A Worldwide Interoperability for Microwave Access
B Worldwide Internet for Microwave Access
C worldwide Interconnection for Microwave access
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
ওয়াই-ম্যাক্স হল একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যা উচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। এটি একটি ব্রডব্যান্ড নেটওয়ার্ক যা DSL এবং তারযুক্ত ইন্টারনেটের মতো অন্যান্য তারবিহীন নেটওয়ার্কের একটি বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
- Wi-Max শব্দের পূর্ণরূপ হলো World Wide Interoperability For Microwave Access।
- ওয়াই-ম্যাক্স প্রযুক্তিগতভাবে IEEE-802. 16 নামে পরিচিত।
- ওয়াই-ম্যাক্সের তারবিহীন নেটওয়ার্ক কাভারেজ এরিয়া ১০-৬০ কিলোমিটার পর্যন্ত।
ওয়াই-ম্যাক্স-এর সুবিধা:
১. এটি অপেক্ষাকৃত অধিক নিরাপত্তা সুবিধাসংবলিত ওয়্যারলেস প্রটোকল।
২. ওয়াই-ম্যাক্স-এর সাহাযে্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।
৩. একটি বেস স্টেশনের আওতায় কয়েক হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দেওয়া যায়।
৪. ওয়াই-ম্যাক্স-এর ডেটা ট্রান্সফার রেট বেশি অর্থাৎ ৩০ Mbps থেকে ১ Gbps পর্যন্ত হয়।
৫. প্রতিটি বেস স্টেশনের নেটওয়ার্ক কাভারেজ এরিয়া ১০-৬০ কিলোমিটার পর্যন্ত।
৬. ওয়াই-ম্যাক্স-এর সাহাযে্য ডেটা আদান প্রদান ছাড়াও VOIP কল করা যায়।