বিসিএস ১৮ তম (99 টি প্রশ্ন )
উনিশ শতকে বাংলা ভাষার যে লিখিত রুপ গড়ে উঠে তার নাম দেওয়া হয় 'সাধু ভাষা'। সাধু ভাষার বৈশিস্ট্য-

- সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণরীতি অনুসরণ করে।
- সাধু রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।
- সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখ্য ভাষা।
বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত / পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে । মাত্রাহীন বর্ণ রয়েছে ১০ টি । এ ,ঐ , ও ,ঔ ,ঙ ,ঞ ,ৎ ঁ , :,ং
টি-২০ বিশ্বকাপ ২০২৪
• আয়োজনে : নবম
• সময়কাল : ১-২৯ জুন ২০২৪
• স্বাগতিক : যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
• ভেন্যু: ৯টি
• অংশগ্রহণকারী দল : ২০টি
• ম্যাচ : ৫৫টি
• খেলার ফরম্যাট : গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
• উদ্বোধনী ম্যাচ : যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
• ফাইনাল ম্যাচ : কিংস্টন ওভাল, ব্রাইড টাউন, বার্বাডোস।

• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪- এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতে  ভারত।
- শীতকালীন অলিম্পিক গেমস হলো একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্তেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ২৫তম শীতকালীন অলিম্পিক ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
- মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো, ইতালি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ৬ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত হোস্ট করবে, যেখানে মিলান প্রথমবারের মতো আয়োজক হিসাবে কাজ করছে।
- ২০২৬ সালের শীতকালীন গেমগুলি ইতালি দ্বারা আয়োজিত চতুর্থ অলিম্পিক এবং প্রথমবারের মতো যেখানে দুটি শহরকে শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসাবে নামকরণ করা হয়েছে।

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬২টি। [সর্বশেষ ৬২তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।]
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.

• সবচেয়ে বেশি রপ্তানি গার্মেন্টস পণ্য রেডিমেড গার্মেন্টস, যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%


- যুক্তরাজ্যের বিখ্যাত পদার্থবিদ ও গণিতজ্ঞ স্টিফেন হকিং।
- যিনি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন‌। 
- হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) হিসেবে ১ অক্টোবর, ২০০৯ তারিখে অবসর নেন।
-  বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার ।
- বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং।

তাঁর রচিত বিখ্যাত কয়েকটি গ্রন্থঃ A brief history of time, The Universe in a Nutshell ইত্যাদি। 

 
‘ক্ল্যাডিয়াস টলেমি’ ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ।
তার বিখ্যাত তিনটি গ্রন্থ ‘গাইড টু জিওগ্রাফি’, ‘অ্যালমাজেন্ট’ এবং ‘অপটিকস’।
- বায়ুর চাপ হচ্ছে ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বল। স
- মুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।
কুমির স্তন্যপায়ী প্রাণী নয়, এটি সরীসৃপ শ্রেণীর প্রাণী। অন্যদিকে হাতি, তিমি এবং বাদুড় - এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাকে দুধ খাওয়ায়, গর্ভে বাচ্চা ধারণ করে, শরীরে লোম থাকে এবং রক্ত গরম। কিন্তু কুমির এই বৈশিষ্ট্যগুলির কোনটিই ধারণ করে না। কুমির ডিম পাড়ে, এর রক্ত ঠাণ্ডা, শরীরে স্কেল থাকে এবং বাচ্চাকে দুধ খাওয়ায় না। তাই দেওয়া বিকল্পগুলির মধ্যে কুমিরই একমাত্র প্রাণী যা স্তন্যপায়ী নয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শেলী, মলি, এবং নেলী অন্যান্য ক্লোন প্রাণী, কিন্তু "Adult Cell" ক্লোন করে জন্মানো প্রথম প্রাণী ছিল ডলি।
- ১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউট-এ ডলি ক্লোন করা হয়েছিল।
- ডলির জন্ম বিজ্ঞানের জগতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কারণ এটি প্রমাণ করেছিল যে বয়স্ক কোষ ব্যবহার করেও সফলভাবে ক্লোনিং করা সম্ভব।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ
- ধ্বনির উচ্চারণ প্রণালী,
- উচ্চারণ স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস,
- সন্ধি,
- সন্ধি ও ধ্বনি সংযোগ 
- ধ্বনি পরিবর্তন ও লোপ,
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।
- প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ।
- নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়;
- উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়;
- উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।
- পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে।
- এ সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে।
- ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয় একে তেজকটাল বলে।
- অষ্টমীর তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে।
- তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়।
- চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি।
- কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে না।
- ফলে মরা কটাল হয়।

