
- বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতির প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ ঘোষণা করে।
- ১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- এই দিনকে স্মরণ করার জন্য জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০১৯ সালে জাতিসংঘ ২০২২ থেকে ২০৩২ সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে।
• জনশুমারি পরিচালনা করে সংস্থা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
- জনশুমারি অনুষ্ঠিত হয় : ১০ বছর পর পর।
- ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২।
- গণনাকৃত জনসংখ্যা(চূড়ান্ত প্রতিবদন অনুযায়ী): ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত : ৯৮ : ১০০।
- দেশে মেডিকেল কলেজ ১১০টি।
- এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি,
- বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি,
- আর্মি মেডিকেল কলেজ ৫টি ও
- আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ১টি।

উৎস: প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০২৫
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০;
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং
- অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
- সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।
- সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

নারীর রাজনৈতিক ক্ষ্মতায়নে সংসদে সংরক্ষিত নারী আসন-
- ১৯৭২ এর মূল সংবিধান আসন সংখ্যান ১৫ ও মেয়াদ ১০ বছর ছিল।
- ৫ম সংশোধনীতে আসন সংখ্যা ৩০ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১৫ বছর।
- ১০ম সংশোধনীতে আসন সংখ্যা ৩০ ও মেয়াদ ১০ বছর।
- ১৪তম সংশোধনীতে আসন সংখ্যা ৪৫ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১০ বছর।
- ১৫তম সংশোধনীতে আসন সংখ্যা ৫০ -এ উন্নতি করা হয় ও মেয়াদ ১০ বছর।
- ১৭তম সংশোধনীতে আসন সংখ্যা ৫০ ও মেয়াদ ২৫ বছর করা হয়।

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬২টি। [সর্বশেষ ৬২তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।]
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.

• সবচেয়ে বেশি রপ্তানি গার্মেন্টস পণ্য রেডিমেড গার্মেন্টস, যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%


- ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কবি John Keats এর একটি বিখ্যাত উক্তি Truth is beauty, Beauty is truth তার জনপ্রিয় কবিতা 'Ode on a Grecian Urn থেকে নেয়া হয়েছে।
- এ কবিতায় কবি Un (শবাধার / মৃতদেহের জন্ম রাখার পাত্র) এর মাধ্যমে মানবজীবনের বাস্তব দিকটি তুলে ধরেছেন।
- তাঁর মতে Art (শিল্প) যে সত্য ধারণ করে, তা আর অন্য কোন উপায়ে সম্ভব নয়। তার আরো একটি বিখ্যাত উক্তি হলো- A thing of beauty is a joy forever."
'সমকাল' (১৯৫৭) পত্রিকাটি সম্পাদনা করেন সিকান্দর আবু জাফর ।
∎ গুরুত্তপুর্ণ পত্রিকার সম্পাদকঃ
- সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক : নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা  : শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
- কাজী নজরুলের পত্রিকা  : ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
- সওগাত পত্রিকার সম্পাদক  : মোহাম্মদ নাসিরউদ্দিন
- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক  : বঙ্কিম ( ১৮৭২)
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক : অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)

- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

২০২৪ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
- পুরুষ একক: স্পেনের কার্লোস আলকারাস
- মহিলা একক: বারবোরা ক্রেইচিকোভা (চেক প্রজাতন্ত্র)।

২০২৩ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
- পুরুষ একক: স্পেনের কার্লোস আলকারাস
- মহিলা একক: ইগা সোয়াতেক

 ২০২২ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
- পুরুষ একক: নোভাক জোকোভিচ
- মহিলা একক: ইলেনা রিবাকিনা

- ২০২৫ সালের  উইম্বলডন (টেনিস) অনুষ্ঠিত হবে: ৩০ জুন-১৩ জুলাই, লন্ডন, ইংল্যান্ড।

সাধু ভাষা: বাংলা ভাষায় সংস্কৃত শব্দ সম্পদ, ক্রিয়া ও সর্বনামের পূর্ণরূপ এবং কিছু ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে।

চলিত ভাষা: তদ্ভব শব্দ, ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ এবং লেখকের মনোভাব অনুযায়ী পদবিন্যাস প্রণালির ব্যবহারসহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি মুখের ভাষার আদলে গড়ে উঠেছে, তার নাম চলিত ভাষা।


- বিশ্বের লাসা শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত।
- এটি তিব্বতের রাজধানী এবং তিব্বতী বৌদ্ধধর্মের আধ্যাত্মিক কেন্দ্র।
- ঐতিহাসিকভাবে, লাসা শহরটি দালাই লামার বাসস্থান ছিল, যিনি তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন।
- তিব্বতের রাজধানী লাসা উনবিংশ শতাব্দীতেই বিদেশিদের জন্য নিষিদ্ধ হয়। উলানবাটোর, পিয়ংইয়ং ও কাবুল যথাক্রমে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের রাজধানী।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দঃ
তেজী - নিস্তেজ
অনুমোদিত - অননুমোদিত
সিক্ত - শুষ্ক
তীব্র - মৃদু
উচাটন - প্রশান্ত
উত্থান - পতন
স্থাবর - জঙ্গম
ঋজু - বঙ্কিম
অধিতক্য - উপাত্যকা
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিও-এর শিবুইয়া-কুতে অবস্থিত।
- ১৯৭৩ সালে সাধারণ পরিষদের সিদ্ধান্তে এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- এটি বিশ্বের ১২টি দেশে অবস্থিত ১৩টি ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্র রয়েছে।
-সেন্টমার্টিন একটি ছোট দ্বিপ যা,বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত।
-নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষনিয় পর্যটন এলাকা।
-এটি বঙ্গপোসাগরের উওর-পূর্ব অংশে এবং কক্রবাজারের টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে  অবস্থিত।
-আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করেন।
-তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন।
-বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বিপ নামে নামকরণ করা হয়।
-বর্তমানে দ্বিপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা।
- জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর আকাবা।

