• জাতিসংঘ সচিবালয় গঠিত— জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে । • জাতিসংঘ সচিবালয়ের প্রধান— মহাসচিব (সেক্রেটারি জেনারেল); পাঁচ বছরের জন্য নির্বাচিত হন । • জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে । • জাতিসংঘের বর্তমান (নবম) মহাসচিব— অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল), ১ জানুয়ারি ২০১৭-বর্তমান।
- নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি। - তিনি ১৫ জুলাই ২০২৪ থেকে দায়িত্ব পালন করছেন। - নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) এর প্রধান হিসেবে তিনি এর আগে দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। - পুষ্প কমল দাহাল আস্থাভোটে হেরে যাওয়ার পর, নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। - ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপালে রাজনৈতিক অস্থিরতা চললেও, অলি নেতৃত্বাধীন নতুন জোট সরকার স্থিতিশীলতা আনার প্রত্যাশা করছে।
- আবু গারিব ইরাকের বাগদাদের কাছে অবস্থিত একটি কুখ্যাত কারাগার। - এটি সাদ্দাম হোসেনের শাসনামলে রাজনৈতিক বন্দীদের নির্যাতনের জন্য ব্যবহৃত হত। - ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর মার্কিন সেনাবাহিনী এই কারাগারের নিয়ন্ত্রণ নেয়। - মার্কিন সেনাদের দ্বারা বন্দীদের নির্যাতনের ছবি ফাঁস হওয়ার পর আবু গারিব বিশ্বব্যাপী কুখ্যাতি লাভ করে। - ২০১৪ সালে এই কারাগারটি বন্ধ করে দেওয়া হয়।
- প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। - বাংলাদেশ সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। - সংবিধানের ১১৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, “এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।”
- ২৬ জুলাই, ২০২১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নেয় সরকার। - যে তিনটি থানাকে উপজেলা করা হয়েছে তা হলো- কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। - এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি। - কক্সবাজারের ঈদগাঁও উপজেলা হচ্ছে ৪৯৫তম উপজেলা।
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের পেলে। তবে ইউরোপের একটি স্পোর্টস ম্যাগাজিন আয়োজিত এক জরিপে ৫০ বছরের সেরা খেলোয়াড় হিসেবে ফান্সের জিনেদিন জিদানকে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া ইন্টারনেট জরিপে ম্যারাডোনা।
- সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক্স ইরাকে তদন্ত কমিশন পরিচালনা এবং এতদসম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তি রাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেন ‘ডিজ আর্মিং ইরাক’ নামক বইটি। - উল্লেখ্য, সালমান রুশদীর ‘স্যাটানিক ভার্সেস’ এবং হিলারী ক্লিনটনের ‘লিভিং হিস্ট্রি’ আলোচিত দুটি বই।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে যৌথ সামরিক অভিযান শুরু হয়। - এই অভিযানকে "অপারেশন ইরাকি ফ্রিডম" নাম দেওয়া হয়েছিল। - অভিযানের লক্ষ্য ছিল ইরাকের সরকারকে উৎখাত করা, সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। - অভিযানটি দ্রুত বিজয়ী হয়েছিল এবং সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা হয়েছিল। - তবে, অভিযানের পরবর্তী সময়ে ইরাকে একটি দীর্ঘ ও রক্তক্ষয়ী বিদ্রোহ শুরু হয়। - মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৮ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করে এবং ২০১১ সালে সম্পূর্ণ প্রত্যাহার করে। - যুক্তরাজ্য ২০০৯ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি - ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার। - ১ মিটার = ১০০ সেন্টিমিটার। - ১ গজ = ০.৯১৪৪ মিটার - ১ মাইল = ১৬০৯ মিটার - ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার - ১ কিলোমিটার = ০.৬২১ মাইল - ১ কাঠা = ৭২০ বর্গফুট - ১ লিটার =১০০০ মিলিলিটার
- হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়। - স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%। - হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে।
- ফ্রান্স আমেরিকাকে পারস্পরিক যুদ্ধ বিরােধী প্রস্তাব নিয়ে আলােচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন বিদেশ সচিব ফ্রাঙ্ক কেলগ তা গ্রহণ করেন । - ফরাসি বিদেশমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিঁয়াকে তিনি জানান যে , অন্যান্য শক্তিকে নিয়ে একটি যুদ্ধ বিরতি চুক্তি রচনা করতে তিনি রাজি আছেন । - এরই ফলশ্রুতি হিসেবে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট প্যারিস শহরে ১৫ টি দেশের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন ।
- এই চুক্তিটিই কেলগ-ব্রিঁয়া চুক্তি বা প্যারিস চুক্তি বা প্যারিস প্যাক্ট নামে খ্যাত যার বিষয় হল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ নিষিদ্ধকরণ ।
- ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যে ৬২ টি ( মতান্তরে ৬৫ ) রাষ্ট্র এই চুক্তির অন্তর্ভুক্ত হয় ।
• CNG- এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas। • উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। • এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশবান্ধব। যেমন রোধে CNG চালিত অটোরিক্সা ব্যবহার করা হয়।
- বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায় । - প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০⁰ C বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায় । - প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