হেল-বপ ধূমকেতু: একটি অনন্য আকাশীয় দৃশ্য ১৯৯৫ সালে দুইজন অপেশাদার জ্যোতির্বিদ, অ্যালান হেল এবং থমাস বপ একটি অসাধারণ ধূমকেতু আবিষ্কার করেন। এই ধূমকেতুটি ১৯৯৬ এবং ১৯৯৭ সালে টানা ১৮ মাস ধরে খালি চোখে দৃশ্যমান ছিল, যা একটি বিরল ঘটনা। বিংশ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতুগুলির মধ্যে এটি অন্যতম হওয়ায় এটিকে "Great Comet" বা "মহান ধূমকেতু" হিসেবে অভিহিত করা হয়েছিল। এর অসাধারণ উজ্জ্বলতা এবং দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকার কারণে এটি জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।


মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারি যন্ত্র আবিষ্কার করেন।
যেমন- বৈদ্যুতিক বাল্ব, সিনেমাস্কোপ, ফনোগ্রাফ ইত্যাদি।
নক্ষত্রজগতের আকর্ষণীয় তথ্য:

লুব্ধক (Sirius):
- এটি রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র
- 'ক্যানিস মেজর' (বৃহৎ কুকুর) নক্ষত্রমণ্ডলের অংশ
- পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৮.৬ আলোকবর্ষ
- এটি একটি দ্বৈত নক্ষত্র সিস্টেম - লুব্ধক A (মূল নক্ষত্র) এবং লুব্ধক B (শ্বেত বামন)
- গ্রীক ভাষায় এর নাম 'Seirios' যার অর্থ 'জ্বলন্ত' বা 'উত্তপ্ত'

ধ্রুবতারা (Polaris):
- উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত একটি উজ্জ্বল নক্ষত্র
- 'ক্ষুদ্র সপ্তর্ষি' (Ursa Minor) নক্ষত্রমণ্ডলের অংশ
- পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪৩৪ আলোকবর্ষ
- প্রাচীনকাল থেকেই নাবিকরা দিক নির্ধারণে এটিকে ব্যবহার করে আসছে
- পৃথিবীর ঘূর্ণনের কারণে এটি আকাশে স্থির দেখায়
- এটিও একটি বহু-নক্ষত্র সিস্টেম

প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri):
- সূর্য ছাড়া পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র
- 'আলফা সেন্টারাই' সিস্টেমের অংশ
- পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র ৪.২ আলোকবর্ষ
- একটি লাল বামন নক্ষত্র
- এর চারপাশে কমপক্ষে দুটি গ্রহ ঘুরছে, যার একটি বাসযোগ্য অঞ্চলে অবস্থিত

পুলহ (Pulaha):
- সপ্তর্ষিমণ্ডলের (Big Dipper/Ursa Major) একটি উজ্জ্বল নক্ষত্র
- হিন্দু পুরাণে উল্লেখিত সপ্তর্ষিদের একজন
- এটি 'বৃহৎ সপ্তর্ষি' নক্ষত্রমণ্ডলের অংশ
- আকাশে একটি বড় ডিপার বা হাতার আকৃতি তৈরি করে
- উত্তর গোলার্ধে সারা বছর দৃশ্যমান