- মিয়ানমারের সমুদ্রবন্দর সিটওয়ে,
- ইরাকের সমুদ্রবন্দর বসরা,
- ইসরাইলের সমুদ্রবন্দর হাইফা।
- ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল,

- লুক্সেমবার্গের মুদ্রা ইউরো,
- কম্বোডিয়ার মুদ্রা রিয়াল,
- মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক।
- ওয়াল স্ট্রিট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের নিম্ন ম্যানহাটন এলাকায় অবস্থিত।
- এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর আবাসস্থল।
- ওয়াল স্ট্রিট শব্দটি প্রায়শই বিনিয়োগ বাজার এবং আর্থিক শিল্পের সমার্থক হিসাবে ব্যবহৃত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

• প্রজ্ঞা - Wisdom

• বুদ্ধি - Intelligence
• মেধা - Intellect
• জ্ঞান - Knowledge


- সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন (Chloro Flore Carbon) । এ গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ফুটো করে দেয়।
- ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে।
- এতে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়।
- বাংলাদেশে প্রতি সেকেন্ডে ৫০ হার্টজ কম্পাঙ্কের তাৎপর্য হল যে, প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক পরিবর্তন করে।
- কম্পাঙ্ক হলো একক সময়ে কোনো পুনরাবৃত্তিমূলক ঘটনা ঘটবার সংখ্যা।
- বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, কম্পাঙ্ক নির্দেশ করে যে এক সেকেন্ডে কতবার বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়।
- ৫০ হার্টজ কম্পাঙ্কের অর্থ হলো প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার ধনাত্মক থেকে ঋণাত্মক এবং ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে পরিবর্তন হয়।
- এই দিক পরিবর্তনের ফলে বিদ্যুৎ প্রবাহে একটি স্পন্দন তৈরি হয়, যা আমাদের ঘরের আলো, ফ্যান, মোটর ইত্যাদি চালাতে ব্যবহার করা হয়।
- Group of Seven (G-7) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের প্রধান সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংস্থা।
- ১৯৯৮ সালে এর সদস্য সংখ্যা হয় ৮ এবং এটি জি-৮ নামে পরিচিতি লাভ করে।
- ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অধিকার করলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হয় এবং এর নাম হয় জি-৭।
- বর্তমানে এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, জাপান ও কানাডা।
- জাপান জি-৭ এর অন্তর্ভূক্ত একমাত্র এশীয় দেশ।

ইতিহাসের দিকে এক নজর:
- ১৯৭৫: প্রথম G6 গঠিত হয় (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
- ১৯৭৬: কানাডা যুক্ত হয়ে G7 হয়
- ১৯৯৮: রাশিয়া যুক্ত হলে হয় G8
- ২০১৪: রাশিয়ার ক্রিমিয়া দখলের পর বহিষ্কার – আবার G7
- ১৬১০ সালে সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান।
- কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল।
- ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে আবার স্থানান্তর করেন। 
- মুর্শিদকুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন।

x+y-1=0
⇒ y = -x + 1
∴ সমীকরণটির ঢাল = -1
আবার, x-y+1=0
⇒ y = x + 1
∴ সমীকরণটির ঢাল = 1
এখন, ঢালদ্বয়ের গুণফল = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব।
∴ ত্রিভুজটি সমকোণী।


- Horns of Africa আফ্রিকা মহাদেশের পূর্বতম অংশে অবস্থিত একটি আঞ্চলিক নাম।
- এটি ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, কেনিয়া এবং উত্তর সোমালিয়ার অংশ বিশিষ্ট।
ইচ্ছা (বিশেষ্য):
অর্থ:
- অভিলাষ, স্পৃহা, বাসনা রুচি, প্রবৃত্তি, অভিপ্রায়
উদাহরণ:
- তার মনে দেশ ভ্রমণের প্রবল ইচ্ছা জাগে।
- খাওয়ার ইচ্ছা না থাকায় সে রাতের খাবার বাদ দিল।

ইচ্ছুক (বিশেষণ):
অর্থ: অভিলাষী, বাসনাযুক্ত, রাজি, সম্মত
উদাহরণ:
- সে নতুন কাজ শিখতে ইচ্ছুক।
- সকলেই ভ্রমণে যেতে ইচ্ছুক।
শুধু মাত্র দশমিকের পর কোন সংখ্যা থাকলে তাকে বর্গমূল করা হলে সংখ্যাটির মান বৃদ্ধি পায়।
- ০.৩
- ✓(০.৩)=০.৫৪৭৭
- (১/৩)=০.৩৩
- (২/৫)=০.৪

সুতরাং বৃহত্তম সংখ্যাটি ✓(০.৩)


- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।
- বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’।
- চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)।
- বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্থ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্থ- সনেট পঞ্চাশৎ। তার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি হলো “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে”, “সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়”, “সাহিত্য জাতির দর্পণ স্বরূপ”, “বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে”, “সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়”।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Intrepid- সাহসী, নির্ভীক, ভয়হীন। 

- (ক) arrogant- উদ্ধত, বেয়াদব।
- (ঘ) belligerent – যুদ্ধরত, যুদ্ধমান।
- (গ) questioning- জিজ্ঞাসু।
- (ঘ) fearless- ভয়হীন, নির্ভীক। অতএব, সঠিক উত্তর (ঘ)।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0