- দক্ষিণ সুদান বিশ্বের নতুনতম স্বাধীন দেশ, যা ৯ জুলাই, ২০১১-এ স্বাধীনতা লাভ করে। - এটি ২০১১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সুদানের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। - গণভোটে প্রায় ৯৯% ভোটার স্বাধীনতার পক্ষে রায় দেন। - দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং আফ্রিকার ৫৪তম দেশ হিসেবে স্বীকৃতি পায়। - এর রাজধানী জুবা। - জনসংখ্যা প্রায় ১২.৮ মিলিয়ন। - দেশটি তেল সম্পদে সমৃদ্ধ হলেও দারিদ্র্য, দুর্নীতি এবং অভ্যন্তরীণ সহিংসতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি।
• মধ্যপ্রাচ্যের তেলবমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় তেল অস্ত্র ব্যবহার । • মধ্যপ্রাচ্যের দেশগুলো ১৯৭৩ সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করে। • উনিশ শ' তিয়াত্তর সালের আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো - তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই। • তারা কমিয়ে দিল তেলের উৎপাদন, • বাড়িয়ে দিল তেলের দাম, • আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল । • সারা পৃথিবীতে শুরু হলো তেল সংকট, • কোনো কোনো দেশে তেলের দাম চারশ' গুণেরও বেশি বেড়ে গেল। • এভাবে মধ্য প্রাচ্যে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে NAM এর ভিত্তি প্রতিষ্ঠিত হলেও ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। - এ সংগঠনের প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালে তৎকালীন যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। - বর্তমানে NAM এর ১২০টি সদস্য রাষ্ট্র এবং ১৮টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। - সর্বশেষ ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫-২০ জানুয়ারি, ২০২৪ উগান্ডার কামপালা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। - এর প্রতিষ্ঠাতা সদস্য ৭টি। এগুলো হচ্ছে- মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন। - পরবর্তীতে ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে।
- INTERPOL (ইন্টারপোল) হল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা - ইন্টারপোলের নবম মহাসচিব ভালডেসি উরকুইজা (ব্রাজিল)। - এর বর্তমান সদস্য ১৯৬টি। - এর সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। - INTERPOL সদর দপ্তরের ভবনটি "INTERPOL House" নামে পরিচিত - এটি ১৯২৩ সালে আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন (আইসিপিসি) নামে প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশ INTERPOLE এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।
UNESCO-এর পূর্ণরুপ United Nations Educational , Scientific and Cultural Organization . এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। অন্যদিকে, - নিউইয়ির্কে UN, UNDP, UNFPA ও UNICEF ; - রোমে FAO, IFAD ও WFP এবং - জেনেভায় ILO, ITU, WHO, WMO, WIPO, WTO, UNHCR, UNCTAD ও রেডক্রসের সদর দপ্তর অবস্থিত ।
- মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত একটানা তিন মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। - তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। - পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে তিনি অত্যন্ত কঠোর উন্নয়নমূলক নীতিমালা প্রয়োগ করেছিলেন, যা ‘Thatcher Revolution’ নামে খ্যাত । - তার এরূপ গঠনমূলক কাজের জন্য বিশ্বে তিনি ‘Iron Lady’ বা ‘লৌহমানবী’ বলে পরিচিত। - মার্গারেট থ্যাচার ৮ এপ্রিল, ২০১৩ মারা যান।
- ইয়াসির আরাফাত ষাটের দশকে ইসরাইলের দখল থেকে মাতৃভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গেরিলা সংগ্রাম শুরু করেন। - বৃহত্তর গেরিলা আক্রমণ পরিচালনার জন্য ১৯৬৪ সালে কয়েকটি গেরিলা গ্রুপকে একত্রিত করে গঠন করেন পিএলও। - ১৯৮০ সালে জাতিসংঘ পিএলও প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রদান হিসেবে স্বীকৃতি প্রদান করে। - তখন থেকে মৃত্যুর (১১ নভেম্বর, ২০০৪) আগ পর্যন্ত ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন।
- বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’তে প্রলয়োল্লাস, বিদ্রোহী এবং রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত। - ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশ হলে ৮ নভেম্বর পত্রিকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক ১ বছর কারাদণ্ড দণ্ডিত হন। - উল্লেখ্য, অনেকে লিখে থাকেন ‘অগ্নিবীণা’ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্থটি কোনোদিন নিষিদ্ধ হয়নি।
অন্যান্য কবিতা - - বিদ্রোহী, - রক্তাম্বরধারিণী মা, - আগমণী, - ধূমকেতু, - কামাল পাশা, - আনােয়ার পাশা, - রণভেরী, - শাত-ইল-আরব, - খেয়াপারের তরণী, - কোরবানী ও - মহররম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
- বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯ খ্রি) ১৮৯৬ সালে ‘বঙ্গভাষা ও সাহিত্য’ নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিমূলক এ গ্রন্থটি রচনা করেন। - আর এটিই বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। - অন্যদিকে ড. সুকুমার সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (১৯৪০), ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ (১৯৫৯) এবং ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১ম খণ্ড) (১৯৫৯)।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।