এই নক্ষত্রগুলি শুধু আকাশের সৌন্দর্যই নয়, বরং প্রাচীনকাল থেকে মানুষের নেভিগেশন, ক্যালেন্ডার নির্ধারণ এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের সাথেও জড়িত। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এই নক্ষত্রগুলির গবেষণা আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে সাহায্য করছে।
যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
- লোকটি ধনী কিন্তু অসুখী।
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।
- সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
হঠাৎ কারো ভাগ্য সুপ্রসন্ন হলে তাকে ‘একাদশে বৃহস্পতি’ বলে।
লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার।
অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো: সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে।
- ননদ–দেবর/ ননদাই।
- প্রিয়–প্রিয়া,
- শিষ্য–শিষ্যা,
- খানসামা–আয়া।
কৃৎ-প্রত্যয়ের (ধাতুর পর) ভাববাচক বিশেষ্য গঠনে ‘আও’ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন:
- √পাকডু+আও =পাকড়াও;
- √চড়+আও – চড়াও;
- √বাঁচ+আও=বাঁচাও ৷

কৃৎ-প্রত্যয়ের ক্রিয়াবাচক বিশেষ্য শব্দ গঠনে ‘আই’ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন:
- √সিল+আই = সিলাই;
= √যাচ+আই = যাচাই;
- √চড়ু+আই চড়াই।

উল্লেখ্য, তদ্ধিত প্রত্যয়ের ভাববাচক বিশেষ্য গঠনে আই-প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন:
- বড়+আই = বড়াই;
- পুষ্ট+আই = পোষ্টাই ।
- আদেশ অর্থে: তুই বাড়ি যা।
- প্রার্থনা অর্থে: ক্ষমা কর মোর অপরাধ।
- অনুরোধ অর্থে: কাল একবার এসো।
- ভর্ৎসনা অর্থে: দূর হও।
- অস্তিত্ববাদ একটি দার্শনিক মতবাদ।
- এ মতবাদের প্রবক্তা সেরেন কেয়াকেগার্ড।
- অস্তিত্ববাদ মন নিরপেক্ষ সত্তার স্বাধীন অস্তিত্ব স্বীকার করে এবং অস্তিত্ব সারসত্তার পূর্বগামী এ ধারণার উপর ও মতবাদ প্রতিষ্ঠিত।
- পারস্য তথা ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’।
- মহাকবি ফেরদৌসী ৯৮০-১০১০ খ্রিস্টাব্দে দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে ‘শাহনামা’ রচনা করেন।
- এর ভাষা ক্লাসিক ফারসি।
- ভাষার মূল উপকরণ : বাক্য
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে। 
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০-৪৫ এবং পরে ১৯৫১-৫৫ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন ‘History of the Second World War’ ।
- এ গ্রন্থটির জন্য রাজনীতিবিদ চার্চিল সাহিত্যিক হিসেবে ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী।
-তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তাঁর অমর সৃষ্টি ‘মোনালিসা’ ছবিটি আঁকেন।
-১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে।
কাজী ইমদাদুল হকের অবদুল্লাহ উপন্যাসের উপজীব্য- তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। উপন্যাসটি ১৯৩২ সালে প্রকাশিত হুয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
-আঁখিজল (১৯০০)
-মোসলেম জগতে বিজ্ঞান চর্চা (১৯০৪)
-ভূগোল শিক্ষা প্রণালী (দু'খণ্ড, ১৯১৩, ১৯১৬)
-নবীকাহিনী (১৯১৭)
-প্রবন্ধমালা (১৯১৮)
-কামারের কাণ্ড (১৯১৯) ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
"Honesty is the best policy"-এর অনুবাদ "সততা সর্বোৎকৃষ্ট পন্থা"।
এটি একটি প্রবাদ যা বলে যে সৎ থাকা সবচেয়ে ভালো নীতি। সৎ থাকলে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা সম্ভব হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0